JMC News TODAY

JMC News TODAY Barak Valley News (24-7)

22/08/2025

মরনোত্তর পরীক্ষার পর দ্বিতীয় বারের মতো কবরস্থ করা হয়েছে ইমরানকে 😭😭🤲🤲

22/08/2025

বেসিক চৌরঙ্গীতে আসতে হলে বাইপাস হয়ে আসবেন কারণ এখানে কাজ চলছে আপাতত ১৫ দিনের জন্য বেসিক চৌরঙ্গীর রাস্তা বন্ধ থাকবে

স্বামী ইমরান কে হত্যা করে এভাবেই ক্রন্দন করার অভিনয় করেছেন ইমরানের স্ত্রী অভিনেত্রী রিনা।
22/08/2025

স্বামী ইমরান কে হত্যা করে এভাবেই ক্রন্দন করার অভিনয় করেছেন ইমরানের স্ত্রী অভিনেত্রী রিনা।

22/08/2025
22/08/2025

মরনোত্তর পরীক্ষার পর আজ জুম্মার নামাজের পর পুণরায় কবরস্থ করা হয় ইমরানকে ।
প্রশাসনকে‌ ধন্যবাদ, দুষিদেরকে কটুর থেকে কঠোরতর শান্তি ফাঁসির সাজা দাবি ।প্রশাসনের তৎপরতা প্রশংসনীয়। দোষিদেরকে যাতে কোন অবস্থায় বেইল না দেওয়া হয় এবং কোন আইনজীবী তাদের কে আইনি সহায়তা না করেন এই দাবি উঠেছে ।
ইমরান হত্যাকাণ্ডের গোপন তথ্য ফাঁস।
দ্বিতীয়বার কবরস্থ করা হলো নবনির্বাচিত জিপি সভাপতি ইমরান হোসেন বড়ভূঁইয়াকে।
এই মানুষটার ফাঁসি অইতে লাগে ঠিক নানি
দুই টা মানুষের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ?

💔 ধলাইয়ে বর্বরতার বলি নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূঁইয়া।
আজ ১১ দিন পর কবর থেকে তুলে ময়নাতদন্তের পর দ্বিতীয় দফায় তাকে দাফন করা হলো। এই ঘটনায় জড়িত অপরাধীদের ফাঁসির দাবিতে ফুঁসছে গোটা ধলাই।
এক চাঞ্চল্যকর ত্রিকোণ প্রেমের জেরে প্রাণ হারালেন রাজনগর কলিছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি, এক জনপ্রিয় যুবনেতা ও উদীয়মান ব্যবসায়ী ইমরান হোসেন বড়ভূঁইয়া। প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যু বলে প্রচার করা হলেও, পরিবারের দৃঢ় সন্দেহে বেরিয়ে আসে এক ভয়াবহ ষড়যন্ত্রের চিত্র।
পুলিশের তদন্তে জানা গেছে, ইমরানকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তার স্ত্রী রিনা বেগম, তার প্রেমিক বিজু আহমেদ লস্কর এবং আরও চারজনকে আটক করা হয়েছে।
আজ বিকেলে যখন ইমরানের নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে দ্বিতীয়বারের মতো তার বাড়িতে পৌঁছায়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শত শত মানুষ শোকযাত্রায় অংশ নিয়েছিলেন, যাদের চোখে ছিল জল আর মনে ছিল ক্ষোভ। ১০ দিন আগে যে কবরে তাকে প্রথম দাফন করা হয়েছিল, আজ সেখানেই তাকে দ্বিতীয়বার সমাহিত করা হয়।
আমরা, ধলাইয়ের সাধারণ মানুষ, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত বিচার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।

#ইমরানেরখুনিদেরফাঁসিচাই
#ধলাই

হাইলাকান্দি জেলার বাসটেন্ড সংলগ্ন আয়ুবিয়া ডায়াগনোস্টিকের  শুভ উদ্বোধন।।নিজ পিতা পীর মৌলানা শাহ সুফি আয়ুব আলী(রঃ) সাহ...
22/08/2025

