Barak Shakti News

Barak Shakti News Registered Under MSME Govt Of India
UDYAM Registration No = AS - 14 - 0006960

01/09/2025

আলগাপুরের সৈদবন্দ জিপির আলগাপুর পঞ্চম খণ্ড এবং নিতাই নগর দ্বিতীয় খণ্ডে অরুণোদয় প্রকল্পের সুবিধা বন্টনের ক্ষেত্রে বৃহৎ কেলেঙ্কারি। প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং উৎকোচ নিয়েও দালালরা নতুন হিতাধিকারীদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছেনা বলে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে।
হাইলাকান্দি থেকে সিপ্রীয়ান ডায়াসের রিপোর্ট।

31/08/2025

আসামের মুখ্যমন্ত্রী Dr Himanta Biswa Sarma শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টের নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তির উদ্ধোধন করলেন।

31/08/2025

আজ শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তির উদ্ধোধন করবেন আসামের মুখ্যমন্ত্রী Dr Himanta Biswa Sarma

30/08/2025

হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ এবং গ্লোবাল পাবলিক স্কুলের চেয়ারম্যান দিলোয়ার হোসেন মজুমদার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করলেন ।
হাইলাকান্দি থেকে সিপ্রীয়ান ডায়াসের রিপোর্ট।

28/08/2025

আলগাপুরে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের ছাত্র সংসদের সংবিধানের সংশোধন সহ নির্বাচন অতিশীঘ্র করানোর দাবি জানিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল হল কলেজ চত্বর। কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগ হল কলেজ কর্তৃপক্ষ বিগত কয়েক বছর ধরে নানা ধরনের টালবাহানা করে কলেজের ছাত্র সংসদের নির্বাচন করাচ্ছে না। তারা আরো জানান যে ছাত্র সংসদের সংবিধানেরও কিছু সংশোধন চেয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেও কলেজ কর্তৃপক্ষ সেই দিকে কোন ধরনের কর্ণপাত করেনি। তাই তারা আজ তাদের দাবি পূরণের আদায়ের লক্ষ্যে কলেজের অধ্যক্ষ দিলওয়ার হোসেনের কার্যালয় ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রীয়ান ডায়াসের রিপোর্ট।

28/08/2025

হাইলাকান্দি টাউনের ১৬ নম্বর ওয়ার্ডের Global school রাস্তার কাজ চলছে।

28/08/2025

হাইলাকান্দি জেলার রতনপুর জিপির অধীন রতনপুর দ্বিতীয় খন্ডের কাটাখাল নদীর সংলগ্ন এলাকার রাক্ষুসে ভাঙ্গনের ফলে জনগণ নাজেহাল। শীঘ্রই এই ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ এবং কাটাখাল নদীর সংলগ্ন রতনপুর দ্বিতীয় খন্ড এলাকার সড়কের সংস্কারের দাবী জানালো স্থানীয় ভুক্তভোগী জনগণ।

26/08/2025

হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহ-সভাপতি পদে নিযুক্তি দেওয়া হল হাইলাকান্দি পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাজারভূইয়াকে । জেলা কংগ্রেসের ভিত মজবুত করার জন্যই সমাজসেবী তথা প্রবীণ শিক্ষাবিদ ও সিনিয়র কংগ্রেসি কার্যকর্তা সিরাজুল ইসলাম মাজারভুইয়ার এই নিযুক্তি বলে অনেকেই মনে করছেন।

19/08/2025

দুর্গা পূজার আগে হাইলাকান্দি শহরের টাওয়ার লাইট সুইটলাইট ও নতুনপাড়ার আদি কালীবাড়ীর গলির রাস্তা সংস্কারের দাবি দিল দক্ষিন আসাম সামাজিক উন্নয়ন সংস্থা (DASUS ) হাইলাকান্দি পৌরপতি মানব চক্রবর্তী কাছে।

18/08/2025
16/08/2025

বিশ্বহিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস ও শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন ।
স্থান : বানেশ্বর মন্দির হাইলাকান্দি নতুনপাড়া।

15/08/2025

৭৯ তম স্বাধীনতা দিবস ২০২৫ , নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম হাইলাকান্দি ।

Address

Hailakandi Town Word No = 5
Hailakandi

Telephone

+919854957048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barak Shakti News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barak Shakti News:

Share