Voice of Doboka 24

Voice of Doboka 24 (মানুহ মানুহৰ বাবে)
পেইজ ফলো কৰিব
বিভিন্ন ধৰণৰ খবৰ দি'বলৈ WhatsApp number 9954888636ত যোগাযোগ কৰক ডবকা এলেকাত থকা খবৰ

09/07/2025

ড° হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰৰ এজন মন্ত্ৰীৰ মৰিগাঁও-ৰহাত প্ৰায় ১২২ বিঘা মাটি আছে। আন এজন মন্ত্ৰীৰ তেজপুৰ-নলবাৰীত প্ৰায় ৭৫ বিঘা মাটি আছে। এজন মন্ত্ৰীৰ গোলাঘাটত ৭টা ঘৰ আছে। আন এজন মন্ত্ৰীৰ গুৱাহাটীৰ সমীপৰ ট্ৰাইবেল বেল্টত প্ৰায় ২০ বিঘা মাটি আছে, যি মাটি শাসন ক্ষমতালৈ অহাৰ পিছত ক্ৰয় কৰা হৈছে। এই তালিকা দীঘলীয়া। খিলঞ্জীয়াৰ মাটি কাঢ়ি পুঁজিপতিক দিবলৈ ব্যগ্ৰ হৈ পৰা বিজেপি চৰকাৰৰ নেতা-মন্ত্ৰীয়ে নিজৰ মাটি-সম্পত্তিৰ তালিকা দীঘলীয়া কৰি যোৱাৰ হিচাপ ৰাইজে সময়ত নিশ্চয় ল’ব।

09/07/2025

প্ৰজা দুখীয়া হৈ গৈ আছে। ৰজা ধনী হৈ গৈ আছে। ৰাজ্যত দিনকদিনে বাঢ়িছে দৰিদ্ৰ লোকৰ সংখ্যা, তাৰ বিপৰীতে সম্পত্তিৰ পাছত সম্পত্তি গোটাইছে মুখ্যমন্ত্ৰী আৰু তেওঁৰ পৰিয়ালে। শেহতীয়াকৈ চৰ্চিত হৈ থকা অভিযোগবোৰৰ আলম লৈ কি কি তথ্য পোহৰলৈ আহিল চাওক। এয়া আমাৰ কোটিপতি মুখ্যমন্ত্ৰী আৰু তেওঁৰ পৰিয়ালৰ কাহিনী।

09/07/2025

ডবকা সুতাৰগাওঁ মাতাউৰি ভাঙি যোৱাৰ পিছত গাওঁৰ ৰাইজে এতিয়া বাঁহেৰে দলং বনাই আছে
আৰু কাৰ বিৰুদ্ধে সৰব হৈছে।

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Kabir Uddinআমাদের কমিউনিটিতে তাদের স্বাগত জানাতে কমেন্ট করুন, @সেরা ফ্যা...
09/07/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Kabir Uddin

আমাদের কমিউনিটিতে তাদের স্বাগত জানাতে কমেন্ট করুন, @সেরা ফ্যান

09/07/2025

#সূরা ইবরাহীম (সূরা ১৪), আয়াত ৪২ থেকে নেওয়া হয়েছে।

আরবি আয়াত:

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ

বাংলা অনুবাদ:

“তুমি কখনো মনে করো না যে, যালিমরা যা করছে, আল্লাহ তা অজ্ঞাত আছেন।”
— (সূরা ইবরাহীম, ১৪:৪২)

এই আয়াতটি যালিমদের শাস্তি ও আল্লাহর ন্যায়বিচার সম্পর্কে সতর্ক করে।

আর কিছু জানতে চাইলে বলুন।

09/07/2025
09/07/2025

আসামের মুসলিমদের রাষ্ট্রহীনতা প্রায় সকল রাজনৈতিক দলেরই একটি সাধারণ কর্মসূচি। আসাম চুক্তিতে '৭১ সাল ভিত্তি বছর কিন্তু অখিল গগৈ '৫১ সালকে নাগরিকত্বের ভিত্তি বছর হিসেবে দাবি করে/এনআরসির দাবি-আপত্তি পর্যায়ের শেষ পর্যায়ে পর্যন্ত। তৎকালীন আছু নেতা লুরিন ভারত সরকারকে জাতিসংঘের একটি চিঠি সম্পর্কে জবাবে সতর্ক করে দিয়েছিল, এবং তিনি যেখানে ২ লক্ষ এআরএন (আবেদন প্রাপ্তি নম্বর) নিয়ে মিথ্যা আপত্তি জানিয়ে কমপক্ষে ২০ জন নাগরিককে এনআরসি থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রে ছিলেন। অজিত ভূঁইয়ার এই পদক্ষেপের কথা সকলের মনে আছে আসামের একটি টিভি চ্যানেলের সম্পাদক ছিলেন তখন তিনি কি বলতেন এই সমস্ত কর্মসূচির একমাত্র উদ্দেশ্য ছিল যতটা সম্ভব ভারতীয় আসামের মুসলিমদের নাগরিকত্ব কেটে ফেলা।

৫. ৭. ২০২৫ তারিখে গুয়াহাটি মাসখোয়া সাংস্কৃতিক প্রকল্পে
"বিজেপি সরকারের তত্ত্বাবধানে ২০% ভারতীয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার কথা," আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি এমপি গৌরব গগৈ এক যৌথ নাগরিক সমাবেশে বলেন। কোন সন্দেহ নেই যে সুপ্রিম কোর্ট ৫০ লক্ষ মুসলিমের নাম এনআরসি থেকে বাদ দেওয়ার পুনঃপরীক্ষার অনুমতি দেবে। অত এবং, ডাবল-ইঞ্জিন সরকারের পক্ষে নির্বাচন কমিশনকে তা করতে পরিচালিত করা অস্বাভাবিক নয়।
কিন্তু প্রশ্ন হল যারা আজ বিজেপির বিরুদ্ধে ক্ষমতা দখলের জন্য একটি সাংস্কৃতিক প্রকল্পে একত্রিত হয়েছেন তারা কি তাদের হৃদয়ের গভীর থেকে ঘোষণা করতে পারেন যে আসাম চুক্তি অনুসারে প্রতিটি আসামের ভারতীয় মুসলিমের নাগরিক হিসেবে মর্যাদার সাথে এই দেশে বসবাস করা উচিত||
কপি ফেসবুক

09/07/2025

#দীঘল জারুণী গাঁও এ আবার পানী বাড়তেছে সম্পূর্ণ ভিডিও দেখুন||

09/07/2025

#যমুনা নদীর পানী আবার ভাঁড়ের||

07/07/2025

#দীঘল জারুণী গাঁও পানীর তলে||

Address

Dipho 36
Hojai
782440

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Doboka 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Doboka 24:

Share