01/09/2025
আলগাপুরের সৈদবন্দ জিপির আলগাপুর পঞ্চম খণ্ড এবং নিতাই নগর দ্বিতীয় খণ্ডে অরুণোদয় প্রকল্পের সুবিধা বন্টনের ক্ষেত্রে বৃহৎ কেলেঙ্কারি। প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং উৎকোচ নিয়েও দালালরা নতুন হিতাধিকারীদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছেনা বলে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে।
হাইলাকান্দি থেকে সিপ্রীয়ান ডায়াসের রিপোর্ট।