হাইলাকান্দি জেলার বাসটেন্ড সংলগ্ন আয়ুবিয়া ডায়াগনোস্টিকের শুভ উদ্বোধন।।

নিজ পিতা পীর মৌলানা শাহ সুফি আয়ুব আলী(রঃ) সাহেবের নামে হাইলাকান্দি শহরের উপকণ্ঠে কাটলিছড়া বাসস্ট্যান্ডে "আয়ুবিয়া ডায়গনোস্টিকের শুভ উদ্বোধন করলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদীস আল্লামা সারিমুল হক সাহেব।।

#আয়বিয়া_ডায়াগনোস্টিকস

#ছিলছিলায়ে_বাসটেণ্ডী

22/08/2025

ইমরান হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনের মুল হিরো তার ভাই নাগিব
এই সেই ইমরানের স্ত্রী ও তার স্ত্রীর প্রেমিক বিজু লস্করের হোয়াটসঅ্যাপ চ্যাটিং

আমরা যখন ৬০ টাকা রোজগার করতে হিশমিশ খাচ্ছি, কাল নাগিনী আলিশান বাড়ি সুটাম দেহের অধিকারী প্রতিষ্ঠিত ছেলে পেয়ে মন ভরল না।
এখন জেলের ভাত খা

"বডি ফছিয়া হারছে"!
"এই শব্দগুলো টাইপ কিলা করছে জানি না" তবে পড়ার পরে গায়ের রোম শিউরে ওঠে।


💔 ধলাইয়ে বর্বরতার বলি নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূঁইয়া।
আজ ১১ দিন পর কবর থেকে তুলে ময়নাতদন্তের পর দ্বিতীয় দফায় তাকে দাফন করা হলো। এই ঘটনায় জড়িত অপরাধীদের ফাঁসির দাবিতে ফুঁসছে গোটা ধলাই।
এক চাঞ্চল্যকর ত্রিকোণ প্রেমের জেরে প্রাণ হারালেন রাজনগর কলিছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি, এক জনপ্রিয় যুবনেতা ও উদীয়মান ব্যবসায়ী ইমরান হোসেন বড়ভূঁইয়া। প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যু বলে প্রচার করা হলেও, পরিবারের দৃঢ় সন্দেহে বেরিয়ে আসে এক ভয়াবহ ষড়যন্ত্রের চিত্র।
পুলিশের তদন্তে জানা গেছে, ইমরানকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তার স্ত্রী রিনা বেগম, তার প্রেমিক বিজু আহমেদ লস্কর এবং আরও চারজনকে আটক করা হয়েছে।
আজ বিকেলে যখন ইমরানের নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে দ্বিতীয়বারের মতো তার বাড়িতে পৌঁছায়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শত শত মানুষ শোকযাত্রায় অংশ নিয়েছিলেন, যাদের চোখে ছিল জল আর মনে ছিল ক্ষোভ। ১০ দিন আগে যে কবরে তাকে প্রথম দাফন করা হয়েছিল, আজ সেখানেই তাকে দ্বিতীয়বার সমাহিত করা হয়।
আমরা, ধলাইয়ের সাধারণ মানুষ, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত বিচার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।

#ইমরানেরখুনিদেরফাঁসিচাই
#ধলাই

22/08/2025

এই সেই মানুষটি যে লোকটা গরিবের মুখের হাসি ফোটানোর জন্য একমাত্র কারিগর ছিলো 😭😭
অচিরেই চলে গেছে গরিবের মুখের হাসি!!
স্ত্রীর পরকীয়া আর সম্পত্তির লোভেই প্রা'ণ কেড়ে নিল রাজনগর - খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী ইমরান হোসেনের।

