
23/07/2025
স্বাধীনতা দিবসে শহরের রাস্তায় প্যাডেলের ছোঁয়ায় জেগে উঠুক নতুন চেতনা
প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এই যাত্রা শুরু হবে একযোগে শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থান থেকে—গড়িয়ার ডেকাথলন স্টোর, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম এবং সল্টলেকের ডেকাথলন স্টোর থেকে। ভোর ৪:০০টা নাগাদ রাইড শুরু হবে এবং ৬ ঘণ্টার মধ্যে এই যাত্রা সম্পূর্ণ করার লক্ষ্যে প্যাডেল ঘোরাবেন শতাধিক সাইক্লিস্ট।
রেজিস্ট্রেশনের জন্য অংশগ্রহণকারীদের ₹২৯৯ দিতে হবে। রাইড শুরুর আগেই প্রত্যেকে পাবেন ইভেন্ট টি-শার্ট ও গুডি ব্যাগ। আর যাঁরা রাইড সফলভাবে শেষ করতে পারবেন, তাঁদের জন্য থাকছে বিশেষভাবে তৈরি ফিনিশার মেডেল ও মুদ্রিত সার্টিফিকেট। থাকবে খাবার, এনার্জি ড্রিংক এবং সম্পূর্ণ রাইড জুড়ে মেডিকেল সহায়তা ও মেকানিক্যাল সাপোর্ট।
শহরে প্রতিদিন বহু মানুষ জীবিকার প্রয়োজনে সাইকেল চালান। তবে যাঁদের জীবনে অ্যাডভেঞ্চার বা নতুন কিছু দেখার সুযোগ নেই, তাঁরা চাইলে এই দিনটি বেছে নিতে পারেন একটু অন্যরকম অভিজ্ঞতার জন্য। এই রাইডে যোগ দেওয়া মানে শুধু শরীরচর্চা নয়—বরং নিজের ভিতরের ইচ্ছেটাকে একবার সুযোগ দেওয়া। পাশাপাশি পরিচয় ঘটতে পারে নতুন কিছু মানুষের সঙ্গে, তৈরি হতে পারে এক নতুন বন্ধন।
এই স্বাধীনতা দিবসে নিজের মতো করে উদযাপন করতে চাইলে, রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই।
নিজেকে চ্যালেঞ্জ করুন, শহরকে জানুন নতুনভাবে, আর স্বাধীনতার এই রাইডে হয়ে উঠুন গল্পের অংশ।
রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট এ ।।
Freedom of Ride