Media Center

Media Center Media Center Provides most authentic local.National.international news .

Editor Sk Rafijuddin
http://sakalarbarta.in
[email protected]




Media Center
-------------------------------------------------------
http://sakalarbarta.in

বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন! রাজধানীকেও হার মানাবে বন্দে ভারত স্লিপার ট্রেন। 🚆🔥তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেন। ...
03/09/2024

বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন! রাজধানীকেও হার মানাবে বন্দে ভারত স্লিপার ট্রেন। 🚆🔥

তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেন। আগামী ২ মাস পরীক্ষার পর এটিকে ডিসেম্বরে যাত্রীদের জন্য চালানো হতে পারে।

বন্দে ভারত স্লিপারে রয়েছে ১৬ কোচ। রয়েছে ১১টি এসি থ্রি টায়ার কোচ ও ৬১১ বার্থ। রয়েছে ৪টি এসি ২ টায়ার কোচ ও ১৮৮ বার্থ। এবং ১টি ফাস্ট ক্লাস কোচ, রয়েছে ২৪ বার্থ। এই কোচ বেঙ্গালুরু কারখানায় তৈরি করেছে ভারতীয় রেল ও বিইএমএল। কোচে রয়েছে সেন্সর বেসড ইন্টার কমিউনিকেশন ডোর, অটোমেটিক এক্সটিরিয়র ডোর। অত্যাধুনিক টয়লেট। কোচে রয়েছে ইউরোপীয় মানের আরামের ব্যবস্থা। যাত্রীদের জন্য থাকছে আলাদা করে রিডিং লাইট, ইউএসবি চার্জিং ফেসিলিটি, বিশেষভাবে ডিজাইন করা বার্থ ও টয়লেট। মডিউলার প্যান্ট্রি , পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, সিকিউরিটি ক্যামেরা, ইনটিরিয়র ডিসপ্লে বোর্ড। এসি ফার্স্ট ক্লাসে রয়েছে হট ওয়াটার শাওয়ার। বার্থে দেওয়া হয়েছে অতিরিক্ত কুশন। ওপরের বার্থে ওঠার জন্য ল্যাডারের অন্যরকম ডিজাইন করা হয়েছে। লাগেজের জন্য বিশেষ জায়গা। ট্রেনের নিরাপত্তার জন্য রাখা হয়েছে ক্রাশ বাফার। বজায় রাখা হয়েছে ফায়ার সেফটি মান। বলা হয়েছে এই কোচে সফর হবে আরও মসৃণ, ঝাঁকুনি বিহীন। কোন ধুলোর বলাই থাকবে না। এয়ার কন্ডিশন আরও উন্নত করা হয়েছে।

নতুন এই ট্রেন রাজধানী এক্সপ্রেসের বিকল্প হিসেবে দেড় দু'হাজার কিলোমিটার দূরত্বে সফরের জন্য ব্যবহার করা হবে।

তথ্যসূত্র - Zee ২৪ ঘণ্টা

জামাআতে ইসলামি হিন্দ।
03/09/2024

জামাআতে ইসলামি হিন্দ।

 #শিক্ষক_দিবসে_ফ্রন্টপেজ
03/09/2024

#শিক্ষক_দিবসে_ফ্রন্টপেজ

বিক্ষোভ কর্মসুচি
03/09/2024

বিক্ষোভ কর্মসুচি

03/09/2024

Post has been temporarily taken down & is under review...

03/09/2024

সাবির মল্লিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে কোলকাতায় হরিয়ানা ভবনে বিক্ষোভ হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের গণপ...

03/09/2024

সাবির মল্লিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে কোলকাতায় হরিয়ানা ভবনে বিক্ষোভ

হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের গণপিটুনিতে নিহত বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে কোলকাতার হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখালো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। উল্লেখ, গত ২৭ আগস্ট হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের অমানুষিক হিংসার বলি হন সাবির মল্লিক। গোমাংস খেয়েছেন এই অপবাদে পিটিয়ে হত‌্যা করে সাবিরকে। সাবির দীর্ঘ আড়াই বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। কিন্তু বিজেপির গোরক্ষক কমিটি গোমাংস খাওয়ার অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেললো।

মঙ্গলবার কোলকাতার হরিয়ানা ভবনে বিক্ষোভ সভায় যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন দেশজুড়ে গোরক্ষার নামে বাঙালি মুসলিম শ্রমিকদের উপর বর্বর নির্যাতন ও হত্যা পর্যন্ত করা হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য গুলিতে এইধরনের অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। আমরা এই ধরনের গেরুয়া তাণ্ডবের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এবং সাবির মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

বিক্ষোভ সভায় দাবি তোলা হয় - হরিয়ানায় গোরক্ষকদের হাতে নিহত সাবির মল্লিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চ
দিতে হবে। হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। গোরক্ষার নামে দেশজুড়ে মুসলিমদের উপর হামলা বন্ধ করতে হবে। গোরক্ষার নামে গেরুয়া তাণ্ডব বন্ধ করতে পার্লামেন্টে গণপিটুনি বিরোধী আইন প্রণয়ন করতে হবে এবং দেশে গোরক্ষা বাহিনী নিষিদ্ধ করতে হবে। এদিন বিক্ষোভ থেকে মহারাষ্ট্রে ট্রেনে বৃদ্ধ হাজি সাহেবের উপর অত্যাচারকারীদের শাস্তির দাবিও জানানো হয়।

বিক্ষোভে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন কাসেমী বলেন বিজেপির হিংসার রাজনীতির জন্য দেশজুড়ে এই গেরুয়া সন্ত্রাসীদের উপদ্রব বেড়েছে, অবিলম্বে বিজেপির নেতাদের হিংসাত্মক ধর্মীয় মেরুকরণের রাজনীতি বন্ধ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, গোলাম রহমান, মুসতাহিদ ইসলাম, জিয়াউর রহমান গাইন, মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব খলিল মল্লিক সালাউদ্দিন আহমেদ শিক্ষক আব্দুর রউ ফ নাসির উদ্দিন ঘরামী মোহাম্মদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিক্ষোভ সভা থেকে হরিয়ানা ভবনে হরিয়ানার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

03/09/2024

LIVE: প্রতীকী শিরদাঁড়া নিয়ে সিপির কাছে সিপিরই ইস্তফার দাবি , ১২, ১৪ অগাস্ট পুলিশি ব্যর্থতা মেনেছেন সিপি, দাবি আন্দোলনকারীদের

'উই ওয়ান্ট জাস্টিস', বাইপাসে মানববন্ধন চিকিৎসকদের, প্রতিবাদের বেনজির দৃশ্য দেখল কলকাতা

03/09/2024

"অপরাজিতারা বিচার পাক "

03/09/2024

আমার বোন মারা গেছে।

আরও নিরাপদ বাংলা হবে কঠোর আইনের মাধ্যমে। নতুন ধর্ষণবিরোধী বিলকে সমর্থন করতে পেরে গর্বিত!
03/09/2024

আরও নিরাপদ বাংলা হবে কঠোর আইনের মাধ্যমে। নতুন ধর্ষণবিরোধী বিলকে সমর্থন করতে পেরে গর্বিত!

Address

Tamluk
Haldia
721635

Alerts

Be the first to know and let us send you an email when Media Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media Center:

Share