
13/04/2025
এনারা টিভি দেখেননা! ফেসবুক-টুইটারও করেননা! তাই এনাদের মধ্যে কোনো বিভেদ নেই!
একজন হিন্দু, একজন মুসলিম! এনারা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম করেননা। বাড়িতে টিভি নেই তাই খবরও দেখেননা। মুখোশ পড়ে শুভেন্দু বা ববি হাকিমদের ভাষণও শোনার সময় নেই । তাই এনাদের মধ্যে কোনো বিভেদও নেই। মারামারি, কাটাকাটি নেই। সংসার, দুবেলা ভাতের তাগিদে চার হাত এক করে কাজ করেন।