MDLTV

MDLTV ভাইজান ফ্যান পেজ

Permanently closed.
01/07/2022

আব্বাস সিদ্দিকী ভাইজান 🌹🌹।

01/07/2022

মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ,,,, নাউজুবিল্লাহ মিন জালেক।😡
ভাইদের কাছে অনুরোধ ভীষন ভাইরাল চাই ,,, এবং প্রত্যেকটা গ্ৰুপে শেয়ার চাই 🙏🏿🙏🏿
উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ড: নির্মল মাঝি.

প্রেস বার্তা ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে আজ হুগলির ফুরফুরা শরীফে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উপস...
30/06/2022

প্রেস বার্তা

ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে আজ হুগলির ফুরফুরা শরীফে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক মোহাম্মাদ নওসাদ সিদ্দিকী, অফিস সম্পাদক নাসির উদ্দিন মীর, অতিশ্বর মান্ডি প্রমুখ। বক্তারা হুল দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। নওশাদ সিদ্দিকী বলেন, ঐ ঐতিহাসিক আন্দোলনে সিধু কানুদের নেতৃত্বে জাতি-ধর্ম নির্বিশেষে অনেকে যোগ দিয়েছিলেন। বলা যেতে পারে ইংরেজদের বিরুদ্ধে ওটাই ছিল এইদেশের শোষিত-বঞ্চিত-লাঞ্ছিতদের প্রথম বিদ্রোহাত্মক গণ আন্দোলন। এই প্রসঙ্গে বর্তমানে জল-জমি-জঙ্গলের যে আন্দোলন আদিবাসীরা করছেন তার প্রতি পূর্ণ সংহতি জানান। তিনি বলেন, এই রাজ্যে 2006 সালের বনরক্ষা আইন সম্পুর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। কর্পোরেট লুঠেরাদের হাতে যে জমি তুলে দেবার তোড়জোড় হচ্ছে তাকে বন্ধ করতে হবে। জমি রাখতে হবে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে। বীরভূমে দেউচা-পাচামি এলাকায় খোলা মুখ কয়লা প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। কোনভাবেই স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উচ্ছেদ করা যাবে না ও ঐ এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট করা যাবে না।এছাড়া সংবিধানের পঞ্চম তপশিল লাগু এবং পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করার দাবি জানান ।নাসিরউদ্দিন মীর বলেন সিধু কানুদের আত্মত্যাগকে সেভাবে তুলে ধরা হয়নি, মর্যাদা দেওয়া হয়নি। বেনিয়া গোষ্ঠীর হাতে দেশের সম্পত্তি বিক্রির করে দেওয়া হচ্ছে তাই আজও সিধু কানুদের মত নেতৃত্ব প্রয়োজন। আতিশ্বর মান্ডি বলেন সিধু, কানু, চাঁদ ,ভৈরব, ফুলো ও ঝনু ছয় ভাই বোন পুরো পরিবার এই আন্দোলনে শহীদ হয়ে যায় যা স্বাধীনতা আন্দোলনে অনন্য নজির। দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়েপড়া মানুষের জন্য আন্দোলন করছে আইএসএফ। জল জমি জঙ্গলের অধিকার রক্ষার জন্য আইএসএফ লড়াই চালিয়ে যাবে।

ধন্যবাদসহ,
বিশ্বজিৎ মাইতি,
সাধারণ সম্পাদক,
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(ISF)
৩০/৬/২২

30/06/2022

এটাই আমাদের বিধায়ক আমরা গর্বিত তোমার জন্যে 🌹। বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ❤️

30/06/2022

আব্বাস সিদ্দিকী ভাইজান স্ট্যাটাস 💯🌹

28/06/2022

নওশাদ সিদ্দিকী ভাইজান পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে কি বললেন

প্রেস বার্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী আজ সারাদিন ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন...
26/06/2022

