22/09/2025
অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধা ও পথশিশু, অনাথ শিশুদের পাশে "আন্তরিকতা"
প্রত্যেক বছরের মতো এই বছরও দুর্গাপূজোর আনন্দ ভাগ করে নিতে আমরা থাকছি ওদের সঙ্গে ভালোবাসার ছোট্ট উপহার নিয়ে ..
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা....
যখন চারপাশে নতুন পোশাক, আনন্দ আর আলোর উজ্জ্বলতায় ভরে উঠবে,
ঠিক তখনই অনেক শিশু, অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধা বিস্ময়ের চোখে তাকিয়ে থাকবে একরাশ আশায় ...
যারা স্টেশন, বাসস্ট্যান্ডে রাত কাটায়,
যারা অনাথ আশ্রমে শৈশব অতিবাহিত করছে,
যারা বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা কাটিয়ে দিতে বাধ্য হয় বা যারা বিশেষ চাহিদাসম্পন্ন হয়ে বঞ্চিত ভালোবাসা থেকে…
আমরা থাকবো ওদের পাশে উৎসবের দিনে একটু আনন্দ ভাগ করে নিতে...
★প্রতিটি শিশুই এক একটি ফুল ★
"এই পূজোয় চলুন, আমরা সবাই মিলে অবহেলিত এই ফুলগুলোকে এক সন্ধ্যা সাজিয়ে তুলি আনন্দের রঙে।অমূল্য উপহার শহরের আলকজ্জ্বল বিত্তের প্রদর্শনীর চেয়ে অনেক বেশি আনন্দদায়ক"
তারিখ: আগামী রবিবার 28.09.2025
সকাল ৮ থেকে
*আমাদের পরিকল্পনা*
আমরা বাইক নিয়ে রওনা হবো।যেখানেই অনাথ বা পথশিশু কিংবা অসহায় মানুষ চোখে পড়বে—
হোক না সেটা স্টেশন, বাসস্ট্যান্ড বা বাজারের মোড়—
তাদের হাতে আমরা ভালোবাসা দিয়ে নতুন জামাকাপড় ও খাদ্যসামগ্রী তুলে দেবো।
■ আমাদের অঙ্গীকার
◆পূজোর আনন্দ শুধু মণ্ডপে নয়, ছড়িয়ে পড়ুক প্রতিটি মুখে
◆অন্যের চোখে জল নয়, আনুন আনন্দের আলো
◆এক টুকরো জামা -হয়তো কোনো শিশুর কাছে সেটাই উৎসব
মানবিক উদ্যোগ্যে -" আন্তরিকতা"
( মানবিকতাই শেষ কথা)
"আন্তরিকতা" আপনাদের আহ্বান জানায় —
সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই প্রয়াসে পাশে থাকুন।
#আন্তরিকতা #পাশেআছি #মানবিকতা