Biswa Bangla News

Biswa Bangla News The No.1 Online News Portal of West Bengal

11/07/2025

ভাঙর
ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত চালতাবেড়িয়ার তৃণমূল নেতা রজ্জাক খাঁ। ঘটনাস্থলে তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা সাহেব।

10/07/2025

বুধবারের ভারত বন্ধের প্রভাবে বেসরকারি মিনিবাস মালিক, চালক খালাসীদরা ক্ষতিগ্রস্ত হলেন বলে অভিযোগ। বন্ধ থাকলো শিলিগুড়ি জলপাইগুড়ি মিনি বাস পরিষেবা। বন্ধ থাকলো প্রায় ২৫ টির উপরে বাস। শুনশান জলপাইগুড়ির কদমতলা বাসস্ট্যান্ড।

বামপন্থী বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে এ দিনের বন্ধে মিশ্র সাড়া পড়ল। অফিস, স্কুল খোলা থাকলেও জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস স্ট্যান্ডে বিপরীত চিত্র। এদিন বাসস্ট্যান্ডের ছিল ফাঁকা। প্রায় ২৫টির উপরে মিনিমাস শিলিগুড়ি রুটে চলে। এদিন সেগুলিকে একেবারেই বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। তবে এই সমস্ত বাস চালক বা কর্মচারীদের বক্তব্য একদিনের বন্ধের ফলে আমাদের যেমন পেটে লাথি মারা হচ্ছে,অন্যদিকে যাত্রীদেরও দারুন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই বন্ধের ফলে একদিনের আয় বন্ধ। আমাদের দিন আনি দিন খাই পরিস্থতি। আজকের বন্ধের ফলে আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

10/07/2025

10/07/2025

হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কড়া বার্তা এখন থেকে সমস্ত শ্রমিকরা নো ওয়ার্ক নো পে-এই পদ্ধতিতে মজুরি পাবেন

09/07/2025

সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দুলদুলি জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত হলো নবীন বরণ উৎসব।।
উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দুলদুলি জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ২০২৫ সালে এই সর্বপ্রথম নবীন বরণ উৎসবের আয়োজন করা হলো। নবীনবরণ উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে না দিয়ে, জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্নধার সৌভিক মন্ডল তিনি ফুল ও ফলের একটি করে চারা গাছ তাদের হাতে তুলে দিলেন। কারণ দিনে দিনে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে যাচ্ছে এই গাছগুলো যদি রোপন করা হয় বাড়িতে তাতে করে একটু হলেও যদি কমে যায় সেটাই অনেক। এই ভাবে নবীন বরণ উৎসবের মাধ্যমে একটি সম্পূর্ণ ভিন্ন চিন্তা ভাবনার উন্মোচন ঘটাতে দেখা গেল এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের । এখানে বিভিন্ন ধরনের কর্ম উপযোগী কোর্স করানো হয় সেগুলি হল বেসিক, ডিপ্লোমা, এডভান্স ডিপ্লোমা, ট্যালি, জি.এস.টি., গ্রাফিক্স ডিজাইন, হার্ডওয়ার ও নেটওয়ার্ক, এবং চাকরি জন্য যে সমস্ত পার্সোনাল ডেভেলাপমেন্ট কোর্স ও করানো হয়। সর্বোপরি এখানে কম্পিউটার সংক্রান্ত যাবতীয় কোর্স যত্ন সহকারে হাতে-কলমে শেখানো হয়। এমনটা জানিয়েছেন শিক্ষারত ছাত্র ছাত্রী মৌপ্রিয়া ঘরামি, কৈলাস মুন্ডা, মহুয়া জানা, এবং সেন্টারে কর্ণধার সৌভিক মন্ডল। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের দুলদুলি থেকে প্রতিনিধি প্রদীপ সরকার।

09/07/2025

বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে শ্রম কোড বাতিল, বেকারদের চাকরি ইত্যাদি ১৪ দফা দাবিতে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হলদিয়াতে বন্ধ সমর্থনকারীরা রেল অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের হঠিয়ে দেয়। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর, মেচেদা সহ বিভিন্ন স্থানে বন্ধ সমর্থকরা মিছিল ও অবরোধ করেন। সব ক্ষেত্রেই পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে কোথাও বড় ধরনের কোন ঘটনা এখনো ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

NH116B জাতীয় সড়কের উপর আবার সকাল সকাল হেঁড়িয়া থেকে কাঁথি যাওয়ার রাস্তায়  পশুপতি কারখানা কাছে  বাস এবং ট্রাক মুখোমু...
09/07/2025

