Dubela News

Dubela News প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ

দুবেলা নিউজ

21/07/2025

ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে উত্তরকন্যা চলো

21/07/2025

২০২৬-এর আগে শেষ ২১জুলাই, কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় !
২১ শের সমাবেশে থেকে সরাসরি

21/07/2025

২১ জুলাইয়ে সমাবেশে থেকে সরাসরি

21/07/2025

২১ শের মঞ্চ থেকে সরাসরি

দুবেলা, রিয়া বিশ্বাস: ১৯ জুলাই শনিবার,উত্তেজনাপূর্ণ এক বড় উদ্ধার নিয়ে আলোড়ন ছড়ালো উত্তর ২৪ পরগনায়। সন্দেশখালির ধামাখালি ...
20/07/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: ১৯ জুলাই শনিবার,উত্তেজনাপূর্ণ এক বড় উদ্ধার নিয়ে আলোড়ন ছড়ালো উত্তর ২৪ পরগনায়। সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট এলাকায় অবস্থিত “রয়্যাল” নামে একটি হোটেল (বা গেস্ট হাউস) থেকে পুলিশ এক বিশাল পরিমাণে জাল ভারতীয় নোট উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৯ কোটি থেকে ১০ কোটি মূল্যে এই জাল নোট পেয়েছে তারা। অভিযানে সন্দেহভাজন দুইজন দেবব্রত চক্রবর্তী (মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা) ও সিরাজউদ্দিন মোল্লা (জীবনতলা, ক্যানিং) কে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুক্রবার দুপুরে হোটেলে ‘রুম নং ২০৬’ তে ঢুকে স্যুটকেস ও ব্যাগের মধ্যে ওই নোট ভরে রাখে বলে জানাচ্ছেন স্থানীয় সূত্র। হোটেলের রিসেপশনে এসে স্বাভাবিকভাবে রুম ভাড়া নিয়ে যান তারা। তবে স্থানীয় দোকানদার ওই নোট দেখতে সন্দেহ হলে পুলিশে খবর দেয়,পুলিশ রাতেই হোটেলে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের জাল নোট বাজেয়াপ্ত করে ।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: ১৯ জুলাই শনিবার,উত্তেজনাপূর্ণ এক বড় উদ্ধার নিয়ে আলোড়ন ছড়ালো উত্তর ২৪ পরগনায়। সন্দেশখা...

দুবেলা, রিয়া বিশ্বাস : বলিউড সুপারস্টার শাহরুখ খান ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন। চলমান একটি হাই-অকটেন অ্...
20/07/2025

দুবেলা, রিয়া বিশ্বাস : বলিউড সুপারস্টার শাহরুখ খান ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন। চলমান একটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে পেশিতে আঘাত লাগে। যদিও ভিতরে গাড়গড় এবং জটিলতা নেই, মাথা নিয়েই চিকিৎসার জন্য তাঁকে দ্রুত আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে । ডাক্তারের পরামর্শ অনুযায়ী, শাহরুখ খান অন্তত এক মাস বিশ্রাম করবেন এবং এরপরই শুটিং পুনরায় শুরু হবে। জুলাই ও আগস্ট মাসের সব শিডিউল বাতিল করা হয়েছে, শুটিংটি সেপ্টেম্বরে অথবা অক্টোবরেই পুনরায় শুরু হবে বলে বলা হচ্ছে । শুটিং স্থগিত হওয়ার খবর শোনার পর থেকেই ফ্যানরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “চোট গুরুতর নয়, তবে অতীতে পেশির পুরনো জটিলতার কারণে precaution হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গায় নেওয়া হয়েছে”।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস : বলিউড সুপারস্টার শাহরুখ খান ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন। চলমান একটি...

দুবেলা, রিয়া বিশ্বাস: দিল্লির উত্তম নগরের একটি বহুতল আবাসনে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। ৩৬ বছর বয়সী করণ দেব নাম...
20/07/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: দিল্লির উত্তম নগরের একটি বহুতল আবাসনে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। ৩৬ বছর বয়সী করণ দেব নামে এক ব্যক্তিকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে পুলিশি তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক। ১৩ জুলাই রাতে করণ দেবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রী সুস্মিতা। তিনি জানান, স্বামী ঘরের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত শকে মারা গেছেন। প্রথমে পরিবারও সেই দাবিকে মান্যতা দিলেও, পরে পুলিশ করণের মৃত্যুকে ঘিরে সন্দেহজনক পরিস্থিতি দেখতে পায় এবং ময়নাতদন্তের আদেশ দেয়।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: দিল্লির উত্তম নগরের একটি বহুতল আবাসনে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। ৩৬ বছর বয়স...

দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি এল এড ) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু...
19/07/2025

দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি এল এড ) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট কোর্সটি করার সুযোগ পাবে উচ্চ মাধ্যমিকে পাস করা সকল ছাত্র-ছাত্রী। পর্ষদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার থাকা বাঞ্ছনীয়। এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা ও আবেদনের সুযোগ পাবে। তবে SC,ST দের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় থাকছে। ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন জমা করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই। পর্ষদের ওয়েবসাইট (wbbpe.wb.gov.in ) -এর মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন করতে ছাত্র-ছাত্রীদের বয়সের প্রমাণপত্র, উচ্চ মাধ্যমিক মার্কশিট, পাসপোর্ট ছবি সহ অন্য আরও বেশ কিছু শংসাপত্র আপলোড করতে হবে। ও আবেদন পত্রের মূল্য থাকছে ১০০০ টাকা।...

