DM News 365

DM News 365 সত্যের পথে সত্যের সাথে।

11/09/2025

📌 লালা জলালপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়লেন এলাকাবাসী।
📌 বিধায়ক Suzam Uddin Laskar এর তৎপরতায় নতুন ট্রান্সফরমার পেতে সক্ষম হয়েছেন এলাকাবাসী।

06/09/2025

📌গাঞ্জাখাউরী বড়কিচরে হাজী নিজাম ফুটবলের শিরোপা লাভ ধলাই এথলেটিক ক্লাবের।
📌বিধায়ক নিজামের সামনে উঠলো সুজামের জয় ধ্বনি।
📌২৬-শে জয় সময়ের অপেক্ষা দাবী বিধায়ক সুজাম সমর্থকদের।।

04/09/2025

#বিধায়ক সুজাম সমর্থকরা উনার কাম কাজের প্রশংসা করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাহাবাদ রাঙ্গাবাখ দ্বিতীয় খণ্ড গ্রামের জনসাধারণের..............

02/09/2025

শীঘ্ৰই বরাকে উচ্ছেদ অভিযান হ'ব বুলি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার ঘোষণার পর পাল্টা প্ৰতিক্ৰিয়া কাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজাম উদ্দিন লস্করের।

31/08/2025

গাঞ্জাখাউরি বরকিচর মাঠে আজকের খেলা ধলাই অ্যাথলেটিক ক্লাব বনাম লালা বি টি সি মধ্যে খেলা সরাসরি লাইভ........
খেলার নির্ধারিত সময় শেষে
১-০ গোলের ব্যবধানে ধলাই অ্যাথলেটিক ক্লাব বিজয়ী হয়েছে।

31/08/2025

গাঞ্জাখাউরি বরকিচর মাঠে আজকের দ্বীতীয় সেমিফাইনাল খেলা ধলাই অ্যাথলেটিক ক্লাব বনাম লালা বি টি সি মধ্যে খেলা সরাসরি লাইভ........

30/08/2025
28/08/2025

অরুণোদয় ৩.০ নিয়ে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বক্তব্য।

23/08/2025

ইমরান হত্যার মূল নায়ক বিজু নিজ মুখে স্বীকার করলেন
হত্যা কেন এবং কিভাবে করা হয়েছিল

👎👎👎
22/08/2025

👎👎👎

18/08/2025

বিধায়ক নিজাম মুর্দাবাদ আওয়াজ উঠলো কাটলিছড়া ধলাই মলাই জিপিতে।

কাটলীছড়া বিধানসভা সমষ্টির সোনাছড়া বাগান মাঠে সোনাছড়া তরুন সঙ্গ ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অন...
15/08/2025

কাটলীছড়া বিধানসভা সমষ্টির সোনাছড়া বাগান মাঠে সোনাছড়া তরুন সঙ্গ ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আজকের খেলায় যে দুটি দল মুখোমুখি হয়েছিল ৪নাম্বার খাসিয়া পুঞ্জি এফসি বনাম রামচণ্ডী এফসি।
আজকের খেলা উপভোগ করার জন্য প্রচন্ড গরম উপেক্ষা বিভিন্ন প্রান্ত থেকে আশা ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।
খেলা শুরু হতেই খেলার উভয় দলের মধ্যে হাড্ডি লড়াই করে প্রথমার্ধের খেলা শেষে কোনো দল গোল করতে পারিনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু থেকে আরো জমে উঠে আজকের খেলা উভয় দল আক্রমণ প্রতি আক্রমণ করে টানটান উত্তেজনার মধ্যে খেলার দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত খেলা অমীমাংসিত থাকার জন্য ম্যাচ রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন।টাইব্রেকারে ৪নাম্বার খাসিয়া পুঞ্জি এফসি ৬-৫ গোলের ব্যবধানে রামচণ্ডী এফসিকে পরাজিত করে টুর্নামেন্টর শিরোপা অর্জন করে নেয়।
আজকের খেলায় রেফারি দায়িত্বে ছিলেন সাদিক আহমেদ লস্কর এবং সহকারী হিসেবে ছিলেন গুলজার আহমেদ লস্কর ও মুরাদ শরীফ বড়ভূইয়া এবং চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন হাসিম উদ্দিন লস্কর।
আজকের খেলায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস মহাশয়,সাংসদ প্রতিনিধি আশু গোয়ালা বিজেপির রাজ্যিক সদস্য বিমল বারই,সোনাছড়া রূপাছড়া জিপির সভানেত্রীর প্রতিনিধি সঞ্জয় তেলী,আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি আশুতোষ দাস,প্রাক্তন সভাপতি পিন্টু কালিন্দ্রী,প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ দোসাদ ও সোনাছড়া বাগান মেনেজার মনোজ তেওয়ারি এছাড়া আরোও বিশিষ্ট আমন্ত্রিত অতিথি বৃন্দরা আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Address

Dholai Molai Pt-1
Hailakandi
788161

Alerts

Be the first to know and let us send you an email when DM News 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share