Fact look

Fact look Social Expression and Voice

14/09/2025

এক সময় স্কুলছুট পড়ুয়াদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসার পিছনে বড় ভূমিকা নিয়েছিল মিড-ডে মিল প্রকল্প। গত দু দশক ধরে লাখ লাখ পড়ুয়াদের মুখে খাবার তুলে দেওয়া সেই রন্ধনকর্মীরাই আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে। তাঁদের জন্য নেই কোন সরকারি স্বীকৃতি, ভবিষ্যৎ সুরক্ষা কিংবা মজুরী কাঠামো। তাঁদের দাবি, সরকারি শ্রম আইন এবং সংবিধান লঙ্ঘন করে তাঁদেরকে বেগার খাটানো হচ্ছে - যেখানে প্রতি ২৫ জন পড়ুয়ার জন্য মাত্র ১ জন কর্মীকেই বরাদ্দ করা হয়েছে।

এমতাবস্থায় রাজ্যের গণ-শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, তিনটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন পরিচালিত মিড-ডে মিল কর্মী সংগঠনের যৌথ উদ্যোগে, রাস্তায় নেমেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রন্ধনকর্মীরা। নূন্যতম মজুরী, বারো মাসের বেতন, উৎসব বোনাস, অবসরকালীন ভাতা, মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, মিড-ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, ২৫ জন পড়ুয়া পিছু ৩ জন কর্মী নিয়োগ সহ অন্যান্য দাবিতে গত ২৬শে আগস্ট তারা যোগ দিয়েছিলেন নবান্ন অভিযানে।


13/08/2025

৮ই আগষ্ট ২০২৫। ঠিক এক বছর আগে ২০২৪ সালে এমনই দিনে সরকারি হাসপাতালে অভয়iকে খুন এবং ধর্ষণ করা হয়।
তারই প্রতিবাদে সারা বাংলার মানুষ এবং দেশের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছিল। কিন্তু সাধারণ মানুষএর অভিযোগ এক বছর হয়ে গেলেও তারা সঠিক বিচার পাইনি। তার প্রতিবাদে ৮ এবং ৯ আগস্ট ২০২৫ আবারো রাজপথে নেমে প্রতিবাদে সামিল হয় সাধারণ মানুষ।
কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না। সেই তামান্নার ছবি বুকে ঝুলিয়ে নিয়ে বাবা-মা বিচারের দাবিতে রাজপথে প্রতিবাদে শামিল হয়।
#কলকাতা

12/08/2025

৮ই আগষ্ট ২০২৫। ঠিক এক বছর আগে ২০২৪ সালে এমনই দিনে মর্মান্তিক ঘটনা ঘটে । সরকারি হাসপাতালে অভয়কে খুন এবং ধর্ষণ করা হয়।
তার প্রতিবাদে সারা বাংলার মানুষ এবং পৃথিবীর মানুষ গর্জে উঠেছিল। কিন্তু সাধারণ মানুষ অভিযোগ এক বছর হয়ে গেলেও তারা সঠিক বিচার পাইনি। তারই প্রতিবাদে ৮ এবং ৯ আগস্ট ২০২৫ আবারো রাজপথে নেমে প্রতিবাদে শামিল হয়। আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি তাদের দাবি এবং অধিকারের কথা।
#কলকাতা ゚

08/08/2025

২০২৪ এর ৮ই আগস্ট। আজ সেই অভিশপ্ত রাত। সেদিন অভয়ার বিচারের দাবিতে কলকাতার রাজপথে পতিবাদে নেমেছিল নাগরিক সমাজ।


#তিলোততমা

09/07/2025

শ্রমিকের অধিকার এবং দাবি নিয়ে ৯ জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট।

#সংগ্রামীশ্রমিক

09/07/2025

শ্রমিকের অধিকার এবং দাবি নিয়ে ৯ জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট।


#সংগ্রামীশ্রমিক

08/07/2025

শ্রম কোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ, মূল্য বৃদ্ধি রোধ, কৃষি পণ্যের সহায়ক মূল্য আইন, কৃষি ঋণ মুকুব করা, রেগার বকেয়া মজুরি, বছরে ২০০ দিনের কাজ এবং ৬০০ টাকা মজুরি , প্রকল্প কর্মীদের সরকারি স্বীকৃতি, নূন্যতম ২৬ হাজার বেতন সহ ১৭ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ক্ষেত্রভিত্তিক কর্মচারী সংগঠন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা ও ক্ষেত-মজুর সংগঠন এর ডাকে ৯ই জুলাই(২০২৫) দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন।
৯ই জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত কেন্দ্রীয় মিছিলের ডাক দেয় শ্রমিক সংগঠন গুলো।


#সংগ্রামীশ্রমিক

08/07/2025

শ্রম কোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ, মূল্য বৃদ্ধি রোধ, কৃষি পণ্যের সহায়ক মূল্য আইন, কৃষি ঋণ মুকুব করা, রেগার বকেয়া মজুরি, বছরে ২০০ দিনের কাজ এবং ৬০০ টাকা মজুরি , প্রকল্প কর্মীদের সরকারি স্বীকৃতি, নূন্যতম ২৬ হাজার বেতন সহ ১৭ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ক্ষেত্রভিত্তিক কর্মচারী সংগঠন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা ও ক্ষেত-মজুর সংগঠন এর ডাকে ৯ই জুলাই(২০২৫) দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন।
৯ই জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত কেন্দ্রীয় মিছিলের ডাক দেয় শ্রমিক সংগঠন গুলো।


#সংগ্রামীশ্রমিক

06/07/2025

বিদ্যুৎ পরিষেবা কি বেসরকারীকরণ এর দিকে এগোচ্ছে ?
প্রিপেড স্মার্ট মিটার লাগানো নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকার ৯ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নতুন করে কোথাও স্মার্ট মিটার বসানো হবে না। কিন্তু বহু ক্ষেত্রেই রাজ্যের বিভিন্ন জেলায় স্মার্ট মিটার এখনো বহাল রয়েছে। ফলত বাড়তি টাকা গুনতে হচ্ছে রাজ্যের মানুষকে বলে অভিযোগ করছে গ্রাহকরা।
ঘটনার প্রতিবাদে শ্রমজীবী নাগরিক কমিটির ডাকে ২৪ শে জুন মঙ্গলবার বারাসাতে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিলে বহু মানুষের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি তাদের সমস্যার কথা। চলুন সরাসরি শুনে নেওয়া যাক।

#কলকাতা

Disclaimer:This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided this channel is meant for an educational purpose only.

Our Social Media Handles:
://www.facebook.com/share/194nGBZpqy/

Address

Hasnabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fact look posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share