Barak Live

Barak Live সত্য এবং ন্যায়ের আপোষহীন
সত্য খবর সবার আগে।
নিউজ কিংবা বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন 6001919697

23/10/2025

লালা জালালপুরে নির্যাতন: বিচার সভার নামে যুবকের উপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

22/10/2025

লালার জলালপুরে চাঞ্চল্যকর মারধরের ঘটনা, শিলচর মেডিকেলে ভর্তি যুবক

হাইলাকান্দি জেলার লালার জলালপুরে এক যুবককে বেঁধে রেখে নির্মমভাবে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কউছর নামের ওই যুবক সম্প্রতি নাগাল্যান্ডে আর্মি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেডিকেল টেস্টের আগেই এক সহযাত্রী ঠাট্টা-তামাশার ছলে কউছরের অশালীন ছবি তুলে ফ্রেন্ডস সার্কেল গ্রুপে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। কউছর বারবার অনুরোধ করলেও অভিযুক্ত তা বন্ধ না করে আরও ছড়াতে থাকে।

পরে ঘটনাটি নিয়ে কউছর জলালপুরে অভিযুক্তদের বাড়িতে বিচার চাইতে গেলে, ৫–৬ জন মিলে তাকে রশি দিয়ে বেঁধে গ্রিলের ভেতরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার সঙ্গে থাকা দুইজন পালিয়ে গিয়ে আত্মীয়দের খবর দেন। পরে পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

বর্তমানে আহত কউছর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে।

22/10/2025

ধনিপুর ভবানীপুর জিপিতে জিও টেগিং নিয়ে উত্তেজনা অব্যাহত, পাল্টা অভিযোগে তীব্র চাঞ্চল্য

17/10/2025

ধ্বনিপুর ভবানীপুরে জিও-ট্যাগিং কেলেঙ্কারি! গরিবদের ঘর বাদ, সুবিধাভোগীদের ঘরেই চলছে ট্যাগিং অভিযোগ।।

16/10/2025

জেলা হাইলাকান্দির নিজবর্ণারপুর-সর্বানন্দপুর জিপিতে জিও-ট্যাগিংয়ের নামে হরিলুট! অভিযোগ সাধারণ মানুষের।।

14/10/2025

কাটলীছড়ায় চাঞ্চল্যকর ঘটনা: ছেলের নাবালিকা শালির সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী।

11/10/2025

📌৭০০ নং শেরালিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কের অবসান।
📌প্রধান শিক্ষক ও পঞ্চায়েত সদস্যের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল।
📌টান্টু জিপির সভাপতির প্রতিনিধির মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে সমাধান হয়।
📌প্রধান শিক্ষক প্রকাশ্যে স্বীকার করলেন, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল মিথ্যা।।

09/10/2025

হাইলাকান্দি জেলার লালা শিক্ষা খন্ডে শিক্ষক অনুপস্থিতি নিয়ে চাঞ্চল্য, ৭০০ নং শেরালিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম ভঙ্গের অভিযোগ।

হাইলাকান্দির ডঃ মিলন দাস বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি পদে মনোনীত, ২০২৬ বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচন...
04/10/2025

হাইলাকান্দির ডঃ মিলন দাস বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি পদে মনোনীত, ২০২৬ বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায়।

  Breaking:- শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা গ্রেপ্তার।
01/10/2025

Breaking:- শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা গ্রেপ্তার।

30/09/2025

আরতি হাসপাতালে চিকিৎসকের ভয়াবহ কান্ড, ডা. ইমাদ আহমদ চৌধুরীর এপেন্ডিক্স অস্ত্রোপচারে রোগীর খাদ্যনালী কেটে গেল

আরতি হাসপাতালের ডাঃ ইমাদ আহমদ চৌধুরীর ভয়ংকর কাণ্ড! এপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে কেঁটে দিলেন রোগীর খাদ্যনালী।
30/09/2025

আরতি হাসপাতালের ডাঃ ইমাদ আহমদ চৌধুরীর ভয়ংকর কাণ্ড! এপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে কেঁটে দিলেন রোগীর খাদ্যনালী।

Address

Hailakandi
788151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barak Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share