15/07/2025
“ভগবানের আশীর্বাদে পিতৃত্বের প্রতিজ্ঞা — বাদুড়িয়ার শম্ভু কাহারের ২০০০ কিমি দণ্ডী যাত্রা কেদারনাথ অবধি!”
দু’বার সন্তান হারানোর যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে পড়েছিলেন বাদুড়িয়ার শম্ভু কাহার। শেষ আশায় মহাদেবের দ্বারস্থ হয়ে মানত করেন — “সন্তান যেন সুস্থ জন্মায়, তাহলেই আমি দণ্ডী কেটে যাব কেদারনাথ পর্যন্ত।”
আজ সেই আশীর্বাদ বাস্তব হয়েছে। ঘরে এসেছে এক নতুন প্রাণ, সুস্থ সন্তান। কথা রেখেছেন তিনি। ভালোবাসা, বিশ্বাস আর প্রতিজ্ঞা নিয়ে ২০০০ কিমি দীর্ঘ পথ পায়ে হেঁটে শুরু করেছেন তাঁর মহাযাত্রা — গন্তব্য কেদারনাথ।
এই যাত্রা শুধু এক পিতার নয় — এটি এক বিশ্বাস, এক সংকল্প, এক ভালোবাসার প্রতীক।
জয় মহাদেব 🙏
Video click by Paramita Paul