02/05/2025
ভালোবাসার কষ্ট
ভালোবেসে পেলাম শুধু চোখের জল,
সে তো এখন অন্য কারো হাতের তল।
যার জন্য সাজালাম হাজারো স্বপ্ন,
সে কি জানে ভাঙা হৃদয় কতটা বিপন্ন?
চোখের ভাষা বুঝল না কেউ,
হৃদয়ের কথা হারিয়ে গেছে ঢেউ।
ভালোবাসা কি শুধু সুখের গান?
না কি লুকানো কষ্টেরই এক টান?
আপনি চাইলে এটার একটা দীর্ঘ বা গান-সদৃশ রূপও দিতে পারি। ছন্দটা কী ধরনের রূপে চান — কবিতা, গান না কি কিছু গল্পমিশ্রিত?