প্রশাসন ও কৃষি দপ্তরের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো রাসায়নিক সারের চড়া দামে বিক্রি বন্ধে মিটিং
চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো রাসায়নিক সারের চড়া দামে বিক্রি বন্ধে মিটিং। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সারের ডিলার এবং রিটেলার দের নিয়ে বৈঠক করলেন
ব্রম্ভঝাড়ুলল হাই স্কুলে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী নির্বাচন ক্যাম্প
চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ব্রম্ভঝাড়ুলল হাই স্কুলে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী নির্বাচন ক্যাম্প। যে সমস্ত প্রতিবন্ধী মানুষজনের প্রতিবন্ধী কার্ড নেই সেই সমস্ত মানুষজনদের নির্বাচন করার জন্য আজকের ক্যাম্প। চোখ,হাড় বিভিন্ন বিষয়ের ডাক্তারবাবুর া আছেন বিভিন্ন কক্ষে সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছেন যে যেই বিষয়ে প্রতিবন্ধী ডাক্তার ওরা দেখছেন দেখে নির্ধারণ করছেন। আগামী দিনে এই প্রতিবন্ধী লোকজন যাতে মানবিক ভাতা পান সেজন্য আজকে সার্টিফিকেট প্রধানও ক্যাম্প থেকে করা হচ্ছে বলে জানান চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও। একজন প্রতিবন্ধী ছেলের কে নিয়ে এসেছেন ওনার বাবা জানালেন ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী অনেক তার দেখানো হয়েছে সুস্থ সম্পূর্ণভাবে হয়নি। লাইনে দাঁড়িয়ে আছেন নির্ধারণ ক্যাম্পের জন্য ছেলের মানবিক ভাতাটাও যদি পাই কারণ ছেলের ভবিষ্যৎ বলে কিছু নে
নাকা চেকিং চলাকালীন পুলিশ এর হতে উদ্ধার হয় দুটি আগ্নেয়অস্ত্র এবং তিনটি কার্তুজ,
জগদ্দল আটচালা বাগান রোডে নাকা চেকিং চলাকালীন পুলিশ এর হতে উদ্ধার হয় দুটি আগ্নেয়অস্ত্র এবং তিনটি কার্তুজ,
গতকাল রাত্রে তল্লাশি চলা কালীন একটি লাল স্কুটিতে চেপে ঋত্বিক রবি দাস এবং প্রেম মাহাতো নামে দুইজন ব্যক্তিকে নাকা চেকিং করার সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়অস্ত্র এবং তিনটি কার্তুজ জগদ্দল থানার পুলিশের হাতে , পুলিশ সূত্রে জানাচ্ছে জানা যাচ্ছে তারা এই আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ সাপ্লাই করতে যাচ্ছিল।
এই দুই জনের বিরুদ্ধে 25/27 আর্মস অ্যাক্ট এবং 120B ধারায় মামলা রাজু করে ব্যারাকপুর আদালতে পাঠানো হলো।
এই মুহূর্তে জগদ্দল থানার পুলিশ তদন্ত চালাচ্ছে এই আগ্নেয় অস্ত্র তারা কার কাছ থেকে এনেছিল এবং কাকে পৌঁছাতে যাচ্ছিল।
বাঁকুড়ার রাইপুরে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে জনজাতীয় গৌরব দিবস
বাঁকুড়ার রাইপুরে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে জনজাতীয় গৌরব দিবস
Paying tribute to Bhagwan Birsa Munda on his birth anniversary
Paying tribute to Bhagwan Birsa Munda on his birth anniversary
দুয়ারে সরকার কালিতলা পঞ্চায়েতে এবার বিশেষ বৈশিষ্ট্য মৎস্য ও বিদ্যুৎ দপ্তর।।
দুয়ারে সরকার কালিতলা পঞ্চায়েতে এবার বিশেষ বৈশিষ্ট্য মৎস্য ও বিদ্যুৎ দপ্তর।।
উত্তর 24 পরগনা প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া কালিতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার। বিগত কয়েকবারের তুলনায় এবার অনেক বেশি সাড়া লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে। কারণ কন্যাশ্রী রুপশ্রী যুবশ্রী ল্যান্ড বিভাগ সহ অনেকগুলো প্রকল্প নিয়ে বসে দুয়ারে সরকার প্রকল্প। কিন্তু তার সঙ্গে এবার যুক্ত হয়েছে বিদ্যুৎ ও মৎস্য দপ্তর। বিদ্যুত যারা লাইন নেবে তাদেরকে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে হবে তা চার দিনের মধ্যে নতুন লাইন পেয়ে যাবে। আগের পুরানো বিল ডিউ থাকলে তা যদি এখন পেমেন্ট করা যায় তার অনেকটা ডিসকাউন্ট পাওয়া যাবে। লক্ষীর ভান্ডার কিছুটা নিয়ম পরিবর্তন হয়েছে। এখন যারা বিধবা ভাতা পাচ্ছে তারা ও আবেদন করতে পারবেন এই সুবিধা আগে ছিল না। আর সব থেকে বড় বিষ
বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে গাজোল থানার দলিলপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে
মালদা, ১৪ নভেম্বর। বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে গাজোল থানার দলিলপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসীরা। সোমবার সকাল দশটা থেকে প্রায় দেড় ঘন্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ। যার ফলে দলিলপুর এলাকায় জাতীয় সড়কের তীব্র যানজট বেড়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা । দীর্ঘক্ষন আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন গাজোলের দলিলপুর এলাকার রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাজ্য সড়ক ঘেঁসেই রয়েছে ৫১২ নম্বর জাতীয় সড়ক । সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত ও প্রশাসন এই ব্যাপারে কোন গুরুত্ব না দেও
