Sri Sri Thakur anukul chandra

Sri Sri Thakur anukul chandra Param premomoy sri sri thakur anukul chandra.

08/09/2025
প্রশ্নঃ—সামনে তো মায়ের পূজা (দুর্গাপূজা)। ঐ সময়ে আমাদের বলিদান হ'য়ে থাকে। এটা কি ভাল? #শ্রীশ্রীঠাকুর— মা সিংহবাহিনী,জগজ্...
06/09/2025

প্রশ্নঃ—সামনে তো মায়ের পূজা (দুর্গাপূজা)। ঐ সময়ে আমাদের বলিদান হ'য়ে থাকে। এটা কি ভাল?
#শ্রীশ্রীঠাকুর— মা সিংহবাহিনী,জগজ্জননী। মানে তিনি সবারই মা। তাঁর সামনে বলি? ঐ সময়ে তারা ভ‍্যা-ভ‍্যা ক'রে ডাকে,মানে ঐ মাকেই ডাকে। তাকে বলি দিয়ে মায়ের দয়া পাব মনে কর? এ কেমন পূজা আমি জানি না। ধর,তোমার একটা ভাই আছে। তাকে তোমার মা'র সামনে কেটে দিয়ে তোমার মাকে খুশি করতে পারবে মনে কর?

প্রশ্নঃ— অনেকে বলে,এগুলি যদি না-ই খাওয়া হবে তো ভগবান এগুলি সৃষ্টি করেছেন কেন?

শ্রীশ্রীঠাকুরঃ— ধর,তোমার ক্ষেতে পাখী এসে বসে। তুমি পাখীগুলি মেরে ফেললে। পরে কী হ'ল? পাখী এসে তোমার ক্ষেতের পোকাগুলি খেয়ে ফেলত। এখন আর আসে না। ফলে তোমার ক্ষেত পোকায় ভ'রে গেল। তখন ঐ ক্ষেতের যে ফসল তুমি খেতে লাগলে তাতে তোমার পেট খারাপ হ'তে লাগল,পেটে ব‍্যথা হ'তে লাগল। কেন তা' হল? কারণ,ঐ যে পাখী মেরে ফেলে দিলে। ফলে,নানারকম বাজে পোকামাকড়ে ক্ষেতে ছেয়ে গেল। তেমনি এই যে ছাগল,ভেড়া,এদেরও ভগবান মানুষের উপকারের জন‍্যই পাঠিয়েছেন। ব'লে দিয়েছেন,'তোরা খেয়েদেয়ে পুষ্ট হ'য়ে মানুষের উপকার কর্!'

প্রশ্নঃ—কিন্তু মাছ-মাংস তো ভগবান আমাদের খাবার জন‍্যই সৃষ্টি করেছেন?

শ্রীশ্রীঠাকুরঃ— দূর শালার পাগল,ভগবান খাবার জন‍্যই কী সৃষ্টি করেছেন? তা' হ'ল ঐ ডাঁটা,ধান,ডাল ইত‍্যাদি। তুমি যদি ওদের না কাট,আপনা থেকেই ম'রে যাবে। মুগের ডাল,বুটের ডাল ক্ষেতে রেখে দাও। কিছুদিন পরই ম'রে যাবে। ভূট্টাও তাই।

তারপর নয়নযুগলে এক বিচিত্র মোহন ঠমক সৃষ্টি ক'রে সহাস‍্যে বললেন-- তিনি এত খাবার জিনিস দিয়ে রেখেছেন। আর তুমি তা' চোখে দেখ না? Fish and flesh make one wild (মাছমাংস-ভক্ষণ মানুষকে বন‍্য ক'রে তোলে)।

দীপরক্ষী ৫ম খন্ড ।

জয় গুরু সবাইকে
03/09/2025

জয় গুরু সবাইকে

02/09/2025
জয় গুরু সবাইকে 🙏🙏🙏
27/08/2025

জয় গুরু সবাইকে 🙏🙏🙏

20/08/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Satyabrata Sahu, Bapi Sarkar, Ardhendu Sanyal, Amit Rajak, Bibekananda Mandal, Krishna Kanta Das, Dhoniraam Sagar, Tribit Sarkar, Nepal Das, Jharna Bose, Polash Ray Polash, Nabajyoti Talukdar, Uttam Sarkar, Milon Deb, Debgan Sardar, অচেনা রাজ্যের রাজা, Uttam Kumar GP, Ramesh Chandra Misra, Uttam Das, Sukla Majhi, S Mrinal Sarkar, Santana Karmakar, Bijay Roy, Pradhan Murmu, Subal Dey, মন মোহন, Kuntala Deb, Basudev Mandal, Shyamal Debnath, Samvhu Pradhan, Samar Kumar Das, Jayanti Das, Ramen Paul, Archana Karmakar, Sankar Halder, Pinaki Deb, Swarup Adak, Sohag Sd, Joy Maa Tara, Anjana Kundu, Pradip Nayek, Avijit Roy, Mita Roychowdhury, Trishna Trishna, Raju Ghosh, Arabinda Bhuyan, Ashutosh Roy, Arun Kumar, Raju Biswas, Kalpana Dey

শ্রীশ্রী ঠাকুরের বাণী:-কুপ্রবৃত্তি যেমন করে মানুষ কে পেয়ে বসে, সুপ্রবৃত্তি ও অমনি করে পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম ...
20/08/2025

শ্রীশ্রী ঠাকুরের বাণী:-

কুপ্রবৃত্তি যেমন করে মানুষ কে পেয়ে বসে, সুপ্রবৃত্তি ও অমনি করে পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসেছে। নাম যখন পেয়ে বসবে, তখন আর, ভাবনা নেই। সেই অবস্থাটা আনবার জন্যই প্রথমেই চেষ্টাযত্ন করে নিয়মিত নাম করতে হয়। আগ্রহ ভাবে নাম করতে করতে ভিতরের ঠাকুর জেগে ওঠেন। তিনি জেগে উঠলে সব সময় শুধু আসল ঠাকুরকে খোঁজেন। তাঁর সেবা, তাঁর যত্ন, তাঁর স্মরণ, তাঁর মনন, তাঁর পূজা, তাঁর প্রতি, তাঁর প্রতিষ্ঠা। এছাড়া তার সময় কাটে না। আর বাকি সব তার কাছে নিরর্থক ও অবান্তর মনে হয়। যা কিছু তাকে পরিপূরণ করে, প্রীতি করে তা হাজার কষ্টকর হলেও সেখানে সে এক পায়ে খাড়া। আবার ওই ঠাকুরের পরিপন্থী যা তা লাখ সুখের, আরামের ও আকর্ষণের হলেও সেখানে সে ঠাঁয় দাঁড়িয়ে থাকে কাঠ হয়ে। এক পাও এগোয় না সেদিকে।

সবই কে জয় গুরু
19/08/2025

সবই কে জয় গুরু

Address

Haldia

Telephone

+919635979896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sri Thakur anukul chandra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share