05/03/2025
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে।
---------------- বিক্রম মাহাতো(৩০th may 2k21)
জানতে ইচ্ছে করে,বড় জানতে ইচ্ছে করে,
আজও কি আমার স্মৃতি গুলো তোমার মনে পড়ে।
কাটানো একসাথে মুহূর্তগুলো ফিরে পেতে ,তোমার মন কি বায়না ধরে?
নাকি সবই ভুলে গেছো,আমাকে ছেড়ে যাওয়ার পরে।
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে।
সেই নদীর ব্যাকুল স্রোত আর ওই বালিকনা,
যেখানে বসে লিখেছিলে, "বাবুসোনা🙈"
আর বলেছিলে ,"যায় হয়ে যাক না কেনো ভালোবাসবো তোমায় ,করবো না কোনোদিনও ঘৃণা"
সেগুলো কি মনে আছে আজও,নাকি সব মুছে গেছে।
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে😢।
একসাথে ঘুরতাম ,একইসাথে চলতাম,একই কথা বলতাম,
দুজন দুজনের কাছাকাছি যেনো থাকতাম॥
ভালোলাগা ভালোবাসা, হাসি কান্না , স্বাদ আহ্লাদ সবই যেনো ভাগাভাগি করে নিতাম।
সুখ - দুঃখের সাথী হয়ে বলতাম খুলে মনের কথা।ভুলে গেছো বুঝি আমার কথা?
নাকি সেগুলো ভেবে লাগে মনে ব্যাথা।
জানতে ইচ্ছে করে বড় জানতে ইচ্ছে করে।
ওই উঁচু পাহাড়,সেই দূরের সমুদ্র
আর সেই চারা গাছ ,যে কিনা এখনও অতি ক্ষুদ্র।
মনে রেখেছে তারা আমাদের ,আর তুমি কিভাবে ভুলে গেলে সব?
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে।
ওই দূরের আকাশের তারা,
যে দেইনি কখনো সাড়া
সেই যে আমার চিরসঙ্গী
মনের যন্ত্রণা গুলো আজ তারই কাছে করে অনবরত নিদারুণ ভঙ্গী।
আকাশের পানে চেয়ে থাকে যেমন চাতক পাখি,
আমিও তেমনি তোমার আশায় পথের দিকে চেয়ে থাকি?
তুমিও কি তেমনি চেয়ে থাকো?
জানতে ইচ্ছে করে বড়ো জানতে ইচ্ছে করে।
কেমন আছো তুমি? কোথায় আছো তুমি?
তোমাকে রোজ মিস করি আমি।
দিনের পর দিন তোমার স্মৃতি গুলো নিয়েই যে বেঁচে আছি আমি।
আমায় ছেড়ে যেতে চাইলেও,আমি করিনি যে মানা,
পেয়েছো কি তুমি, সুখের ঠিকানা?
পেয়েছো কি তুমি দামী শাড়ি,দামী গাড়ি আর সোনা - দানা?
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে!
তোমার আকাশ ছোয়া স্বপ্ন গুলো হয়েছে কি পূরণ?নাকি সবই মিথ্যে হয়েছে?
জানতে ইচ্ছে করে বড় জানতে ইচ্ছে করে।
থাকো তুমি যেখানেই সুখে থেকো তুমি
আমার স্নেহ - ভালোবাসা, আদর - সন্মান চিরদিনই
তোমায় দেবো আমি।❤️
তোমরা কি সত্যি ভালোবাসো ,
নাকি শুধুই সুবিধা নিতে আসো।
কথায় কথায় বলো তোমরা শুধুই break-up
তাই আজ সমাজ বলছে তোমাদের just Shut-up....