স্ত্রীর প্রেমিক ইমরানের গাড়ি চালক বিজু আর স্ত্রী রিনা বেগম মিলে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিল ইমরানকে। তাঁর ময়নাতদন্তের জন্য কবর থেকে 12 দিন পর লাশ উদ্ধার করল পুলিশ। খুবই মর্মাহত এলাকাবাসী এবং ইহার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন সবাই।

゚viralシfypシ゚viralシalシ
'
'
'
'
'
'
'
'
'
'
'

আমরা যখন ৬০ টাকা রোজগার করতে হিশমিশ খাচ্ছি, কাল নাগিনী আলিশান বাড়ি সুটাম দেহের অধিকারী প্রতিষ্ঠিত ছেলে পেয়ে মন ভরল না।
এখন জেলের ভাত খা

#এমন একটা ঘটনা আমরার সামনে আইয়া দাঁড়াইছে একে অন্যকে বিশ্বাস করা খুব কঠিন অইয়া দাড়াইছে !!
#ইমরান মরে নাই ইমরানকে মারা হয়েছে !!
'
'
'
'
'
'
'
'
'
'

🔊"ইমরানের স্ত্রী রীনা বেগম আর তার গাড়িচালক বিজু আহমেদের অনৈতিক সম্পর্ক অনেক আগেই টের পেয়ে গিয়েছিল ইমরান, তাই বিজুকে বেশি কিছু না বলেই চাকরি ছেড়ে চলে যেতে বলেছিল""।

কোন এক সময় ইমরান, বিজু আর রীনা একই সাথে পড়াশুনা করতো, তাই তারা ভালো বন্ধুর মতো ছিল কিন্তু বিজুর অনৈতিক কার্যকলাপ দেখে সে বেশি কিছু না বলেই বিজুকে গাড়িচালকের চাকরি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। সেই অনুযায়ী একসময় বিজু ব্যাঙ্গালোরে চলে যায়

প্রাপ্ত তথ্য মতে বেশ কয়েকমাস পর বিজুর বৃদ্ধ মা ইমরানকে বারবার অনুরোধ করেছিলেন যে তাঁর ছেলে বিজুকে কোন একটা কাজের সুযোগ করে দিলে সে আবার এখানে চলে আসবে, তার ব্যাঙ্গালোর থাকা আর ভালো লাগছে না।

ইমরানের মা সমতুল্য তথা বিজুর মায়ের অনুরোধ রেখে অবশেষে ইমরান নিজে বিজুকে ফোন করে আসার প্রস্তুতি নিতে বলে আর তাকে বিমানের টিকিট পাঠিয়ে দেয়ে।

তারপর বিজু আবার ইমরানের কাজে যোগ দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বিজু আর রীনা আবারো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে এবার তারা খুব সাবধানে তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছিল যাতে ইমরান আর আগের মতো বুঝতে না পারে।

গত ১০ আগষ্ট ইমরান একটি জমি কেনার জন্য নগত ৬০ লক্ষ টাকা তার ঘরে এনে আলমারিতে রেখেছে তা স্ত্রী রীনা জেনে যায়। এই খবর রীনা মারফত বিজুর কানে চলে যায় যে মোটা অংকের নগদ টাকা আলমারিতে রাখা আছে।

প্লান অনুযায়ী বিজু নেশা জাতীয় কিছু সামগ্রী খুব সম্ভবত ঘুমের ট্যাবলেট রীনাকে এনে দেয়ে আর রীনা সেই ট্যাবলেট কালাই ডালের সাথে ইমরানকে খেতে দেয়ে। এই ডাল খেয়ে কিছুক্ষণের মধ্যেই ইমরান অচেতন হয়ে পড়ে আর অবশেষে মৃত্যু হয় তার। আশপাশের মানুষকে হৃদয়রোগে আক্রান্ত বলে রটানো হয়েছে!।

