Orchid Printers and paper house

  • Home
  • Orchid Printers and paper house

Orchid Printers and paper house Copybook Manufacturing, Printing and Book publishing,

অর্কিড প্রকাশনী থেকে প্রকাশিত হল শ্রীমতী সাবিত্রী গোলদারের লেখা কাব‍্যগ্রন্থ *তবু স্বপ্ন দেখি*। বইটিতে লেখিকার ১০৫টি কবি...
07/03/2025

অর্কিড প্রকাশনী থেকে প্রকাশিত হল শ্রীমতী সাবিত্রী গোলদারের লেখা কাব‍্যগ্রন্থ *তবু স্বপ্ন দেখি*। বইটিতে লেখিকার ১০৫টি কবিতা স্থান পেয়েছে।

'তবু স্বপ্ন দেখি' ব‌ইয়ের কবিতায় হয়তো উপমা বা রূপকের অলংকার তেমন চোখে প‌ড়বে না। লেখিকার উপলব্ধি সোজাসুজি চলে এসেছে কবিতার ক্যানভাসে। ব‌ইটি যেন আমাদের দৈনন্দিন জীবনের প্রাসঙ্গিক নানা বিষয়ে লেখিকার চিন্তার আলোয় সাজানো একটি মালা, যা কবিতাপ্রেমী পাঠকদের মনে কৌতুহল জাগাবে...

📕 শিরোনাম: তবু স্বপ্ন দেখি
✒️ লেখিকা: শ্রীমতী সাবিত্রী গোলদার
✉️ মূদ্রিত মূল্য: ₹১৭৫/-
🗒️ পৃষ্ঠা: ১২০
📝 প্রকাশক: অর্কিড প্রকাশনী

আপনার কপির জন‍্যে যোগাযোগ করুন-

       #বারোসাধকেরকথা  #জীবনীগন্থ স্টল নং : 266 গেট নং- 5&6 (Yogiraj Publication)স্টল নং : 293 গেট নং- 5 (D.M Library)স্...
27/01/2025




#বারোসাধকেরকথা
#জীবনীগন্থ


স্টল নং : 266 গেট নং- 5&6 (Yogiraj Publication)

স্টল নং : 293 গেট নং- 5 (D.M Library)

স্টল নং : 278 গেট নং- 5

এছাড়াও (+91) 7679118087 এই নাম্বারে WhatsApp করলে অনলাইন এ ব‌ইটি পেয়ে যাবেন।

📘 বারো সাধকের কথা
✒️ লেখক: হিমাদ্রী শিখর রায়
🏷মুদ্রিত মূল্য: ২৯৫/-
✍️ পৃষ্ঠা -৪৫৪
📝প্রকাশক: অর্কিড

যোগীরাজ শ‍্যামাচরণ লাহিড়ী একদিন শিষ্য কৃষ্ণরাম সহ কাশীতে গঙ্গার রাণামহল ঘাটে বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। এক আগন্তুক এসে য...
16/01/2024

