02/09/2025
#কবিতার_ভেলা_শারদীয়া১৪৩২
#শারদীয়া১৪৩২
গত ২রা সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪টায় কলকাতার হেমন্ত বসু মেমোরিয়াল ট্রাস্টের অধীন বিপ্লবী লীলা রায় সভাঘরে অনুষ্ঠিত হল কবিতার ভেলা আয়োজিত "শারদীয়া ১৪৩২" পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২০২৫। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিবানী চ্যাটার্জী। স্বাগত ভাষন দেন কবিতার ভেলার কর্ণধার প্রমতম সী। উজ্জ্বল উপস্থিতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক রামকিশোর ভট্টাচার্য, বিশিষ্ট ঔপন্যাসিক অমরেন্দ্র নাথ পাল, বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক তুষার রঞ্জন মণ্ডল, বিশিষ্ট ঔপন্যাসিক বিমলচন্দ্র গড়াই, হরিসাধন শিকারী, কবি অসীম দাস, মৃণাল কুন্ডু, ড. বিশ্বজিৎ ঘোষ, দেবাশীষ রায় প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবিতার ভেলার সভাপতি তুষার রঞ্জন মণ্ডল। সাহিত্য বিষয়ক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। কবিতার ভেলা শারদীয়া ১৪৩২ সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটে। কবিতার ভেলা প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত বিমলচন্দ্র গড়াই রচিত কাব্যগ্রন্থ কলমের বার্তা এবং প্রমতম সী রচিত গল্পসংকলন পথে হল দেরি বই দুটির মোড়ক উন্মোচন হয়। কবিতা পাঠে অংশ নেন কবি রূপালী ঘোষ, শিবানী চ্যাটার্জী, কল্যানী মণ্ডল, মিলি দাস, দেবাশীষ রায়, তপন চ্যাটার্জী, বিশ্বনাথ চৌধুরী, রত্না দত্ত, পম্পা মণ্ডল, অঞ্জনা দে, সনৎ দে প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন তমালী ভট্টাচার্য, নন্দিনী লাহা, সুপ্রিয়া বিশ্বাস, অজয় সাহা প্রমুখ। গল্প পাঠে অংশ নেন তৃপ্তি পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রমতম সী। সবশেষে সমাপ্তি ভাষন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।