NH116B জাতীয় সড়কের উপর
আবার
সকাল সকাল হেঁড়িয়া থেকে কাঁথি যাওয়ার রাস্তায়
পশুপতি কারখানা কাছে
বাস এবং ট্রাক মুখোমুখি
যাইহোক কারোর কোন ক্ষতি হয়নি
বাসটাও এভাবে থেকে গেছে
আর ট্রাকটাও দাঁড়িয়ে থেকে গেছে


বৃষ্টির মধ্যে বেপরোয়া গতি, ছিটকে গেল বাইক!  পূর্বস্থলীতে মৃত ৩পূর্বস্থলী, বর্ধমান:- একই মোটরসাইকেলে সওয়ার হয়েছিলেন তি...
09/07/2025

বৃষ্টির মধ্যে বেপরোয়া গতি, ছিটকে গেল বাইক! পূর্বস্থলীতে মৃত ৩

পূর্বস্থলী, বর্ধমান:- একই মোটরসাইকেলে সওয়ার হয়েছিলেন তিন বন্ধু৷ বর্ষার পিচ্ছিল রাস্তাতেও তীব্র গতিতে ছুটছিল বাইক৷ আর এই বেপরোয়া মনোভাবই ডেকে আনল ভয়ঙ্কর বিপদ৷ ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালেন তিন যুবক৷
বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্বস্থলীর দু নম্বর ব্লকের পাটুলি বাজার থেকে নারায়ণপুর কুলি পাড়াতে বাড়ির দিকে ফিরছিলেন তিন যুবক৷
জানা গিয়েছে, বর্ষার পিচ্ছিল রাস্তায় বেপরোয়া গতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে৷ এর পর রাস্তার ধারে ছিটকে পড়ে বাইকটি৷

গুরুতর আহত অবস্থায় বাইকে থাকা তিন জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ জানা গিয়েছে, মৃত তিনজনের নাম সুজয় কেদারবংশী, মুকেশ কেদারবংশী এবং দিপঙ্কর মজুমদার৷ মৃতদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে৷ তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা৷

09/07/2025

গুজরাটে বড় বিপর্যয় ! ভেঙ্গে পড়ল ৪৩ বছরের পুরনো একটি বড় সেতু।

সেতুটি একটি নদীর উপর দিয়ে ছিল। নদীতে অনেক চলমান যান পড়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

হলদিয়ায় চাউলখোলা গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যানপূর্ব মেদিনীপুর হলদিয়া উন্নন ব্লকের  অন্তর্গত চাউলখোলা গ্রামে রা...
09/07/2025

হলদিয়ায় চাউলখোলা গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান
পূর্ব মেদিনীপুর হলদিয়া উন্নন ব্লকের অন্তর্গত চাউলখোলা গ্রামে রাধা কৃষ্ণ মান্না ৭০ বছরের এক বৃদ্ধা মারা গেলেন

08/07/2025

গাড়ির সংখ্যা বাড়লেও রাস্তা চওড়া হয়নি ,তাই পথ দুর্ঘটনা বাড়ছে ,হলদিয়া সিটি সেন্টার মোড়ে মঞ্চে বলেনDSP

08/07/2025

।। সন্দেশখালির রায়মঙ্গল নদী পাড়ের আতাপুর খেয়া ঘাটের বেহাল দশা, কংক্রিটের জেটিঘাটের দাবি নিত্যযাত্রীদের । ।

বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ‍্যে রায়মঙ্গল নদী পারাপার চলছে বহু বছর ধরে। জরাজীর্ণ খেয়া ঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে। তবুও এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী পারাপার করে। শুধুমাত্র কয়েকটি ইট ও পিলারের উপর দিয়ে নৌকায় উঠতে হয় যাত্রীদের। একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের। এছাড়া বাইক ও সাইকেল নিয়ে পারাপারের ক্ষেত্রে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। খেয়াঘাটে কোন আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর থেকে খেয়াঘাট ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। এছাড়া সন্দেশখালি ২নং ব্লকের একমাত্র হাসপাতাল সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল খুলনায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক কোন রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবার ও আত্মীয়স্বজনদের। খেয়া ঘাটের দীর্ঘদিনের মাঝি রাধেশ্যাম দাসের অভিযোগ, জেটি ঘাটের দাবি নিয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় ও নিত্যযাত্রীরা জানান, "এই খেয়াঘাট দিয়ে পারাপার করতে ভয় লাগে তাদের। পূর্ণিমার মরা কোটালে জল নিচে নেমে গেলে জেটির প্রায় শেষ প্রান্তে গিয়ে নৌকায় উঠতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।" সেজন্য প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে জেটিঘাট তৈরির দাবি জানিয়েছেন।

Address

Haldia Municipality
Haldia
721645

Alerts

Be the first to know and let us send you an email when Biswa Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswa Bangla News:

Share