News 24 Bangla

News 24 Bangla বাংলার কন্ঠ
(2)

গ্রেফতার আল্লু অর্জুন! 'পুষ্পা' তারকাকে থানায় নিয়ে গেল পুলিশ
13/12/2024

গ্রেফতার আল্লু অর্জুন! 'পুষ্পা' তারকাকে থানায় নিয়ে গেল পুলিশ

সদ্য শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিধায়কের উপর ক্ষোভ প্...
12/12/2024

সদ্য শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিধায়কের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। পাশপাশি বেশ কয়েকজন মন্ত্রীর কাজেও অখুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগে দলকে ঢেলে সাজানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন সাংগঠনিক রদবদলের কথা জানা গিয়েছে, অন্যদিকে, মন্ত্রিসভাতেও বড় রকমের রদবদলের প্রস্তুতির কথা উঠে এসেছে।বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় ছ’টি শূন্য পদ রয়েছে। সেই শূন্য পদগুলিতে নতুন মন্ত্রী নিয়োগের ভাবনা রয়েছে শাসক শিবিরে। তৃণমূল সূত্রে খবর, যাদের হাতে একাধিক দফতর দিয়ে রাখা হয়েছে, সেগুলি নতুন হাতে ছাড়তে চান মুখ্যমন্ত্রী। বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ যেতেও পারেন কয়েকজন। * কারা কারা হতে পারেন রাজ্য মন্ত্রীসভার নতুন মুখ? ১.উত্তম বারিক: অধিকারী পরিবার তৃণমূল থেকে সরে যাওয়ার পর তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার রাজনীতি সব সময় নজরে থাকে তৃণমূল রাজ্য নেতৃত্বের। কয়েক মাস আগেই বনদপ্তরের মহিলা আধিকারিককে কটু কথা বলার কারণে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে অখিল গিরিকে। সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়ে বারবার দলনেত্রীকে খুশি করেছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। পুরস্কার হিসেবে পেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব, লোকসভা নির্বাচনে কাঁথি আসনে লড়াই করবার টিকিট। লোকসভা ভোটে হেরে গেলেও রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে তাঁর নাম চর্চায় রয়েছে। তবে সম্প্রতি, উত্তমের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে তাঁকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তাই চর্চায় থাকলেও পূর্ব মেদনীপুর থেকে অন্য কোন মুখ বেছে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।২. মুকুটমণি অধিকারী: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মুকুটমণি অধিকারী লোকসভা ভোটে হেরে গেলেও উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে। মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি। মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকায় লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে শাসক দল। তাই মতুয়া ভোট আয়ত্বে আনতে মুকুটমণি অধিকারীকে রাজ্য মন্ত্রীসভার সদস্য় করা হতে পারে।৩. বুলু চিক বরাইক: ঠিক নতুন মুখ নয়! রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। উত্তরবঙ্গে ঘাসফুলকে আরও জোরদার করতে পুর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে মালবাজারের বিধায়ক বুলু চিক বরাইককে।৪.মোশারফ হোসেন: ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। সামলাচ্ছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির দায়িত্বও। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর তাঁকে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ ও আস্থাভাজন’ হিসেবে পরিচিত মোশারফকে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। ৫. হুমায়ুন কবীর: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বহরমপুর লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে পরাজিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন। সে দিক থেকে হুমায়ুন কবীরের মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে একাধিকবার সম্ভাবনা তৈরি হয়েছ। তবে ইদানিং দলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন হুমায়ুন। বেঁফাস মন্তব্যের কারণে শোকজের জবাব দিতে হয়েছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। কিন্তু তাঁর সাংগঠনিক দক্ষতায় তিনি বারবার দলের কাছে নিজের গুরুত্ব বাড়িয়েছেন। তাই তাঁকেও রাজ্য মন্ত্রীসভার দায়িত্ব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে ইদানিং বিতর্কের কারণে তাঁকে জায়গা দেওয়া হবে কিনা সেটাও বড় প্রশ্ন।৬. অভিজিৎ সিনহা (রানা): লাভপুরের বিধায়ক তথা বীরভূম জেলার কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা ওরফে রানা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখে একাধিকবার শোনা গিয়েছে অভিজিৎ সিনহার নাম। মুখ্যমন্ত্রী অভিজিৎ সিনহার নাম নেওয়ায় তিনি বিশেষ দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে।*বর্তমান মন্ত্রীসভা থেকে বাদ পড়তে পারেন বা দায়িত্ব কমানো হতে পারে যাদেরবেশ কিছু জায়গায় লোকসভা ভোটের ফলাফলে অসন্তুষ্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য মালদহ জেলা। জেলার দুটো লোকসভা আসনেই ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দল। অথচ রাজ্যের মন্ত্রীসভায় এই জেলা থেকেই দুটো মন্ত্রী রয়েছেন। এক তাজমূল হোসেন অন্যজন সাবিনা ইয়াসমিন। তাই এঁদের মধ্যে থেকে একজনের বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। জেলায় শাসক দলের ভোট টানতে উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘু ভোট টানতে মালদহ থেকে নতুন কাউকে রাজ্যের মন্ত্রী করা হতে পারে। তবে কে হতে পারেন সে বিষয়ে এখনও সেভাবে জানা যায়নি।যে সব মন্ত্রীর হাতে একাধিক দফতর দিয়ে রাখা হয়েছে সেগুলি কমানো হতে পারে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে মন্ত্রীসভায় দায়িত্ব কমতে পারে ফিরহাদ হাকিম, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্যর, বাবুল সুপ্রিয়র, ইন্দ্রনীল সেনের। মন্ত্রীসভায় থাকলেও দায়িত্ব কমতে পারে চন্দ্রনাথ সিনহার।২০২৫ সালের জানুয়ারি মাসে ‘বিশেষ অধিবেশন’ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির তৈরি করা রদবদলের একটি তালিকা তালিকা পৌঁছে দেওয়া হয় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রদবদল নিয়ে তৈরি হওয়া তালিকা কাটাছেঁড়া করে চূড়ান্ত অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের মাঝামাঝি এই রদবদলের নতুন তালিকা প্রকাশ করতে পারে ‘তৃণমূল ভবন’।