Spread the loveদুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি এল এড ) কোর্সে ভর্তি প্.....

দুবেলাঃ সেদিন বৃষ্টি ভেজা অফিস টাইম। তার সঙ্গে ভিন্ন রাজ্যের বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের তোড়জোড়...
19/07/2025

দুবেলাঃ সেদিন বৃষ্টি ভেজা অফিস টাইম। তার সঙ্গে ভিন্ন রাজ্যের বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের তোড়জোড়। যান বাহন বিমুখ শহরে ,আমার মত ছাপোষা শিক্ষকের হলুদ ট্যাক্সিই ভরসা। বেয়াড়া ভাড়া চাওয়ায় তাদেরকেও ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। এমন সময় এই নীল গেঞ্জি পরা বীর পুরুষের আবির্ভাব। " স্যার, কোথায় যাবেন?" - এক ট্যাক্সি ওয়ালার মিতভাষ সম্বোধনে খটকা লাগে, তবে আমাদের দরদাম মিলে যাওয়ায় ট্যাক্সিতে চড়ে বসি। ভাড়া নিয়ে বচসা নেই , ভদ্র ব্যবহার- এ তো উগ্রবাদের মরুভূমিতে এক ফোঁটা শান্তির জল। তবে " স্যার" সম্মোধনের তাৎপর্য তখনও বুঝিনি। কেউ যদি "স্যার" বলে সম্বোধন করে , তাতে তো ভালোই লাগে। আমি লক্ষ্য করেছি এক ধরনের লোক ট্যাক্সির চালক কে "এই ট্যাক্সি যাবি?...

Spread the loveদুবেলাঃ সেদিন বৃষ্টি ভেজা অফিস টাইম। তার সঙ্গে ভিন্ন রাজ্যের বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ম...

দুবেলা, রিয়া বিশ্বাস: বর্তমানে মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা দায়। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অফিসফেরত যুবক প্রতিদি...
15/07/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: বর্তমানে মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা দায়। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অফিসফেরত যুবক প্রতিদিন গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা সময় কাটছে স্মার্টফোনের স্ক্রিনে। বিভিন্ন সময় ওয়েটিং রুমে গেলে দেখা যায় যদি সেখানে ১০০ জন বসে থাকে, তারমধ্যে ৮০ জন ফোন এর দিকে ঘাড় নিচু করে তাকিয়ে আছে।কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ বা ইউটিউব-রিলসের জগতে। কিন্তু এর ফলাফল মারাত্মক ১৫ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত ঘাড় ঝুঁকিয়ে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার থেকে শুরু হচ্ছে টেক্সট নেক সিনড্রোম, হাতের জয়েন্টে ব্যথা, এমনকি মেরুদণ্ডে চাপ।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: বর্তমানে মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা দায়। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অফিসফেরত...

দুবেলা, রিয়া বিশ্বাস: স্কুলে সামান্য দেরিতে আসায় স্কুল থেকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় চরম সিদ্ধান্ত নিল ছাত্রীরা। সোমব...
15/07/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: স্কুলে সামান্য দেরিতে আসায় স্কুল থেকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় চরম সিদ্ধান্ত নিল ছাত্রীরা। সোমবার সকালে জলপাইগুড়ির সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের ঘটনা। বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ল কয়েকজন ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের কড়া নিয়ম এবং তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে দাবি পড়ুয়াদের। জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ কিছু ছাত্রী স্কুলে পৌঁছায়। কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছনোয় তাঁদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে ছাত্রীদের একাংশ স্কুল গেটের বাইরে তালা ঝুলিয়ে দেয় এবং স্লোগান দিতে শুরু করে। পরে অভিভাবকরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: স্কুলে সামান্য দেরিতে আসায় স্কুল থেকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় চরম সিদ্ধান্ত নিল ছ.....

দুবেলা, রিয়া বিশ্বাস: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ‘স্...
15/07/2025

দুবেলা, রিয়া বিশ্বাস: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নামক এই বিশেষ অভিযানের আওতায় ইতিমধ্যে রাজ্যের ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে প্রায় ৬.৬০ কোটি ভোটারের যাচাইকরণ সম্পন্ন হয়েছে। এই যাচাইয়ে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য কমপক্ষে ৩৫.৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নামগুলির মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, কেউ স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গেছেন, আবার কারও নাম তালিকায় একাধিকবার রয়েছে। এছাড়াও কিছু ক্ষেত্রে জাল নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও প্রমাণ মিলেছে। এসব কারণেই এই বিপুল সংখ্যক নাম বাতিল করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়তে যাওয়া ভোটারদের মধ্যে প্রায় ১২.৫ লক্ষ ব্যক্তি মৃত বলে চিহ্নিত হয়েছেন, প্রায় ১৭.৫ লক্ষ ভোটার অন্যত্র সরে গেছেন এবং প্রায় ৫.৫ লক্ষের নাম তালিকায় ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছে। তাছাড়াও বাংলাদেশ, নেপাল ও মায়ানমার থেকে আগত কিছু বিদেশি নাগরিকের নামও ভোটার তালিকায় থাকার প্রমাণ মিলেছে, যাদের নাম যাচাই শেষে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।...

Spread the loveদুবেলা, রিয়া বিশ্বাস: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু করেছে নির্ব....

Address

Harinavi

Telephone

+918902367599

Alerts

Be the first to know and let us send you an email when Dubela News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dubela News:

Share