
29/03/2025
❄ বরফকে প্রশ্ন করা হলো— “তুমি এতো ঠান্ডা কেনো?”
বরফ হেসে বললো—
"আমার অতীত ছিলো পানি, ভবিষ্যতও হবে পানি,
তবে কি করে গরম দেখাই?"
💭 হে আমার নফস! এবার তুমিও শোনো—
"তোমার সৃষ্টি মাটি থেকে, শেষ ঠিকানাও সেই মাটির বুকে,
তবে কেন এতো অহংকার? কিসের এত দাম্ভিকতা?
কেন এত নিজেকে বড় ভাবা?"
🕋 اللهم اغفر لي 😥💔
হে আল্লাহ! আমাকে ক্ষমা করো!