14/09/2025
এক সময় স্কুলছুট পড়ুয়াদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসার পিছনে বড় ভূমিকা নিয়েছিল মিড-ডে মিল প্রকল্প। গত দু দশক ধরে লাখ লাখ পড়ুয়াদের মুখে খাবার তুলে দেওয়া সেই রন্ধনকর্মীরাই আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে। তাঁদের জন্য নেই কোন সরকারি স্বীকৃতি, ভবিষ্যৎ সুরক্ষা কিংবা মজুরী কাঠামো। তাঁদের দাবি, সরকারি শ্রম আইন এবং সংবিধান লঙ্ঘন করে তাঁদেরকে বেগার খাটানো হচ্ছে - যেখানে প্রতি ২৫ জন পড়ুয়ার জন্য মাত্র ১ জন কর্মীকেই বরাদ্দ করা হয়েছে।
এমতাবস্থায় রাজ্যের গণ-শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, তিনটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন পরিচালিত মিড-ডে মিল কর্মী সংগঠনের যৌথ উদ্যোগে, রাস্তায় নেমেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রন্ধনকর্মীরা। নূন্যতম মজুরী, বারো মাসের বেতন, উৎসব বোনাস, অবসরকালীন ভাতা, মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, মিড-ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, ২৫ জন পড়ুয়া পিছু ৩ জন কর্মী নিয়োগ সহ অন্যান্য দাবিতে গত ২৬শে আগস্ট তারা যোগ দিয়েছিলেন নবান্ন অভিযানে।