04/06/2022
বাংলা তথা গোটা ভারতের এক উজ্জ্বল নক্ষত্র ও গর্ব সত্যেন্দ্রনাথ বসু। 🔥✅️
পদার্থবিদ্যায় কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাইলফলকগুলির মধ্যে অন্যতম। আইনস্টাইনের সঙ্গে যৌথ ভাবে প্রকাশিত ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান’ পদার্থবিজ্ঞানের জগতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলির মধ্যে একটি।
কর্মসূত্রে সত্যেন্দ্রনাথ যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সময়েই একাধিক গবেষণাপত্রের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে তাঁর খ্যাতি। কুড়ির দশকে ‘বোস-আইনস্টাইন কনডেনসেট’ তত্ত্ব তাঁকে প্রতিষ্ঠা দেয় বিশ্বের দরবারে। যে ‘বোসন’ কণা নিয়ে এত আলোচনা হয় পদার্থবিদ্যায়, তাঁর নামকরণ হয়েছে সত্যেন্দ্রনাথের নামানুসারেই। শুধু পদার্থবিজ্ঞানই নয়, রসায়ন ও গণিতেও তাঁর অবদান অপরিসীম। একাধিক বার নোবেল পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাবিত হলেও শেষ পর্যন্ত নোবেল পাননি তিনি। তবে তাঁর গবেষণার উপর ভিত্তি করে পরবর্তীকালে নোবেল পেয়েছেন ৭ জন বিজ্ঞানী। শুধু বিজ্ঞান নয় ‘পপ কালচারে’ও ছড়িয়ে রয়েছেন বাঙালি এই কিংবদন্তি বিজ্ঞানীর নাম। নেটফ্লিক্সের করা ‘স্পেকট্রল’ নামক একটি অ্যাকশন ছবির গল্পের কেন্দ্রে ছিল তাঁরই গবেষণা।
১৯২৪ সালের এই দিনেই অ্যালবার্ট আইনস্টাইনকে নিজের তত্ত্বের কথা জানান সত্যেন্দ্রনাথ বসু। সেই দিনটিকে মনে রেখেই এমন সম্মানজ্ঞাপন গুগলের।
#সত্যেন্দ্রনাথবসু