06/11/2025
#তৃতীয়পরিসর
তৃতীয় পরিসর
অপারেশন রাজারহাট
রাঘব বন্দ্যোপাধ্যায়
প্রিয় পাঠক, ধৈর্যচ্যুতি অনিবার্য। এত গল্পকণা, এত বাচাল, লৌকিক-অলৌকিকে এমন হরহামেশা সফর মূল গল্পের ভুত্তিনাশ করেছে বলে আপনার মতোই মোহরেরও মনে হওয়ায় সে আঙুল তোলে। মানে ফের ব্রেক, ফের প্রশ্ন। কিন্তু পুষ্প সিগন্যাল ব্রেক করবে বলে একমনা হয়েই ছিল, সে বলল, 'আসল, মূল বলে কিসসু নেই। সব কিছু সব কিছুতেই আছে, জীবশিব আগেই বলেচি, এ বার বলচি, সবশব, সব-ই মৃত।
২৫% বিশেষ ছাড়ে 'তৃতীয় পরিসর'-এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে ক্লিক করুন নীচের লিংকে-
https://tritiyoparisar.com/product/operation-rajarhat-new-version
এছাড়া অর্ডার করতে পারেন ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে +918017737641