31/08/2024

একটু ভাবুন ❗

আবার একজন বাংলার পরিযায়ী শ্রমিক ভাইকে বিজেপি শাসিত হরিয়ানায় গোরক্ষক বাহিনী পিটিয়ে খুন করেছে। প্রকাশ্যে গোরক্ষক বাহিনী দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার যুবক সাবির মল্লিককে হরিয়ানার বদ্রার রাস্তায় পিটিয়ে খুন করে। হরিয়ানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হরিয়ানার মৃত সাবিরের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রথম নয় এর আগেও গো'রক্ষক বাহিনীর হাতে বহু মানুষ খুন হয়েছেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখনো পর্যন্ত দেশ তো দূরের কথা, আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরব প্রতিবাদে গর্জে উঠতে দেখলাম না। আমাদের সবার নীরবতা জন্য হয়তো সাবিরের মত আরো বাংলার পরিযায়ী শ্রমিককে আগামী দিনে বিপদের মুখে পড়তে হবে। কারণ এর আগেও গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থানে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের বিপদের দিনে শুধুমাত্র রাজ্য সরকারের ওপর ছেড়ে দিলেই হবে? আমরা রাস্তায় নেমে কেউ কোনো প্রতিবাদ করব না ? তাই হয়তো অপরাধীদের সাহস এত বেড়ে যাচ্ছে।

