30/11/2021
আমরা সকলেই প্রায় স্পাইডারম্যানকে জাল বোনা নিয়ে অনেক কারসাজি করতে দেখেছি। কিন্ত বাস্তব জীবনে অষ্টপদী মাকড়সা কিভাবে জাল বোনে, সেটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে ইংরেজি বিষয়ে স্নাতকস্তরে পাঠরত একজন ছাত্র Raghunandan Nayak.
বাড়ির সর্বত্র বিচরণকারী Orb-weaver নামক এই মাকড়সা জাল বোনায় বেশ দক্ষ। এই জাল দেখতে অনেক কোমল প্রকৃতির মনে হয়, যেন ফুলের ঘায়েও মূর্চ্ছা যায়। তবে বাস্তবে এটি বেশ শক্ত; বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও এই জাল অক্ষত থাকে। কীটপতঙ্গ ধরার জন্য মাকড়সা তার নিজের পেটের নিচের দিকের এক ছোট ছিদ্রনিঃসৃত লালা দিয়ে রেশমের মতো এই সূক্ষ্ম জালটি তৈরি করে।
আপনারাও যদি এরকম কোনো ছবি বা ভিডিও আমাদের পেজে পোস্ট করতে চান তাহলে নিজের নাম ও পেশা উল্লেখ করে ছবিটি পাঠিয়ে দিন আমাদের নিম্নলিখিত ইমেল এড্রেসে:
[email protected]