যোগীরাজ শ‍্যামাচরণ লাহিড়ী একদিন শিষ্য কৃষ্ণরাম সহ কাশীতে গঙ্গার রাণামহল ঘাটে বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। এক আগন্তুক এসে যোগীরাজকে করজোড়ে প্রণাম করে তাঁদের সঙ্গী হয়ে আলাপ জমাল। হাঁটতে হাঁটতে ঐ আগন্তুক যোগীরাজকে বলে- 'যদি অভয় দেন তবে একটি কথা জানতে পারি?' যোগীরাজ বলেন-'অনায়াসে বলতে পারো'! বিনীতভাবে আগন্তুক জানতে চায়- 'শুনেছি আপনি ধ‍্যান করেন। কিন্তু কোন্ দেবতার ধ‍্যান করেন'? মুখে হাসি নিয়ে যোগীরাজ উত্তর দিলেন- 'তা তো জানি না'! আগন্তুক পুনরায় জানতে চাইল- 'নিশ্চয়ই কৃষ্ণ, শিব, কালী এইসব কোনো দেবদেবীর ধ‍্যান করেন'? যোগীরাজ বলেন- 'কৃষ্ণ, শিব, কালী, তুমি, আমি সকলের মধ‍্যে যিনি আছেন তাঁরই ধ‍্যান করি'। বিস্মিত হয়ে আগন্তুক প্রশ্ন করে- 'আপনার কথা ঠিক বুঝলাম না'! যোগীরাজ বলেন- 'আমিও তোমাকে বোঝাতে পারবো না, তুমিও বুঝবে না'।
যোগীরাজের মতে- 'কেউ যখন মন্দিরে গিয়ে প্রণাম করে তখন সংশ্লিষ্ট লোক কী মন্দিরকে প্রণাম করে? না কী ঐ মন্দিরে অধিষ্ঠাত্রী দেবদেবীকে প্রণাম করে'? দেবদেবী ছাড়া মন্দির মূল‍্যহীন। আর ঈশ্বর তো সব জায়গাতেই আছেন। মন্দিরের বিগ্রহের মধ্যে আছেন যেমন সত‍্য, তেমনি তোমার ভেতরে আছেন তাও সত‍্য। ঈশ্বর যখন তোমার ভেতরে রয়েছেন এবং এটা সর্বাপেক্ষা কাছে। সুতরাং কাছের বস্তুকে খোঁজাই বুদ্ধিমানের কাজ। তাই বলে যোগীরাজ সাকার পূজা বিরোধী ছিলেন না। বরং বলতেন, সাকার পূজায় মন স্থির হয়, ঈশ্বরের প্রতি ভক্তিশ্রদ্ধার উৎকর্ষ হয়। কালক্রমে আত্মসাধনা প্রাপ্ত হলে সাকার পূজা গৌণ হয়ে যাবে। রত্নখনির সন্ধান পেলেও খনন করা ছাড়া যেমন রত্ন পাওয়া যায় না, তেমনি আত্মকর্ম ছাড়া নিজের (আত্মার) সাক্ষাৎ পাওয়ার উপায় নেই।...

15/08/2023
অফলাইনে কলকাতা কলেজস্ট্রীটে কিনতে হলে অন্য দোকানের পাশাপাশি এখন সবার পরিচিত 'D.M.LIBRARY' তেও পাওয়া যাবে।
13/07/2023

অফলাইনে কলকাতা কলেজস্ট্রীটে কিনতে হলে অন্য দোকানের পাশাপাশি এখন সবার পরিচিত 'D.M.LIBRARY' তেও পাওয়া যাবে।

ভক্ত পরিবেষ্টিত শ্রীশ্রী রামঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে একটি গল্পের উল্লেখ করেন। ঠাকুর বলেন, "এক রাজার ইচ্ছে হল তাঁর প্র...
30/05/2023