কদিন আগেই আপনারা দেখলেন উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী বলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে । এই ধারা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। অথচ দেখুন আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যের বাংলার চেয়ে কয়েক গুণ বেশি পরিযায়ী শ্রমিক কাজ করছেন, নিরাপদে বাস করছেন। কারণ আমরা সবাইকে পরম আত্মীয় বলে মনে করি। এটা
হওয়াই স্বাভাবিক।
অথচ আমাদের রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদের উপর বারবার আক্রমণ হচ্ছে । আপনাদের সবার কাছে ভেবে দেখার অনুরোধ করব সাবিরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে, উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিতাড়নের প্রতিবাদে, আমরা সবাই শ্রমজীবী এইসব মানুষের জন্য কিছু করি। আমাদের মিলিত প্রতিবাদে হয়তো বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমন কমবে। আপনাদের প্রত্যেককে বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।

24/08/2024

*মহিলা খুনে ২ বছরের মধ্যে সাজা ঝাড়গ্রামে*

যাদু বিদ্যায় জড়িত এই সন্দেহে সুকুমারী দেহুরি ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে হেনস্থা করত তাদেরই পরিবারের আরেক সদস্য লভ দেহুরী। ১৬/০৪/২০২৪ তারিখে সকালে নুরিসোল হাটে জঙ্গল থেকে সংগৃহীত পাতা বিক্রি করতে বেরোন সুকুমারী। এলাকায় ধাই মা হিসাবেও পরিচিত ছিলেন সুকুমারী। তার মেয়ে লক্ষী ভেবেছিল মা হয়তো সেই জন্যই আটকে গেছেন। পরের দিন নিশ্চই ফিরে আসবেন। কিন্তু আর ফেরেনি সুকুমারী। পরের দিন সকালেই ধারালো অস্ত্রের আঘাতে নিহত সুকুমারীর দেহ উদ্ধার হয় রাস্তা থেকে। তার কন্যা লক্ষ্মীর অভিযোগের ভিত্তিতে গোপিবল্লভপুর থানায় শুরু হয় কেস নম্বর ৩৯/২২।

তদন্তে জানা যায় সেদিন ধারালো অস্ত্র সহ ঘোরাঘুরি করেছে অভিযুক্ত লভ দেহুরী। মৃতার সাথেও ঘটনার আগে দেখা গেছে লভ কে। তদন্তে প্রমাণ হয় কুড়ুল দিয়ে আঘাত করে সুকুমারীকে হত্যা করে লভ। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার তৎকালীন এস আই তারক নাথ মণ্ডল।

ট্রায়াল মনিটরিং সেলের চেষ্টায় প্রায় ২ বছরের কাছাকাছি সময়ে বিচার শেষ হয়। আজ অভিযুক্ত লভ দেহুরিকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেন ঝাড়গ্রামের মহামান্য জেলা দায়রা আদালত।
বিচার পেয়েছেন সুকুমারী।

Ref - Gopiballavpur PS Case No. 39/22 dated 17.04.2022 US 302 IPC.

IO- SI Tarak Nath Mondal
PP- LD. Satyajit Sinha

আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় সিত্রং। এর প্রভাবে একদিকে উপকূলবর্তী জেলা গুলিতে যেমন ভারী বৃষ্টির সম...
22/10/2022

আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় সিত্রং। এর প্রভাবে একদিকে উপকূলবর্তী জেলা গুলিতে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা তেমনি মৎস্যজীবী দের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। উপকূল অঞ্চলে বন্ধ থাকছে ফেরি সার্ভিস। পুলিশ প্রশাসনের তরফ থেকে দিনভর মাইকে প্রচার চালানো হলো যাতে নদীর তীরবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসা যায়। প্রত্যেকে সতর্ক থাকুন এবং প্রশাসনিক উদ্যোগে সহায়তা করুন।


© Basirhat Police District

দিন কয়েক আগে সাতসকালে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছিলেন বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার নারকেলতলা এলাক...
20/10/2022

