06/08/2024
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা, ইউরোপের কোনো দেশে আশ্রয় নেওয়ার জল্পনা
এ নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও হিন্দন এয়ারবেসের সেফ হাউসে রয়েছেন, যার ভবিষ্যৎ কৌশল নিয়ে সরকারে আলোচনা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে শিগগিরই একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হতে পারে। ছাত্ররা আল্টিমেটাম দিয়েছিল যে তারা বাংলাদেশে সামরিক শাসন মেনে নেবে না, সামরিক-সমর্থিত সরকারও মেনে নেবে না। শিক্ষার্থীদের আলটিমেটামের পর সংসদ ভেঙে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিন।
এরই মধ্যে সামনে এসেছে বড় তথ্য। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। সূত্রের বিশ্বাস, হাসিনা ইউরোপের যেকোনো দেশে যেতে পারেন। এ ছাড়া অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে। তিনি রাশিয়াতেও আশ্রয় নিতে পারেন বলে আলোচনা রয়েছে। বর্তমানে শেখ হাসিনাকে গাজিয়াবাদের হিন্দান এয়ারবেসের সেফ হাউসে রাখা হয়েছে। ভারত তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
(শিবানি শর্মা)