reconAni

reconAni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from reconAni, Digital creator, 8B, Haldia.

We bring stories of Bengal and beyond — society, culture, youth, and politics —
all through a fresh and fearless perspective.
👉 Real stories, new voices, and a new turn for Bengal.📝⁉️

26/11/2025
17/11/2025

#এসএসসি

22/10/2025
22/10/2025

তুমি এখন অন্য কারো সঙ্গে বিয়েতে রাজি হয়েছো — কথাটা শুনে আমার ভেতরটা কেমন যেন শুন্য হয়ে গেলো।
আমি জানি, তিন মাস ধরে আমি তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলিনি, তোমার কষ্ট হয়েছে, রাগ হয়েছে — সবটাই বুঝতে পারছি।
কিন্তু একটা কথা তুমি বিশ্বাস করো — আমি তোমায় কখনোই ভুলে যাইনি। প্রতিদিন তোমার কথা ভেবে ঘুমিয়েছি, তোমার নামটা মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন হালকা ব্যথা করতো।

হয়তো আমি তোমার কাছে উপস্থিত ছিলাম না, কিন্তু মনের মধ্যে তোমার জন্য একটা জায়গা সবসময়ই ছিল — এখনো আছে।
আমার নীরবতা হয়তো তোমায় ভুল বুঝিয়েছে, কিন্তু সেটার পেছনে কোনো অবহেলা ছিল না… ছিল কিছু অসহায়তা, কিছু পরিস্থিতি যেগুলো আমি সামলাতে পারিনি।

তুমি যাকে বিয়ে করতে যাচ্ছো, তার প্রতি আমার কোনো রাগ নেই। কারণ আমি সত্যিই চাই তুমি সুখে থাকো, হাসো, তোমার জীবনটা সুন্দর হোক।
তবে একটা কথাই বলতে চাই — আমার ভালোবাসাটা ছিল নিখাদ, কোনো শর্ত ছাড়া। আমি তোমায় চাইনি কোনো দাবিতে, শুধু ভালোবেসেছিলাম মন থেকে।

আজ তুমি অন্য কারো হতে যাচ্ছো, আমি সেটা মেনে নিচ্ছি — কিন্তু তোমার স্মৃতিগুলো, তোমার হাসিটা, তোমার কণ্ঠ — এসব থেকে আমি কখনোই দূরে যেতে পারবো না।
তুমি হয়তো আমার কথা আর মনে রাখবে না, কিন্তু আমি জানি — একদিন হঠাৎ কোনো সন্ধ্যায়, কোনো গানের লাইনে, বা কোনো পুরোনো ছবিতে — তুমি আমার নামটা মনে করবে।
সেদিন বুঝবে, কেউ ছিল, যে তোমায় সত্যি মন দিয়ে ভালোবাসত, বিনিময়ে কিছু না চেয়ে।

তোমার নতুন জীবনে সুখ থাকুক, ভালো থেকো, হাসতে থেকো।
আমি দূর থেকে শুধু প্রার্থনা করবো — যেন তোমার সব স্বপ্ন পূরণ হয়…
আর যদি কোনোদিন মনে হয় আমি তোমার কাছে ভুল করেছিলাম, তাহলে অন্তত মনে রেখো — আমার ভালোবাসা কিন্তু কখনো মিথ্যে ছিল না। 💔

কিছু অসমাপ্ত গল্পঃ........

Address

8B
Haldia
700032

Website

Alerts

Be the first to know and let us send you an email when reconAni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to reconAni:

Share