07/08/2025
স্থিতি পাল্টেছে কংগ্রেসঃদিলোয়ার, লবিবাজীতে হাইলাকান্দি জেলাপরিষদের বোর্ড গঠনে প্রথম সভা ভেস্তে গেছে
বাহার লস্কর,হাইলাকান্দি ৬ আগস্টঃহাইলাকান্দি জেলাপরিষদের বোর্ড গঠন ভেস্তে গেছে।বুধবার হাইলাকান্দি জেলাপরিষদের বোর্ড গঠনের সভায় ৮ সদস্যের মধ্যে মাত্র ২ সদস্য নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন।সভা ভেস্তে যাওয়ার পর উপস্থিত হন নির্দল জেলাপরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভূইয়া।তসলা খাঁল দিয়ে বন্যার জল ঢুকছে বলে সময়মত উপস্থিত হতে পারেননি বলে জানান তিনি।এর আগে সভায় কংগ্রেসের তিন জেলাপরিষদ সদস্যের মধ্যে বোর্ড গঠনের সভায় উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর,জুহি আক্তার চৌধুরী।কংগ্রেসের জেলাপরিষদ সদস্য নাসিমা ফেরদৌসী লস্কর,নির্দল ফাতিমা বেগম চৌধুরী সহ বিজেপির তিন জেলাপরিষদ সদস্য অনুপস্থিত ছিলেন।নির্দল জেলাপরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভূইয়া বলেন,বিজেপি বিরোধী জেলাপরিষদ গঠন করতে কংগ্রেসকে সমর্থন করেন।জেলাকংগ্রেস দলীয়ভাবে প্রথমে জেলাপরিষদের চেয়ারম্যান পদে নির্দল ফাতিমা বেগম চৌধুরীর নাম ঘোষণা করে।পরে স্থিতি পাল্টে কংগ্রেস জেলাপরিষদের চেয়ারম্যান পদে জুহি আক্তার চৌধুরীর নাম ঘোষণা করে।দুই নির্দল জেলাপরিষদ সদস্যের সমর্থন ছাড়া ৮ জেলাপরিষদ আসনে কংগ্রেস বা বিজেপির জেলাপরিষদ বোর্ড গঠন সম্ভব নয়।কিন্ত জেলাপরিষদের বোর্ড গঠনে ২-১ এ বিভক্ত কংগ্রেস।কংগ্রেসের তিন জেলাপরিষদ সদস্যের মধ্যে আফতাব উদ্দিন লস্কর ও জুহি আক্তার চৌধুরী এক লবিতে।আরেক লবিতে রয়েছেন কংগ্রেসের জেলাপরিষদ সদস্য নাসিমা ফেরদৌসি লস্কর।আসলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতার দখলের লড়াইয়ে হাইলাকান্দি জেলাপরিষদের বোর্ড গঠনের প্রথম সভা কোরাম পূর্ণ না হওয়ায় ভেস্তে গেছে।জানা গেছে,বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের লবিতে রয়েছেন কংগ্রেসের দুই জেলাপরিষদ সদস্য।কংগ্রেসের আরেক জেলাপরিষদ সদস্য মান্না খানের স্ত্রী নির্দল জেলাপরিষদ সদস্য ফাতিমা বেগম চৌধুরীকে সমর্থন করছেন।ফাতিমা বেগম চৌধুরী জেলাপরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর স্বামী মান্না খান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট দাবি করতে পারেন।বিধানসভা নির্বাচনে পায়ের তলায় মাটি শক্ত করতে জেলাপরিষদের বোর্ড গঠনে চলছে লবিবাজি।এতে সুযোগ নিতে পারে বিজেপি।বোর্ড গঠনের সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দির ডিসি অভিষেক জৈন,জেলাপরিষদের সিইও রুথলিয়ান থান।