
29/08/2025
সুরেশ মহাপাত্র-র ২০১২ সালে ক্যান্সার ধরা পড়েছিল। দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির পর সে কিছুটা সুস্থ হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই মরণব্যাধি আবার ফিরে এসেছে। বর্তমানে তিনি মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় অসংখ্য দয়ালু মানুষ আছেন। তাই সবার কাছে আমাদের আন্তরিক অনুরোধ—এই পোস্টটি যারা দেখছেন, প্রত্যেকে যদি অন্তত একবার শেয়ার করেন এবং যতটুকু সম্ভব টাকা দিয়ে সাহায্য করেন, তবে সেটিও তাঁর জন্য বড় আর্থিক সহায়তা হবে। হয়তো আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
🙏আমরা আপনাদের কাছ থেকে এই ছোট্ট অবদান ও আশীর্বাদ প্রত্যাশা করছি।
📞 যোগাযোগ: +91 85359 84112
💰 UPI: 8535984112(এই নম্বরেই UPI রয়েছে)
💰 UPI: sureshmahapatra95@okaxis
সবার কাছে ছোট্ট অনুরোধ
Suresh Mahapatra was diagnosed with cancer in 2012. After long treatment and chemotherapy, he recovered somewhat. But sadly, the deadly disease has returned. Currently, he is mentally, physically and financially devastated.
There are countless kind people on social media. So our sincere request to everyone—if everyone who sees this post shares it at least once and if possible helps even with just 1 taka, that too will be a big financial help for him. Maybe with your blessings and love, he will be able to recover and return to his normal life.
🙏 I expect this small contribution and blessing from you.
📞 Contact: +91 85359 84112
💰 UPI: 8535984112(UPI is available on this number)
💰 UPI: sureshmahapatra95@okaxis
A small request to everyone