ভক্ত পরিবেষ্টিত শ্রীশ্রী রামঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে একটি গল্পের উল্লেখ করেন। ঠাকুর বলেন, "এক রাজার ইচ্ছে হল তাঁর প্রাসাদের কাছে খালি জায়গায় হাট বসাবেন। শহরের কেন্দ্রে অবস্থিত পুরনো হাট ছেড়ে কেউ রাজপ্রাসাদের কাছের জনবিরল জায়গার এই নতুন হাটে স্থানান্তরিত হতে রাজি হলেন না। যখন দেখলেন নতুন হাট বসানোর পরিকল্পনা সফল হচ্ছে না, তখন রাজা ঘোষণা করলেন- তাঁর হাটে দিনশেষে যার যা কিছু অবশিষ্ট থাকবে তিনি তা ন‍্যায‍্য দামে কিনে নেবেন। এই ঘোষণার পর অল্পদিনের মধ‍্যেই অনেক দোকানপাট বসে যায় ও ধীরে ধীরে হাট জমে ওঠে। প্রতিশ্রুতি মতো রাজার কর্মচারী নিয়মিত সন্ধ‍্যার আগে গিয়ে হাটের অবিক্রিত জিনিসপত্র কিনে নিতো। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর এক সন্ধ্যায় কর্মচারীটি হাটে গিয়ে দেখে সবকিছুই বিক্রি হয়ে গেছে, শুধু এক কুমোরের একটি মূর্তি বিক্রি হয় নি। কর্মচারী জানতে পারে, মূর্তিটি ছিল অলক্ষ্মীর সেজন‍্যে বিক্রি হয় নি। বিষয়টি রাজাকে অবহিত করা হয়। রাজা বলেন, প্রতিশ্রুতি যেহেতু দেওয়া হয়েছে সেহেতু অবিক্রিত মূর্তিটি কিনতেই হবে। রাজার কথায় কর্মচারী মূর্তিটি কিনে এনে রাজপ্রাসাদের এক জায়গায় রেখে রাতে বাড়ি চলে গেল।
পরদিন সকাল থেকে রাজার এক কঠিন পরীক্ষা শুরু হল। প্রথমে বাড়ির লক্ষ্মী এসে রাজাকে জানান, অলক্ষ্মীর যেখানে জায়গা হয়েছে সেখানে আমি কোনোভাবেই থাকতে পারি না; আমি চললাম। এই বলে রাজার কাছ থেকে বিদায় নিয়ে লক্ষ্মী চলে গেলেন। তারপর একে একে অনেকেই বিদায় নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেলেন। সবশেষে ধর্ম এসে রাজাকে বলেন, অলক্ষ্মীর ঠাঁই দেয়ায় তোমার এই প্রাসাদ শ্রীভ্রষ্ট; শ্মশানতুল‍্য মনে হচ্ছে আমি আর এখানে থাকতে পারছি না, আমি চললাম। রাজা এবার ধর্মের পথ আগলে দাঁড়িয়ে বলেন, তোমার জন‍্যে অর্থাৎ সত‍্য রক্ষার জন‍্যে আমি অলক্ষ্মীকে প্রাসাদে স্থান দিয়ে আজ এই অসুবিধার সম্মুখীন হয়েছি। এই অবস্থায় তুমি চলে যেতে চাও কোন যুক্তিতে? তোমাকে আমি কিছুতেই যেতে দিতে পারি না। সত‍্যের আর প্রাসাদ ছেড়ে যাওয়া হল না। সঙ্গে সঙ্গে সকলে আবার প্রাসাদে ফিরে এলেন। রাজার কোনো অসুবিধা বা অমঙ্গল হল না। ধর্মকে ধরে থাকায় রাজার সব দিক বজায় থাকল।" তাই শ্রীশ্রী রামঠাকুর বলতেন, 'লেগে থাকলে মেগে খায় না।'
_________________________
সৌজন্যে: 'বারো সাধকের কথা'

সাধু-ঋষি-যোগীরা অগণিত মানুষদের একটি নির্দিষ্ট ভাবধারায় অনুপ্রাণিত করেন। বারোজন মহাপুরুষের রহস‍্যাবৃত মনোরম জীবনধারার পূর...
27/05/2023

সাধু-ঋষি-যোগীরা অগণিত মানুষদের একটি নির্দিষ্ট ভাবধারায় অনুপ্রাণিত করেন। বারোজন মহাপুরুষের রহস‍্যাবৃত মনোরম জীবনধারার পূর্ণ কাহিনী বর্ণিত হয়েছে "বারো সাধকের কথা" বইয়ে। সংশ্লিষ্টদের উন্নত ভাবধারার আস্বাদ পেতে এই বই পড়ুন। যোগাযোগ-
WhatsApp: 9732773828

12/04/2023

📕
বহু প্রশংসনীয় অনন‍্য জীবনীগ্রন্থ 'বারো সাধকের কথা' এখন বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই অফার সীমিত সময়ের জন‍্য; দেরি না করে এই জীবনী সংকলনটি আজই সংগ্রহ করুন!!!
📕
For Booking WhatsApp: 9732773828

Copybook Manufacturing, Printing and Book publishing,

অর্কিড পেপার হাউসের নিজস্ব ব‍্যান্ডের কিছু পাঠসামগ্রী।
11/04/2023

অর্কিড পেপার হাউসের নিজস্ব ব‍্যান্ডের কিছু পাঠসামগ্রী।

Address


Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 17:00

Telephone

+919732773828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orchid Printers and paper house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orchid Printers and paper house:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share