NÄYÃK-The Real Hero

NÄYÃK-The Real Hero Easy to say but hard to do

14/04/2025

শুন্য পকেটে ভালোবাসা টেকে না ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা♥️ টা শুন্য পকেটেই হয়।

05/03/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Abi Nash, Budhadeb Mahato

আমি দেখেছি, অন্যায় দিয়ে ন্যায়কে ঢেকে দিতে।দেখেছি, সত্যকে এক নিমেষে হারিয়ে দিতে।দেখেছি ,চোখের দেখা স্বপ্ন গুলোকে বেচে...
05/03/2025

আমি দেখেছি, অন্যায় দিয়ে ন্যায়কে ঢেকে দিতে।
দেখেছি, সত্যকে এক নিমেষে হারিয়ে দিতে।
দেখেছি ,চোখের দেখা স্বপ্ন গুলোকে বেচে দিতে।
দেখেছি, সাদাকে কালোতে রূপান্তরিত করতে।
দেখেছি,বুক ফাটা আর্তনাদ করতে।

দেখেছি,উচ্চপদস্থ দের অতি নিম্নদের প্রতি অত্যাচার ।
দেখেছি, কুকুরকে বিটালিয়ান বিস্কুট আর শিশুদের জল খেয়ে পেট ভরাতে।
দেখেছি,কাছের মানুষটির বিশ্বাসঘাতকতা আর বেইমানি ।
দেখেছি,আত্মীয় স্বজনদের অসৎ আচরণ, বিপদকালীন অবস্থায় গিরগিটির মত রং বদলাতে।
দেখেছি,মুমূর্ষ রোগীদের বিনা চিকিৎসায় প্রাণ হারাতে।
দেখেছি, ধনীদের খাবারের অপব্যাবহার আর গরীবের খুদার যন্ত্রণা।
দেখেছি,ভালোদের খারাপ করার প্রচেষ্টা।
দেখেছি,দিনের পর দিন সমাজ আর পৃথিবীর পরিবর্তন।

কেমন এই সমাজ ,কেমন তাদের ব্যাবস্থা,
যেখানে অপরিবর্তিত কূ-জন দের অবস্থা।
পাবেনা কি তারা শাস্তি,
করেই যাবে কি তারা অসহায় দের নিয়ে মজ আর মাস্তি।

বদল ঘটুক,শাস্তি পাক তারা,
তবে কোনো নির্দোষ ব্যক্তি না যায় যেনো মারা।
হউক সমান সমান ভাগ,
ধনী -গরীবের থাকে না যেনো কোনো দাগ।

বাঁচুক সবাই শক্তি আর সাহস নিয়ে,
সমাজ গড়ুক ভালোবাসা দিয়ে।
না থাকে যেনো হিংসা আর বিদ্বেষ।
একজন আরেকজনের জন্য, এই কথায় যেনো হয় শেষ।

05/03/2025

জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে।
---------------- বিক্রম মাহাতো(৩০th may 2k21)

জানতে ইচ্ছে করে,বড় জানতে ইচ্ছে করে,
আজও কি আমার স্মৃতি গুলো তোমার মনে পড়ে।
কাটানো একসাথে মুহূর্তগুলো ফিরে পেতে ,তোমার মন কি বায়না ধরে?
নাকি সবই ভুলে গেছো,আমাকে ছেড়ে যাওয়ার পরে।
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে।

সেই নদীর ব্যাকুল স্রোত আর ওই বালিকনা,
যেখানে বসে লিখেছিলে, "বাবুসোনা🙈"
আর বলেছিলে ,"যায় হয়ে যাক না কেনো ভালোবাসবো তোমায় ,করবো না কোনোদিনও ঘৃণা"
সেগুলো কি মনে আছে আজও,নাকি সব মুছে গেছে।
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে😢।

