03/10/2023
অবৈধভাবে ভরাট করা হচ্ছে পুকুর ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হাবরা থানার অন্তর্গত জয়গাছি দেশবন্ধু রোডের ঘটনা
হাবরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জয়গাছি দেশবন্ধু রোডের মাঠপাড়া এলাকায় একটি পুকুরকে ভরাটের কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুকুরটি ছাই ফেলে রাতের অন্ধকারে চলছিল ভরাট ঘটনাটি জানাজানি হতেই পুকুরের মালিক সুনীল বিশ্বাস তিনি বলেন হ্যাঁ ছাই ফেলে আস্তে আস্তে পুকুরটি বন্ধ করে দেওয়া হচ্ছিল এখন বর্তমানে ওই পুকুরে ডেঙ্গুর আতুর ঘর
সুনীল বিশ্বাসকে পুকুর বুঝানোর বি এল আর ওর কোন পারমিশন আছে কিনা চলা হলে বলেন কোন অনুমতি নেওয়া হয়নি
তিনি আরো বলেন আমি তৃণমূল দলটা করি
আমায় কে কি করবে
কোন ব্যবস্থা গ্রহণ হলে তখন দেখা যাবে
এই বিষয়ে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন এ বিষয়ে প্রতিক্রিয়া দেবেন না বলে জানিয়ে দেন
যখন উত্তর 24 পরগণাকে হট সেন্টার বলে ঘোষণা করা হয়েছে, সে মতো অবস্থাতেই এই পুকুরের অবস্থা চোখে দেখলেই বোঝা যাবে কিভাবে মশার চাষ হচ্ছে
এই মাঠপাড়া এলাকায় প্রায় ১০০ টি পরিবারের বসবাস বর্তমানে ওই পরিবারগুলি ডেঙ্গুর আতঙ্কে দিন কাটাচ্ছেন
এই পুকুর ভরাট নিয়ে বি এল আরও কে জানাও হয়
এখন দেখার বিষয় প্রশাসন এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন