Ûttomà Dèy

Ûttomà Dèy For daily news follow Bangla portal.

02/07/2025

• BIG BREAKING

আশঙ্কাই সত্যি হল। 😥

30/06/2025

সোমবার বেলা আড়াইটায় হাইলাকান্দি জেলার অভিবাবক মন্ত্রী কিষ্ণেন্দু পাল মহাশয় জেলা কমিশনারের সভা কক্ষে এক রিভিউ মিটিং এ যোগ দিয়েছেন।।

30/06/2025

দক্ষিণ হাইলাকান্দি, আলগাপুর-কাটলীছড়া সমষ্টি কেন্দ্রবিন্দু থেকে বদরুল ইসলামের টিকিটের দাবিতে সমর্থকদের জোরদার আওয়াজ ..।

29/06/2025

দক্ষিণ হাইলাকান্দি জামিরা 27 জুন:
২০২৬ শের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক হিসেবে বদরুল ইসলাম বড়ভূয়া কে চাইছেন এলাকার জনগন।
প্রতিষ্ঠিত সমাজের উন্নতিসাধন প্রকল্পের কথা মাথায় রেখে বিচক্ষণ ও মনপ্লুত যোগ্য কংগ্রেস কর্মকর্তা বদরুল ইসলামকে টিকিট পাওয়ার দাবি রাখেন।
ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আলগাপুর কাটলিছড়া সমষ্টির বিদায়ক বদরুল ইসলাম মহাশয়কে আগামী দিনে নেতা হিসেবে পরিচিতি দাবি করছেন জনগন।

আগামী নির্বাচনে ভারতীয় কংগ্রেসের জেলা সভাপতি গৌরব গগৈ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে, এবং উনাকে যেন টিকিট টা দেওয়া হয়, এনিয়ে সংবাদ মাধ্যমের কাছে মতামত ব্যক্ত করেছেন জনসাধারন।
সংবাদ মাধ্যম সন্মুখে উপস্থিত ছিলেন ছইদুল আলম মজুমদার, ইস্কান্দার আলী,ছাবির আহমেদ লস্কর,হুসেন আহম্মেদ বড়ভূয়া,ইমদাস উল্লা লস্কর,কালিমহম সিং, সাদ্দাম হুসেন মজুমদার,ম ইনুল হক তালুকদার সহ অন্যান্য রা।
নিউজ ২৪

21/06/2025

অন্যান্য প্রান্তের সাথে সাথে হাইলাকান্দিতেও ১১তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।👇🏻👇🏻

আন্তর্জাতিক যোগ দিবস....
21/06/2025

আন্তর্জাতিক যোগ দিবস....

19/06/2025

হাইলাকান্দি অলইচড়া থেকে নিখোঁজ সাহিদা বেগম লস্কর: স্বামী-সন্তানের আহ্বান—দয়া করে সন্ধান দিন

হাইলাকান্দি জেলার কারিচড়া পুলিশ আউটপোস্টের অন্তর্গত অলইচড়া পঞ্চম খণ্ড গ্রামের এক গৃহবধূ, সাহিদা বেগম লস্কর (৩৩) গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সাহিদা দুটি পুত্র সন্তান এবং দুটি কন্যার জননী।

পরিবারের বরাত অনুযায়ী, সাহিদা বেগম ওইদিন সকাল আনুমানিক ১১টার সময় হাইলাকান্দি সিভিল হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসভবন থেকে বের হন। হাসপাতালের কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি স্বামী নজমুল হুসেন লস্কর এবং সন্তানদের সঙ্গে ফোনে যোগাযোগও করেন। ফোনে সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন—"মামি বাড়িতে আসছি, তোমাদের জন্য কিছু নিয়ে আসব।"

তবে হাসপাতাল থেকে রওনা দেওয়ার এক ঘণ্টা পর তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায়। রাত গড়িয়ে গেলেও সাহিদা বাড়ি ফেরেননি। পরদিন সকালে কোনো খোঁজ না পেয়ে স্বামী নজমুল হুসেন লস্কর কারিচড়া পুলিশ আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত এফআইআর দাখিল করেন।

আজ নিখোঁজের ছয় দিন পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী নজমুল জানান, “সাহিদা একজন সহজ-সরল, সংসারভিত্তিক স্ত্রী। তাঁর এমন আচরণ কখনোই ছিল না। কোথাও পালিয়ে যাবেন এমন সন্দেহ আমাদের পরিবারের কারো নেই। তিনটি সন্তান নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।”

তিনি আরও অনুরোধ করে বলেন, “যদি কেউ আমার স্ত্রীর সন্ধান পেয়ে থাকেন, দয়া করে আমাদের জানাবেন। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনার সাহায্য চাই। পুলিশ এখনও কোন হদিস দিতে পারেনি।”

এদিকে স্থানীয় মানুষজন এবং সমাজকর্মীরা দ্রুত তদন্ত এবং সাহিদার সন্ধান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ADMISSION OPEN MANIPUR ART INSTITUTEContact - 8011685070 👇🏻Estd-2004👇🏻Only Sunday 👇🏻👇🏻
08/06/2025

ADMISSION OPEN MANIPUR ART INSTITUTE
Contact - 8011685070 👇🏻
Estd-2004👇🏻
Only Sunday 👇🏻
👇🏻

08/06/2025

সাউথ হাইলাকান্দি ৮ জুন:- মনিপুর এমভি স্কুলে বার্ষিক আর্ট পরীক্ষার প্রস্তুতি।

01/06/2025

সাউথ হাইলাকান্দি লালা ১০ নং ওয়ার্ডের, অতিবৃষ্টি র ফলে জলমগ্ন এলাকার জনগন, দূরভূগীত জীবন ঝুঁকির মুখে শতাধিক পরিবার।
বিগত ৩০বছর ধরে এভাবে নানা ধরনের সমস্যার কারণে জীবন যাপন হয়ে উঠেছে দূর্ভোগ সীমার উর্ধ্বে বলে,অতি দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বছরের পর বছর সরকারি সকল ধরনের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত এলাকায় সমস্ত টাউনের নোংরা আবর্জনার জলে হাবুডুবু খেয়ে যাচ্ছেন। অথচ কোনো জল নিস্কাশনের ব্যবস্থা ও সাধারণ ভাবে চলাচল ব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছেন ওরা।
ধাপে ধাপে টাউন কমিটি,ও কর্মরত সকল আধিকারিক দের কাছে দুঃখ প্রকাশ ও দাবি জানিয়েছেন, এতে কোনো লাভ হয়নি।
প্রতিবার বৃষ্টির মৌসুমে জমা জলের কবলে গ্ৰাসিত জনসাধারন ড্রেনের আবদার করেও বঞ্চিত রয়েছেন।
বছরের পর বছর এভাবে জলে ডুবে থাকা পরিবার গুলো ঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে ছড়িয়ে ছিটিয়ে গেলেও টাউন কমিটির কোনো দেখা পর্যন্ত মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় রা।
প্রতিবার যদিও ভোটকালিন সময়ে প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়ে যান মাত্র ভোট লাভের উদ্দেশ্যে এটাই স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন স্থানীয়রা।
এই দূরভূগিত এলাকার ছাত্রছাত্রিও ব্যবসায়ীরা সরকারি আধিকারিক,ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ।
কাটলিছড়া থেকে ঊর্মি পালের প্রতিবেদন।

30/05/2025

INTRO-শ্যামপুর এলাকার রেলওয়ে ক্রসিং বন্ধ করতে এসে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়লেন রেলওয়ে বিভাগের কর্মীরা। যাতায়াতের স্থায়ী সমাধান করার দাবিতে সরব হলো এলাকার জনগণ।

VO-হাইলাকান্দি জেলার কাঠলিছড়া কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ শ্যামপুর এলাকার রেলওয়ে ক্রসিং বন্ধ করতে এসে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়লেন রেলওয়ে বিভাগের কর্মীরা। স্থানীয় মানুষ ও রেলওয়ে বিভাগের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর আগামী ৬মাসের মধ্যে সমস্যার সুরাহা করার আশ্বাস দেন বিভাগীয় আধিকারিকরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, দক্ষিণ শ্যামপুর এলাকার রেলওয়ে ক্রসিং দিয়ে নিত্যদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করে থাকে।এলাকার অসংখ্য পড়ুয়া সেই রেলওয়ে ক্রসিং পার হয়ে রোজ বিভিন্ন বিদ্যালয়ে যান।এছাড়া এলাকার ব্যবসায়ী থেকে ধরে চাকরিজীবীদের একমাত্র যাতায়াতের মাধ্যম শ্যামপুর রেলওয়ে ক্রসিং।মিটার গ্যাজ পরিসেবা থাকাকালীন সময় থেকে স্থানীয়রা যাতায়াতের স্থায়ী সমাধানের জন্য সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বারবার লিখিতভাবে আবেদন জানিয়ে আসলেও এখনও সমস্যার সুরাহা হয়নি। এদিকে বৃহস্পতিবার এলাকার দুর্ঘটনা এড়াতে শ্যামপুর রেলওয়ে ক্রসিং বন্ধ করতে এলে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়েন রেলওয়ে বিভাগের কর্মীরা। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর আগামী ৬মাসের মধ্যে সমস্যার সমাধান বের করার রেলওয়ে বিভাগের তরফে আশ্বাস দিলে স্থানীয়রা তাদের প্রতিবাদ আপাতত স্থগিত করেছেন।

16/05/2025

হাইলাকান্দি কংগ্রেস ভবনে নির্বাচনে বিজয়ীদের সম্বর্ধনা অনুষ্ঠান।
কোনো ধরনের নিউজ দেবার জন্য যোগাযোগ করুন 9859175450 এই চ্যানেল টিকে follow like share করে পাশে থাকবেন।

Address

Hailakandi
788165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ûttomà Dèy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category