কিন্তু গত রাতে ইমরানের নিকটাত্মীয় কিছু বন্ধুরা বিজুর উপর সন্দেহ হলে তারা বিজুর মোবাইল ফোন কেড়ে নিয়ে WhatsApp এ থাকা নানা Chat দেখে তাদের সন্দেহ আরো যেন মজবুত রোপ ধারণ করে।

ইমরানকে কিভাবে মারতে হবে, নেশার ট্যাবলেট আনা থেকে শুরু করে তারা দুইজন কিভাবে দুবাই পাড়ি দেবে সবকিছু তন্ন তন্ন উল্লেখ করা আছে। ৬০ লক্ষ টাকার লোভ সামলাতে না পেরেই তারা এতো বড় পদক্ষেপ নেয়।

অবশেষে মামলা এখন পুলিশের আওতায়। বিজু, রীনা, রীনার বাবা, ভাই, রীনার বড়ো বোন সবাই এখন শিলচর সদর থানায় জেরার মুখে।

এবার মুদ্দায় আসি। ইমরান যখন তার স্ত্রী আর বিজুর অনৈতিক সম্পর্কের বিষয় জানতে পারছিল, তখনই তাকে সাবধান হওয়ার দরকার ছিল। একজন বিবাহিত মহিলা যখন স্বামী ছেড়ে অন্য পুরুষের পালং গ"র"ম করার সিদ্ধান্ত নিতে পারে, মানে সে এখন আওতার বাইরে। তাকে আর টেনে রাখাটা সময়ের সাথে লড়াই। এই ক্ষেত্রে হয়তো একজন পুরুষকে দোহাই দিয়ে আটকানো সম্ভব, তবে মহিলাদের ক্ষেত্রে তাহা প্রযোজ্য নয়।

রীনা বিজুর সাথে ব্যাঙ্গালোরেও রীতিমতো যোগাযোগে রাখছিল, বিজুর মায়ের মারফত ইমরানকে অনুরোধ করা থেকে শুরু করে তাকে আবারো কাজে লাগানো সবই এই বৃহৎ প্লানের অংশ ছিল।

নিরীহ ইমরান এই ষড়যন্ত্র মোটেও বুঝতে পারে নাই। তাই তার প্রিয় এবং কাছের মানুষেরাই তার কাল হয়ে তারই প্রান কেড়ে নিল।

দুটি শিশু তাদের, বাবা মৃত আর মা হাজতে। এমন পরিস্থিতি যেন কারো জীবনে না আসে।

গৃহস্থী জীবনে আরেকটু সচেতন হয়ে লক্ষ্য রাখবেন। এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে প্রযোজ্য। 🙏

😭😭😭😭😭

পাঠ:১




ঘাতক রিনা ও প্রেমিক বিজু ইমরান কে মারার হুয়াটসাপ চ্যাট....

22/08/2025

Haji Nijam Uddin Choudhury

21/08/2025

#এমন একটা ঘটনা আমরার সামনে আইয়া দাঁড়াইছে একে অন্যকে বিশ্বাস করা খুব কঠিন অইয়া দাড়াইছে !!
#ইমরান মরে নাই ইমরানকে মারা হয়েছে !!
'
'
'
'
'
'
'
'
'
'

🔊"ইমরানের স্ত্রী রীনা বেগম আর তার গাড়িচালক বিজু আহমেদের অনৈতিক সম্পর্ক অনেক আগেই টের পেয়ে গিয়েছিল ইমরান, তাই বিজুকে বেশি কিছু না বলেই চাকরি ছেড়ে চলে যেতে বলেছিল""।

কোন এক সময় ইমরান, বিজু আর রীনা একই সাথে পড়াশুনা করতো, তাই তারা ভালো বন্ধুর মতো ছিল কিন্তু বিজুর অনৈতিক কার্যকলাপ দেখে সে বেশি কিছু না বলেই বিজুকে গাড়িচালকের চাকরি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। সেই অনুযায়ী একসময় বিজু ব্যাঙ্গালোরে চলে যায়