দিন কয়েক আগে সাতসকালে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছিলেন বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার নারকেলতলা এলাকার বাসিন্দারা। বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় কলকাতার আরজিকর হাসপাতালে। ১১ দিন যমে-মানুষে লড়াই করার পরে অবশেষে গতকাল, বুধবার গভীর রাতে মারা গেলেন বছর চল্লিশের হাসান গাজী (Hingalgunj Youth Died)।

হাসনাবাদ থানা এলাকার চকপাটলি গ্রামের বাসিন্দা এই যুবকের মৃত্যুতে প্রতিবাদে ফেটে পড়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। মাইক বেঁধে, রাস্তায় মৃতদেহ রেখে, হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তা অবরোধ করেছেন তাঁরা।

ঘটনায় নিহত হাসানের বন্ধু জাহাঙ্গীর গাজীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জেরার মুখে সে স্বীকার করেছে, হাসান গাজীকে ভোরবেলা ভ্যানে চাপিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরেছে সে। সে মারা গেছে ভেবে রক্তাক্ত অবস্থায় নারকেলতলা এলাকায় ফেলে পালায় জাহাঙ্গীর।
এর পরেই সকালে হাসানকে উদ্ধার করেন এলাকাবাসী। ১১ দিন পরে কলকাতার হাসপাতালে সে মারা গেলে, সেই খবর গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভ দেখাতে থাকেন। হাসনাবাদের চকপাটলি গ্রাম রণক্ষেত্র হয়ে ওঠে।
অভিযোগ, হাসানকে পরিকল্পনা করে খুন করেছে তাঁর বন্ধু জাহাঙ্গীর এবং এর সঙ্গে বড়সড় ঘটনা জড়িয়ে রয়েছে। অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এই অভিযোগে রাস্তায় মৃতদেহ রেখে অবরোধও শুরু করেন মৃতের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। কী কারণে ‘বন্ধু’র হাতে এভাবে খুন হতে হল হাসানকে, তদন্ত করে দেখছে পুলিশ। রাজনৈতিক কারণ, পুরনো শত্রুতার জের, ব্যবসা সংক্রান্ত বিবাদ– কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
#হিঙ্গলগঞ্জ

বসিরহাট থানার পুলিসের বড়সর সাফল্য (police)। ট্রেনে ওঠার মুহূর্তেই রেলস্টেশন থেকে ১০ টি সোনার (gold) বিস্কুট উদ্ধার। ঘটন...
26/08/2022

বসিরহাট থানার পুলিসের বড়সর সাফল্য (police)। ট্রেনে ওঠার মুহূর্তেই রেলস্টেশন থেকে ১০ টি সোনার (gold) বিস্কুট উদ্ধার। ঘটনায় গ্রেফতার (arrest) ১।

শুক্রবার সকালবেলা বসিরহাটের ভ্যাবলা রেলস্টেশন (rail station), যেখানে সোনার বিস্কুটসহ বছর একুশের পিন্টু মণ্ডল নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে খবর, হাসনাবাদ শিয়ালদহ ডাউন লোকাল ধরার জন্য দাঁড়িয়েছিল সে। তার বাড়ি স্বরূপনগর নগর থানার ভারত-বাংলাদেশে গাবড্ডা সীমান্তে। পুলিস গোপন সূত্রে খবর পায়, এরপর বসিরহাট থানার পুলিসের একটি টিম গিয়ে ট্রেনে ধরার আগেই হাতেনাতে পাকড়াও করে তাকে। উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট, যার ওজন ৯৫০ গ্রাম, বাজার মূল্য প্রায় ৬০, লক্ষ টাকা।

জানা যায়, এই সোনাগুলি বাংলাদেশ থেকে এদেশে আনা হয়েছে। কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল পাচারকারীদের। উদ্ধার সোনা বিস্কুটগুলি বসিরহাট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে। ধৃত পাচারকারীকে শুক্রবারই বসিরহাট আদালতে তোলা হয়। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিস। জেরায় ধৃত স্বীকার করেছে তার সঙ্গে আরও দুজন ছিল। তারা পুলিসকে দেখে চম্পট দিয়েছে ঘটনাস্থল থেকে।

