30/08/2025
ঐতিহ্যবাহী বৈকন্ঠপুর রাজবাড়ীর দুর্গা প্রতিমার কাজ চলছে জোর কদমে।
হাতে আর মাত্র কয়েক দিন দুর্গাপুজোর। আর জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ীর দুর্গাপুজো এবার ৫১৬ তম বছরে পদাপন করল। এখন চলছে সেই দুর্গা প্রতিমা গড়ার কাজ। পোয়ালের কাজ শেষ করে এখন চলছে মাটির কাজ। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজো দেখতে অসংখ্য মানুষের ভিড় করেন। সেভাবে কোনও আড়ম্বর না থাকলেও অত্যন্ত নিয়মনিষ্ঠার সাথে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর একটি আলাদা ঐতিহ্য রয়েছে। আর এই ঐতিহ্যকে বজায় রেখে প্রতি বছর এখানে পুজো হয়ে থাকে। এবারও সেই দুর্গা প্রতিমার কাজ চলছে । রাজ পুরোহিত শিবু ঘোষাল বলেন, জোরকদমে কাজ চলছে।