
23/07/2025
পাটনা হাসপাতাল গু-লিকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ভোরে বিহারের আরহা শহরে যৌথ অভিযান চালায় এসটিএফ এবং বিহার পুলিশের টিম (Patna Hospital Shootout)। বিহিয়া-কাটেয়া রোডের পাশে একটি নদীর ধারে তাঁদের ধরে ফেলে পুলিশ। পালাতে গেলে এনকাউন্টারে জখম হয় দুই দুষ্কৃতী।