
08/07/2025
Big Breaking :- বদরপুর এন.সি. কলেজের শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা
বদরপুর এন.সি. কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য এক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কলেজের অধ্যক্ষ ড. মরতুজা হুসেইন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, কলেজ পরিবারের কোনো সদস্য—বিশেষ করে শিক্ষার্থীরা—সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট (যেমন রিল, ভিডিও, ইত্যাদি) করতে পারবেন না, যা কলেজের মর্যাদা, অখণ্ডতা ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যদি কোনো শিক্ষার্থী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সেই শিক্ষার্থীর কলেজে ভর্তি বাতিল পর্যন্ত করা হতে পারে।
কলেজ প্রশাসন এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ আচরণের আহ্বান জানিয়েছে।