প্রেস বার্তা

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী আজ সারাদিন ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষ, দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বেশকিছু অনুষ্ঠানেও যোগ দেন। চন্ডিপুর বাজার, রাং সারা, দেবীপুর, বামুনিয়া, খামারাইট অঞ্চলে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন সাথে শিশুদের হাতে উপহার সামগ্রী হিসাবে পেন-খাতা তুলে দেন এবং ভগবানপুর অঞ্চলে তিনি কর্মী‌সভাও করেন। এইসব অঞ্চলের সাধারণ মানুষের সাথেও তিনি দেখা করেন ও তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন। কর্মীসভায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর দলের অবস্থান ব্যাখ্যা করেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠন আরো মজবুত করার উপর জোর দেন।

২৬/৬/২২

প্রেস বার্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আজ হুগলির ফুরফুরা শরীফে দলের কেন্দ্রীয় কার্যালয়ে...
25/06/2022

প্রেস বার্তা

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আজ হুগলির ফুরফুরা শরীফে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীদের দলের মতাদর্শ, তাত্ত্বিক ভিত্তি ও গঠনতন্ত্রের বিষয়ে অবহিত করানো হয়। এছাড়া, ভারতের সংবিধানে নাগরিকের অধিকার ও আইনী অধিকার সম্পর্কেও বক্তব্য রাখা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়েও মতবিনিময় হয়েছে।
দলের চেয়ারম্যান মহম্মদ নওসাদ সিদ্দিকী, কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক, রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি, কার্যালয় সম্পাদক নাসিরুদ্দিন মীর, মুসা কারিমুল্লাহ, সাহাবুদ্দিন সিরাজী, আবদুল মালেক সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব কর্মশালায় উপস্থিত ছিলেন।

২৫/৬/২২

25/06/2022

ফোন বার করে কি দেখালেন ভাইজান 🤔 Abbas Siddiqui bhai jaan WhatsApp 💯status 🌹🌹video emotional 😭. #পীরজাদা_আব্বাস_সিদ্দিকী_ভাইজান

Naushad Siddiqui birthday wish to June Malia: জুনেই জুনের জন্মদিন, বিধানসভায় মনে করালেন নওসাদ! সুযোগ ফস্কে হা হুতাশ শাস...
24/06/2022

Naushad Siddiqui birthday wish to June Malia: জুনেই জুনের জন্মদিন, বিধানসভায় মনে করালেন নওসাদ! সুযোগ ফস্কে হা হুতাশ শাসক শিবিরে ❤️ অধিবশেন শেষে একসঙ্গে ছবিও তোলেন জুন মালিয়া এবং নওসাদ সিদ্দিকি৷ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নওসাদকে ধন্যবাদ জানান অভিনেত্রী বিধায়ক৷🌹 #কলকাতা:চলতি অধিবেশনের আজই ছিল শেষ দিন। অধিবেশনের শেষ লগ্ন উপস্থিত। সৌজন্যের রাজনীতির সূত্র ধরে ধন্যবাদ জানানো চলছে তখন বিধানসভার অন্দরে। কিন্তু আপাত স্বাভািবক বিধানসভার পরিবেশকেই সজীব করে তুললেন বিরোধী পক্ষের এক বিধায়ক৷ তবে তিনি বিজেপি-র কেউ নন, শুক্রবার বিধানসভায় শাসক দলের বিধায়কদেরই কার্যত বোল্ড আউট করে দিলেন আইএসএফ-এর নওসাদ সিদ্দিকি৷। মেদিনীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেত্রী জুন মালিয়ার জন্মদিনও যে জুন মাসে এবং তা যে আজই, সেই তথ্যই জানতেন বিধানসভায় হাজির অধিকাংশ তৃণমূল বিধায়ক৷ অথচ বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে আইএসএফ বিধায়ক নওসাদ ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন৷ যা দেখে রীতিমতো অবাক শাসক দলের বিধায়ক, মন্ত্রীরা৷

Address

Hasnabad

Alerts

Be the first to know and let us send you an email when MDLTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share