Shironam News

Shironam News Shironam news launched in September, 2019 We focus on top news

19/09/2025

কাটলিছড়ায় দুরপাল্লার ট্রেন বিরাম নেবে দায়িত্ব নিয়ে বললেন এমপি প্রতিনিধি বাপ্পু ঘোষ।

11/09/2025

🔴সোনাছড়ায় অবৈধভাবে বৈদ্যুতিক খুঁটি সরানো ও বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ

🔴লালা সাবডিভিশনের সোনাছড়া বাগানে বুধবার বিকেলে অবৈধভাবে বুলডোজার ব্যবহার করে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
🔴জুনিয়র ইঞ্জিনিয়ার কবির আহমদ, রানব নুনিসা এবং আসাম স্টেট ইলেকট্রিসিটি সাপ্লাই ওয়ার্কার্স ইউনিয়নের লালা ইউনিটের সহ সভাপতি সুজিত দেব খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত লাইনম্যান তাহের হুসেইন লস্কর ও ওম কিশোর ভার্মাকে উদ্ধার করে কাটলিছড়া প্রাথমিক চিকিৎসালয়ে চিকিৎসার জন্য পাঠান।
🔴এই ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

06/09/2025

🔴কাটলিছড়া বাজারের স্বার্থে সার্কেল অফিসারের সহযোগে আসামের মুখ্যমন্ত্রী ও হাইলাকান্দি জেলা উপায়ুক্তকে মেমোরেন্ডাম।
🔴 কাটলিছড়া মন্ডল কংগ্রেস সভাপতি বাচ্চু পালেন মন্তব্য।

05/09/2025

🔴ঘাড়মুরা প্রেসবেটেরিয়ান স্কুলে বিদ্যুৎ বিভাগের হানা।
🔴ক্রীষ্টান মিশনারি পরিচালিত ঘাড়মুরা প্রেসবেটেরিয়ান স্কুলে বিদ্যুৎ বিভাগের বিশেষ অভিযানে ধরা পড়ল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করছিলেন।
🔴তদন্তে বিদ্যুৎ বিভাগ হাতে-নাতে ধরে মোট সাতটি অবৈধ সংযোগ, যা পার্শবর্তী এল টি লাইন থেকে হুকিং করে স্টাফ কোয়ার্টার ও স্কুল ভবন চালানো হচ্ছিল। অভিযানে বাজেয়াপ্ত করা হয় স্টেবিলাইজার, মোটর স্টার্টার ও পিভিসি তারসহ বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী।
🔴অভিযোগ উঠেছে, অভিযানের সময় স্কুল কর্তৃপক্ষ উপস্থিত এপিডিসিএল স্টাফদের সঙ্গে অশোভন আচরণ করেন।
🔴এপিডিসিএল সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এজাহার দায়ের করা হবে এবং জরিমানাও ধার্য করা হবে।

Address

Hailakandi

Alerts

Be the first to know and let us send you an email when Shironam News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shironam News:

Share

Category