প্রাপ্ত তথ্য মতে বেশ কয়েকমাস পর বিজুর বৃদ্ধ মা ইমরানকে বারবার অনুরোধ করেছিলেন যে তাঁর ছেলে বিজুকে কোন একটা কাজের সুযোগ করে দিলে সে আবার এখানে চলে আসবে, তার ব্যাঙ্গালোর থাকা আর ভালো লাগছে না।

ইমরানের মা সমতুল্য তথা বিজুর মায়ের অনুরোধ রেখে অবশেষে ইমরান নিজে বিজুকে ফোন করে আসার প্রস্তুতি নিতে বলে আর তাকে বিমানের টিকিট পাঠিয়ে দেয়ে।

তারপর বিজু আবার ইমরানের কাজে যোগ দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বিজু আর রীনা আবারো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে এবার তারা খুব সাবধানে তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছিল যাতে ইমরান আর আগের মতো বুঝতে না পারে।

গত ১০ আগষ্ট ইমরান একটি জমি কেনার জন্য নগত ৬০ লক্ষ টাকা তার ঘরে এনে আলমারিতে রেখেছে তা স্ত্রী রীনা জেনে যায়। এই খবর রীনা মারফত বিজুর কানে চলে যায় যে মোটা অংকের নগদ টাকা আলমারিতে রাখা আছে।

প্লান অনুযায়ী বিজু নেশা জাতীয় কিছু সামগ্রী খুব সম্ভবত ঘুমের ট্যাবলেট রীনাকে এনে দেয়ে আর রীনা সেই ট্যাবলেট কালাই ডালের সাথে ইমরানকে খেতে দেয়ে। এই ডাল খেয়ে কিছুক্ষণের মধ্যেই ইমরান অচেতন হয়ে পড়ে আর অবশেষে মৃত্যু হয় তার। আশপাশের মানুষকে হৃদয়রোগে আক্রান্ত বলে রটানো হয়েছে!।

কিন্তু গত রাতে ইমরানের নিকটাত্মীয় কিছু বন্ধুরা বিজুর উপর সন্দেহ হলে তারা বিজুর মোবাইল ফোন কেড়ে নিয়ে WhatsApp এ থাকা নানা Chat দেখে তাদের সন্দেহ আরো যেন মজবুত রোপ ধারণ করে।

ইমরানকে কিভাবে মারতে হবে, নেশার ট্যাবলেট আনা থেকে শুরু করে তারা দুইজন কিভাবে দুবাই পাড়ি দেবে সবকিছু তন্ন তন্ন উল্লেখ করা আছে। ৬০ লক্ষ টাকার লোভ সামলাতে না পেরেই তারা এতো বড় পদক্ষেপ নেয়।

অবশেষে মামলা এখন পুলিশের আওতায়। বিজু, রীনা, রীনার বাবা, ভাই, রীনার বড়ো বোন সবাই এখন শিলচর সদর থানায় জেরার মুখে।

এবার মুদ্দায় আসি। ইমরান যখন তার স্ত্রী আর বিজুর অনৈতিক সম্পর্কের বিষয় জানতে পারছিল, তখনই তাকে সাবধান হওয়ার দরকার ছিল। একজন বিবাহিত মহিলা যখন স্বামী ছেড়ে অন্য পুরুষের পালং গ"র"ম করার সিদ্ধান্ত নিতে পারে, মানে সে এখন আওতার বাইরে। তাকে আর টেনে রাখাটা সময়ের সাথে লড়াই। এই ক্ষেত্রে হয়তো একজন পুরুষকে দোহাই দিয়ে আটকানো সম্ভব, তবে মহিলাদের ক্ষেত্রে তাহা প্রযোজ্য নয়।