একসাথে ঘুরতাম ,একইসাথে চলতাম,একই কথা বলতাম,
দুজন দুজনের কাছাকাছি যেনো থাকতাম॥
ভালোলাগা ভালোবাসা, হাসি কান্না , স্বাদ আহ্লাদ সবই যেনো ভাগাভাগি করে নিতাম।
সুখ - দুঃখের সাথী হয়ে বলতাম খুলে মনের কথা।ভুলে গেছো বুঝি আমার কথা?
নাকি সেগুলো ভেবে লাগে মনে ব্যাথা।
জানতে ইচ্ছে করে বড় জানতে ইচ্ছে করে।

ওই উঁচু পাহাড়,সেই দূরের সমুদ্র
আর সেই চারা গাছ ,যে কিনা এখনও অতি ক্ষুদ্র।
মনে রেখেছে তারা আমাদের ,আর তুমি কিভাবে ভুলে গেলে সব?
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে।

ওই দূরের আকাশের তারা,
যে দেইনি কখনো সাড়া
সেই যে আমার চিরসঙ্গী
মনের যন্ত্রণা গুলো আজ তারই কাছে করে অনবরত নিদারুণ ভঙ্গী।
আকাশের পানে চেয়ে থাকে যেমন চাতক পাখি,
আমিও তেমনি তোমার আশায় পথের দিকে চেয়ে থাকি?
তুমিও কি তেমনি চেয়ে থাকো?
জানতে ইচ্ছে করে বড়ো জানতে ইচ্ছে করে।

কেমন আছো তুমি? কোথায় আছো তুমি?
তোমাকে রোজ মিস করি আমি।
দিনের পর দিন তোমার স্মৃতি গুলো নিয়েই যে বেঁচে আছি আমি।
আমায় ছেড়ে যেতে চাইলেও,আমি করিনি যে মানা,
পেয়েছো কি তুমি, সুখের ঠিকানা?
পেয়েছো কি তুমি দামী শাড়ি,দামী গাড়ি আর সোনা - দানা?
জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে!

তোমার আকাশ ছোয়া স্বপ্ন গুলো হয়েছে কি পূরণ?নাকি সবই মিথ্যে হয়েছে?
জানতে ইচ্ছে করে বড় জানতে ইচ্ছে করে।

থাকো তুমি যেখানেই সুখে থেকো তুমি
আমার স্নেহ - ভালোবাসা, আদর - সন্মান চিরদিনই
তোমায় দেবো আমি।❤️

তোমরা কি সত্যি ভালোবাসো ,
নাকি শুধুই সুবিধা নিতে আসো।
কথায় কথায় বলো তোমরা শুধুই break-up
তাই আজ সমাজ বলছে তোমাদের just Shut-up....

পরিবর্তন চেহরাই নয় ,মনে হয়েছে।অনেক কিছু চিনতে বুঝতে আর জানতে শিখেছি।অনেক কিছু দেখেছি যা ভালো এবং খারাপ ।বাকিটা জীবন শি...
11/01/2024

পরিবর্তন চেহরাই নয় ,মনে হয়েছে।
অনেক কিছু চিনতে বুঝতে আর জানতে শিখেছি।
অনেক কিছু দেখেছি যা ভালো এবং খারাপ ।

বাকিটা জীবন শিখতে চাই আর এগোতে চাই মুখোশধারী খল চরিত্রের বিপরীতে।

05/01/2024

1st year saraswati puja
2020
Asgh nts

5 year's difference 2018 vs 2023
29/12/2023

5 year's difference 2018 vs 2023

Morning click
28/09/2023

Morning click

Memories
17/09/2023

Memories

মেঘাচ্ছন্ন মালদার কিছু দৃশ্য
02/08/2023

মেঘাচ্ছন্ন মালদার কিছু দৃশ্য

5 years ago
09/06/2023

5 years ago

Address

Ashoknagar Road
Habra
743222

Telephone

+919354760339

Website

Alerts

Be the first to know and let us send you an email when NÄYÃK-The Real Hero posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category