BiswaBangla News

BiswaBangla News The No.1 Online News Portal of West Bengal

30/08/2025

ঐতিহ্যবাহী বৈকন্ঠপুর রাজবাড়ীর দুর্গা প্রতিমার কাজ চলছে জোর কদমে।

হাতে আর মাত্র কয়েক দিন দুর্গাপুজোর। আর জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ীর দুর্গাপুজো এবার ৫১৬ তম বছরে পদাপন করল। এখন চলছে সেই দুর্গা প্রতিমা গড়ার কাজ। পোয়ালের কাজ শেষ করে এখন চলছে মাটির কাজ। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজো দেখতে অসংখ্য মানুষের ভিড় করেন। সেভাবে কোনও আড়ম্বর না থাকলেও অত্যন্ত নিয়মনিষ্ঠার সাথে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর একটি আলাদা ঐতিহ্য রয়েছে। আর এই ঐতিহ্যকে বজায় রেখে প্রতি বছর এখানে পুজো হয়ে থাকে। এবারও সেই দুর্গা প্রতিমার কাজ চলছে । রাজ পুরোহিত শিবু ঘোষাল বলেন, জোরকদমে কাজ চলছে।

30/08/2025

এক্সিডেন্ট হয়েছে ছেলেটার বাড়ি হচ্ছে গড্ডা

😭😭 ゚

30/08/2025

লক্ষ্মীর ভান্ডার যদি ভোটের অংক বদলে দিতে পারতো,তবে বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে ১১ হাজারের বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না।

- রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য

30/08/2025

পূর্ব মেদিনীপুর জেলার ময়না শ্রীরামপুর তেল পাম্পের কাছে মাছের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি, বাইক আরোহিকে আ*শ*ঙ্কা*জনক অবস্থায় তমলুক পাঠানো হয়েছে।

30/08/2025

প্রয়াগরাজ: সিক্স লেনের ব্রিজ তৈরির সময় দুর্ঘটনা: সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

শিশুদের রক্ষা করলেন কোম্পানির কর্মচারী

30/08/2025

নন্দকুমার দীঘা জাতীয় সড়কে চন্ডিপুর এর কাছে বড়সড় দুর্ঘটনা মদ্যপান অবস্থায় বেপরোয়া গাড়ি চালক

29/08/2025

।।সুন্দরবনের বিশ্বজিৎ মন্ডল ছোট থেকে কাদা খেলতে খেলতে আজ তিনি প্রতিমা শিল্পী।।

29/08/2025

।।প্রাচীনকালে ৩৭ টি রুপোর কয়েন কয় লক্ষ টাকা সোনার গহনা সহ গ্রেফতার ২ বড়সড় চুরির কিনারা জেলা পুলিশ।।

29/08/2025

গণেশ পুজোয় মানবিকতার বার্তা, রক্তদান শিবিরে সেনা জওয়ানদের অংশগ্রহণ
গণেশ পুজোয় রক্তদান শিবিরে সীমান্ত রক্ষী বাহিনীর উপস্থিতি

29/08/2025

পুজোর আগে দুর্দান্ত চমক ডুয়ার্সে! এবার গরুমারায় পুজোয় হাতিই ‘স্টার আকর্ষণ’! । এ বছর ডুয়ার্সের গোরুমারায় পুজোর ভ্রমণ এবার অন্য স্বাদ পেতে চলেছে। বনদফতরের নতুন উদ্যোগে পর্যটকদের জন্য হাতিকেই তুলে ধরা হচ্ছে প্রধান আকর্ষণ হিসেবে। সাজানো হচ্ছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প। যেখানে পর্যটকরা কাছ থেকে চেনা-অচেনা হাতির জীবনযাপন দেখতে পাবেন।

মূর্তি নদীতে হাতির স্নান থেকে শুরু করে সেলফি জোনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কুনকির সঙ্গে ছবি তোলার সুযোগ—সব মিলিয়ে উৎসবের আমেজে অন্যরকম রঙ চড়াচ্ছে গোরুমারা। শুধু তাই নয়, হাতির ‘পাঠশালা’ ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের। হস্তিশাবক কীভাবে কুনকি হয়ে ওঠে, প্রশিক্ষণে বনকর্মীরা কী ভাষায় তাদের সঙ্গে কথা বলেন, কিংবা পিলখানায় ফেরার পর কুনকিদের সাজিয়ে তোলার খুঁটিনাটি—সবটাই এবার চাক্ষুষ করা যাবে।

ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, “হাতিকে কেন্দ্র করেই আমরা পুজোর প্যাকেজ সাজাচ্ছি। চাইছি, পর্যটকরা শুধু হাতি-সাফারিতে সীমাবদ্ধ না থেকে হাতির সঙ্গে সময় কাটান, তাদের বোঝার চেষ্টা করুন। এতে যেমন বন্যপ্রাণ রক্ষার বার্তা পৌঁছাবে, তেমনই মানুষ-হাতি সংঘাত রুখতেও সচেতনতা তৈরি হবে।”
তবে এখানেই শেষ নয়। লাটাগুড়ির বিচাভাঙা বনবস্তিতে প্রতিবছরের মতো এবারও হবে দুর্গাপুজো। কিন্তু এই পুজোর আবহ অন্যরকম—মাদলের তালে দেবীবরণ, শালপাতায় ভোগ খাওয়ার অভিজ্ঞতা, বনবাসীর মাতৃআরাধনা। গোরুমারায় আসা পর্যটকরা চাইলে এই অনন্য আয়োজনেও সামিল হতে পারবেন।

29/08/2025

উলুবেড়িয়া কলেজের আদর্শ ছাত্রী 😲

Address

Haldia Municipality
Haldia
721645

Alerts

Be the first to know and let us send you an email when BiswaBangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BiswaBangla News:

Share