রীনা বিজুর সাথে ব্যাঙ্গালোরেও রীতিমতো যোগাযোগে রাখছিল, বিজুর মায়ের মারফত ইমরানকে অনুরোধ করা থেকে শুরু করে তাকে আবারো কাজে লাগানো সবই এই বৃহৎ প্লানের অংশ ছিল।

নিরীহ ইমরান এই ষড়যন্ত্র মোটেও বুঝতে পারে নাই। তাই তার প্রিয় এবং কাছের মানুষেরাই তার কাল হয়ে তারই প্রান কেড়ে নিল।

দুটি শিশু তাদের, বাবা মৃত আর মা হাজতে। এমন পরিস্থিতি যেন কারো জীবনে না আসে।

গৃহস্থী জীবনে আরেকটু সচেতন হয়ে লক্ষ্য রাখবেন। এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে প্রযোজ্য। 🙏

😭😭😭😭😭

পাঠ:১


21/08/2025

ময়নাতদন্তের জন্য ক্ববর থেকে ইমরানের লা'শ তুললো পুলিশ প্রশাসন, ফাস্ট ট্রেক আদালতে বিচার চাইলেন এলাকার জনগণ।
'
'
'
'
'
'
'
'

🔊"ইমরানের স্ত্রী রীনা বেগম আর তার গাড়িচালক বিজু আহমেদের অনৈতিক সম্পর্ক অনেক আগেই টের পেয়ে গিয়েছিল ইমরান, তাই বিজুকে বেশি কিছু না বলেই চাকরি ছেড়ে চলে যেতে বলেছিল""।

কোন এক সময় ইমরান, বিজু আর রীনা একই সাথে পড়াশুনা করতো, তাই তারা ভালো বন্ধুর মতো ছিল কিন্তু বিজুর অনৈতিক কার্যকলাপ দেখে সে বেশি কিছু না বলেই বিজুকে গাড়িচালকের চাকরি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। সেই অনুযায়ী একসময় বিজু ব্যাঙ্গালোরে চলে যায়

প্রাপ্ত তথ্য মতে বেশ কয়েকমাস পর বিজুর বৃদ্ধ মা ইমরানকে বারবার অনুরোধ করেছিলেন যে তাঁর ছেলে বিজুকে কোন একটা কাজের সুযোগ করে দিলে সে আবার এখানে চলে আসবে, তার ব্যাঙ্গালোর থাকা আর ভালো লাগছে না।

ইমরানের মা সমতুল্য তথা বিজুর মায়ের অনুরোধ রেখে অবশেষে ইমরান নিজে বিজুকে ফোন করে আসার প্রস্তুতি নিতে বলে আর তাকে বিমানের টিকিট পাঠিয়ে দেয়ে।

তারপর বিজু আবার ইমরানের কাজে যোগ দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বিজু আর রীনা আবারো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে এবার তারা খুব সাবধানে তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছিল যাতে ইমরান আর আগের মতো বুঝতে না পারে।

গত ১০ আগষ্ট ইমরান একটি জমি কেনার জন্য নগত ৬০ লক্ষ টাকা তার ঘরে এনে আলমারিতে রেখেছে তা স্ত্রী রীনা জেনে যায়। এই খবর রীনা মারফত বিজুর কানে চলে যায় যে মোটা অংকের নগদ টাকা আলমারিতে রাখা আছে।

প্লান অনুযায়ী বিজু নেশা জাতীয় কিছু সামগ্রী খুব সম্ভবত ঘুমের ট্যাবলেট রীনাকে এনে দেয়ে আর রীনা সেই ট্যাবলেট কালাই ডালের সাথে ইমরানকে খেতে দেয়ে। এই ডাল খেয়ে কিছুক্ষণের মধ্যেই ইমরান অচেতন হয়ে পড়ে আর অবশেষে মৃত্যু হয় তার। আশপাশের মানুষকে হৃদয়রোগে আক্রান্ত বলে রটানো হয়েছে!।