হিঙ্গলগঞ্জ রুরাল প্যাকটিশনের ও ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে পল্লী চিকিৎসকদের প্রতিবাদ সভা ।।
রায়মঙ্গল নদীর পাড়ে সুন্দরবন হিঙ্গলগঞ্জ রুরাল প্যাকটিশনের ও ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে পল্লী চিকিৎসকদের প্রতিবাদ সভা ।।
উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর পাড়ে প্রাক্তন সেনা কর্মী মধুসূদন গাইনের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতা শিবির। দিনের পর দিন প্রত্যন্ত সুন্দরবনে ডেঙ্গুর প্রভাব দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তারই বার্তা দিলেন প্রত্যন্ত সুন্দরবনের পল্লী চিকিৎসকরা। তাদের দাবি যে তারা দীর্ঘদিন ধরে গ্রামে লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা করে করে আসছে দীর্ঘদিন ধরে ।সুন্দরবনে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে চিকিৎসা করেছে। তাদের সরকারের কাছে ও দিদির কাছে আবেদন যে তাদের মধ্যে অনেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন আবার অনেকে ট্রেনিং পাননি। যারা পাননি তাদেরকে দ্রুত ট্রেনিং এর ব্যবস্থা করা ও তাদের মাসিক একটা ভাতার ব্যবস্থা করাএমনটাই দাবি করছেন
নেশা নয় পেশা নয় সাপের উপদ্রব থেকে মানুষকে বাঁচান টা ধর্ম আব্দুল্লাহর।।
নেশা নয় পেশা নয় সাপের উপদ্রব থেকে মানুষকে বাঁচান টা ধর্ম আব্দুল্লাহর।।
উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের দুলদুলির বাসিন্দা আব্দুল্লাহ গাইন। সে এক দরিদ্র ঘরের সন্তান। দিনমজুরি খেটে জীবিকা নির্বাহ করে সে। আমরা জানি গ্রামাঞ্চলে সাপের উপদ্রবটা অনেক বেশি। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় কারুর বাড়িতে বা কোথাও কোন জায়গায় সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এই আব্দুল্লাহকে ডাকলে তৎক্ষণাৎ সে গিয়ে সেখান থেকে সাপকে উদ্ধার করে সে। যত বড় বিষাক্ত সাপ হোক না কেন উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। কিন্তু সে কোন সাপুড়িয়া নয় বা সাপুড়ে পরিবারে তার জন্ম নয়। এটা তার সাহসিকতার পরিচয়। এই সাহসিকতার পরিচয় দিয়ে এলাকার মানুষকে সহযোগিতা করে আসছে সে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি বিসু হালদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে আব্দুল্লার বিষয়ে প্র
সাইন্স কমিউনিকেশন ফোরাম থেকে প্রতিবছর ন্যাশনাল সায়েন্স কংগ্রেস আয়োজন করা হয়
জলপাইগুড়ি সায়ন সেন:-- এই প্রাপ্তি যেনো একটু আলাদা । সাইন্স কমিউনিকেশন ফোরাম থেকে প্রতিবছর ন্যাশনাল সায়েন্স কংগ্রেস আয়োজন করা হয়। প্রতিটি স্কুল থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করে, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সেই স্কুলের প্রশিক্ষকদেরও এক বিশাল পরিমাণ দায়িত্ব থাকে। গত তিন দশক অর্থাৎ ৩০ বছর ধরে জলপাইগুড়ি জিলা স্কুলের হয়ে সেই গুরু দায়িত্ব পালন করে চলেছেন জলপাইগুড়ি জেলা স্কুলের সহকারী শিক্ষক কৌশিক শিকদার মহাশয়। প্রতি বছর স্কুলের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রদের নিয়ে তৈরি করেন বিভিন্ন সাইন্স মডেল এবং প্রতিবছর সেসব মডেল স্থান পায় রাজ্য স্তর সহ অন্যান্য উচ্চ স্তরে। তারে নিরলস প্রয়াসকে স্বাগত জানাতে science কমিউনিকেশন ফোরামের তরফে তাকে সংবর্ধিত করা হয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষক হিসেবে ছাত্রদের সাহায্য করার
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করার প্রতিবাদে
মালদা-রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করার প্রতিবাদে গাজোলে ও ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে রবিবার দুপুরে গাজোল শহর জুড়ে প্রতিবাদ মিছিল বের হয় । পাশাপাশি রাজ্যের মন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবি জানানো হয়। এ বিষয়ে ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা জানান,‘ আদিবাসী রাষ্ট্রপতি তথা আমাদের দেশের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তাঁর গ্রেপ্তারি চাই। অবিলম্বে তাকে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে হবে।’ মোহন হাঁসদা ছাড়া হাজির ছিলেন গাজোল ব্লক ঝাড়খন্ড দিশম পার্টি এস সি সভাপতি রতন রায়, গাজোল ব্লক ঝাড়খন্ড দিশম পার্টির সেক্রেটারি শ্যামল মুর্মু প্রমুখ।