গতকাল 05.06.22 তারিখে বসিরহাট থেকে একটি নৌকা নদীপথে 23 হাজার ইট ও তিনজন ব্যক্তিকে নিয়ে মৈপীঠে যাচ্ছিল। রাত হয়ে যাওয়ার...
06/06/2022

গতকাল 05.06.22 তারিখে বসিরহাট থেকে একটি নৌকা নদীপথে 23 হাজার ইট ও তিনজন ব্যক্তিকে নিয়ে মৈপীঠে যাচ্ছিল। রাত হয়ে যাওয়ার কারণে গোপালগঞ্জ অঞ্চল এরিয়ায় কুলিপাড়া টেঁক নামক একটি জায়গায় গতকাল রাতে নদীতে রাত কাটিয়ে সকালে আবার মৈপীঠের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।আজ সকাল থেকে তিনজনের কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না।তাই সন্দেহ হওয়ায় ওই লোকের পরিচিতরা কুলিপাড়া টেঁকের কাছে নদীতে গিয়ে দেখে নৌকাসহ তিনজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকা মালিকের নাম :- ইয়াদ মণ্ডল।
তিনজন ব্যক্তির নাম:-
-হান্নান মণ্ডল। বয়স 42 বছর। -ইমাম মণ্ডল। বয়স 18 বছর।-আরিফুল্লা মোল্লা। বয়স 18 বছর। সবার ঠিকানা বসিরহাট।
নৌকাসহ অপহরণের অভিযোগ আসে আজ সকালে কুলতলিতে। খবর আসতেই তল্লাশি শুরু করে কুলতলি থানার টিম। আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়খালি এলাকার জঙ্গলের মধ্যে থেকে অক্ষতভাবে উদ্ধার তিনজন। উদ্ধার নৌকাটিও। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এক দুষ্কৃতী। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় এর ডাকে সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈন আজ রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দ...
23/05/2022

রাজ্যপাল জগদীপ ধনখড় এর ডাকে সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈন আজ রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক হয়। রাজ্যের বর্তমান শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা এবং তাঁদের দায়িত্বর ওপর জোর দেওয়া হয়েছে বলে রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন। বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়েও কথা হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গেছে।

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন Arjun Singh
22/05/2022

বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন Arjun Singh

খবর ছিল হাসনাবাদ থানার একটি অঞ্চলে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল Castrol engene oil এর বিভিন্ন সামগ্রী। সাধারণ মানুষ এর চোখে...
18/05/2022

খবর ছিল হাসনাবাদ থানার একটি অঞ্চলে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল Castrol engene oil এর বিভিন্ন সামগ্রী। সাধারণ মানুষ এর চোখে ধুলো দিয়ে নকল সামগ্রী গুলি আসল বলে চালাচ্ছিলেন একদল দোকানি।
হাসনাবাদ থানার দেবীর মোড়ের কাছে একটি দোকানএ হানা দেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এর আধিকারিকেরা। বাজেয়াপ্ত হয় প্রায় 45টি নকল Castrol Engine oil এর বিভিন্ন সাইজের প্রোডাক্টস, যা বাহ্যিক ভাবে হুবহু আসলের মত। এইভাবেই ওই অঞ্চলের ক্রেতাদের ঠকিয়ে চলত এই নকল দ্রব্য গুলি। হাসনাবাদ থানায় একটি কেস ও রুজু করেছে বসিরহাট জেলা পুলিশ। নকল দ্রব্যের ব্যবহার থেকে প্রত্যেকে সতর্ক থাকুন।

নব সাজে সজ্জিত বসিরহাটরবীন্দ্র সৈকত পার্ক
08/05/2022

নব সাজে সজ্জিত বসিরহাট
রবীন্দ্র সৈকত পার্ক

Address

Hingalganj

Alerts

Be the first to know and let us send you an email when News 24 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 24 Bangla:

Share