কিন্তু গত রাতে ইমরানের নিকটাত্মীয় কিছু বন্ধুরা বিজুর উপর সন্দেহ হলে তারা বিজুর মোবাইল ফোন কেড়ে নিয়ে WhatsApp এ থাকা নানা Chat দেখে তাদের সন্দেহ আরো যেন মজবুত রোপ ধারণ করে।

ইমরানকে কিভাবে মারতে হবে, নেশার ট্যাবলেট আনা থেকে শুরু করে তারা দুইজন কিভাবে দুবাই পাড়ি দেবে সবকিছু তন্ন তন্ন উল্লেখ করা আছে। ৬০ লক্ষ টাকার লোভ সামলাতে না পেরেই তারা এতো বড় পদক্ষেপ নেয়।

অবশেষে মামলা এখন পুলিশের আওতায়। বিজু, রীনা, রীনার বাবা, ভাই, রীনার বড়ো বোন সবাই এখন শিলচর সদর থানায় জেরার মুখে।

এবার মুদ্দায় আসি। ইমরান যখন তার স্ত্রী আর বিজুর অনৈতিক সম্পর্কের বিষয় জানতে পারছিল, তখনই তাকে সাবধান হওয়ার দরকার ছিল। একজন বিবাহিত মহিলা যখন স্বামী ছেড়ে অন্য পুরুষের পালং গ"র"ম করার সিদ্ধান্ত নিতে পারে, মানে সে এখন আওতার বাইরে। তাকে আর টেনে রাখাটা সময়ের সাথে লড়াই। এই ক্ষেত্রে হয়তো একজন পুরুষকে দোহাই দিয়ে আটকানো সম্ভব, তবে মহিলাদের ক্ষেত্রে তাহা প্রযোজ্য নয়।

রীনা বিজুর সাথে ব্যাঙ্গালোরেও রীতিমতো যোগাযোগে রাখছিল, বিজুর মায়ের মারফত ইমরানকে অনুরোধ করা থেকে শুরু করে তাকে আবারো কাজে লাগানো সবই এই বৃহৎ প্লানের অংশ ছিল।

নিরীহ ইমরান এই ষড়যন্ত্র মোটেও বুঝতে পারে নাই। তাই তার প্রিয় এবং কাছের মানুষেরাই তার কাল হয়ে তারই প্রান কেড়ে নিল।

দুটি শিশু তাদের, বাবা মৃত আর মা হাজতে। এমন পরিস্থিতি যেন কারো জীবনে না আসে।

গৃহস্থী জীবনে আরেকটু সচেতন হয়ে লক্ষ্য রাখবেন। এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে প্রযোজ্য। 🙏

😭😭😭😭😭

পাঠ:১

゚viralシfypシ゚viralシalシ

স্ত্রীর পরকীয়া আর সম্পত্তির লোভেই প্রা'ণ কেড়ে নিল রাজনগর - খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও স...
21/08/2025

স্ত্রীর পরকীয়া আর সম্পত্তির লোভেই প্রা'ণ কেড়ে নিল রাজনগর - খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী ইমরান হোসেনের। স্ত্রীর প্রেমিক ইমরানের গাড়ি চালক বিজু আর স্ত্রী রিনা বেগম মিলে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিল ইমরানকে।তাঁর ময়নাতদন্তের জন্য কবর থেকে 12 দিন পর লাশ উদ্ধার করল পুলিশ প্রশাসন।খুবই মর্মাহত এলাকাবাসী এবং ইহার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন সবাই।

Address

Kolkata, West Bengal, India' Hailakandi, India ' Delhi, India ' Chittagong Chittagong Division, Bangladesh Patharkandi, India, Silchar Assam India Dhaka, Dhaka Division Bangladesh London, UK, Karimgan
Hailakandi
788152

Telephone

+918486809659

Website

Alerts

Be the first to know and let us send you an email when JMC News TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JMC News TODAY:

Share