Keya Mishra

Keya Mishra Reel creater

Good afternoon বন্ধুরা এই জায়গাটা আমার বাড়ির কাছেই শ্রীরামকৃষ্ণ মন্দির এটা একটা আশ্রমএই আশ্রমে গেলে মনের সমস্ত অশান্তি...
26/07/2025

Good afternoon বন্ধুরা
এই জায়গাটা আমার বাড়ির কাছেই
শ্রীরামকৃষ্ণ মন্দির
এটা একটা আশ্রম
এই আশ্রমে গেলে মনের সমস্ত অশান্তি দূরে চলে গিয়ে
শান্তি অনুভূত হবে
এটা শুধু আমি বলছি না যারা যারা এখানে এসেছে এখানে একটু নিরিবিলিতে সময় কাটিয়েছে তারাই জানে
মনের মধ্যে এত শান্তি অনুভূত হবে সেটা একবার আপনারা যাবেন গিয়ে অবশ্যই দেখে আসবেন।
এই জাগার সাথে সাথে শ্রী শ্রী রামকৃষ্ণ , মা সারদাময়ী দেবী বিরাজমান
এখানে অনেক অনুষ্ঠানেই ভোগ বিতরণ হয় বিনামূল্যে
আর এখানে সেই ভোগের প্রসাদ যে একবার খেয়েছে কখনো ভুলতে পারেনি। তার যে কি স্বাদ
সেটা বাড়িতে কখনো রান্না করেও সেই স্বাদ পাওয়া যাবে না
যাই হোক যে আশ্রমের কথাটা বলছি
এটা হচ্ছে হাওড়া জেলার খড়িয়প গ্রামে এই আশ্রম টা
একবার আসুন এসে অন্তত একবার দেখে যান এবং অনুভূত করুন। এখানে মন্দির বাইরের প্রকৃতি
হয়তো এটা শহরের বাইরে গ্রামের দিকে বলে মন্দিরটা ফেমাস হয়নি কিন্তু একবার এলেই বারবার আসতে ইচ্ছা করবে
যাইহোক আমার বাড়ির কাছাকাছি বলেই আমি সুযোগ পেয়েছিলাম যাওয়ার তবে অনেক দূর দেশ থেকে আসে এখন। এই আশ্রমে

শুভরাত্রি বন্ধুরা।
25/07/2025

শুভরাত্রি বন্ধুরা।

Nandi Hills ডায়েরী
25/07/2025

Nandi Hills ডায়েরী

প্রকৃতির সৌন্দর্যের কাছে সব সৌন্দর্যই হার মেনে যাবে কি অপূর্ব দৃশ্য
25/07/2025

প্রকৃতির সৌন্দর্যের কাছে সব সৌন্দর্যই হার মেনে যাবে
কি অপূর্ব দৃশ্য

সুপ্রভাত
25/07/2025

সুপ্রভাত

একসঙ্গে অনেকজন মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা আমরা ঠিক আজকের দিনেই সবাই মিলে পুরী ঘুরতে গিয়েছিলাম এর আগেও কয়েকবার আ...
24/07/2025

একসঙ্গে অনেকজন মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা
আমরা ঠিক আজকের দিনেই সবাই মিলে পুরী ঘুরতে গিয়েছিলাম
এর আগেও কয়েকবার আমি পুরীতে এসেছি
বাবা জগন্নাথ দেবের পুজোও দিয়েছি
আমার ছেলে যখন দু'বছর পার করে তিন বছরে পড়েছে
সেই সময়টা আমি থাকতাম ভুবনেশ্বরে
আমার কর্তা মশাই অর্থাৎ তোমাদের দাদার চাকরিসুতে ভুবনেশ্বরে থেকেছি
তাই ভুবনেশ্বর থেকে পুরী এসব জায়গা আমার আগেই ঘোরা ছিলো
তখন কর্তা মশাই ভুবনেশ্বরে একটা ছোট্ট স্কুটি নিয়েছিল অফিস যাওয়ার জন্য
আর সেই স্কুটিতে করে গোটা ভুবনেশ্বর ঘুরে বেড়াতাম
ভুবনেশ্বর জায়গাটা আমার বেশ ভালো লাগে।
লোকজন কম এবং রাস্তাঘাটে যানজট নেই ভিড় ভার নেই
গাড়ির সংখ্যাও অনেক কম
তাই ভুবনেশ্বর রাজ্য টা আমার খুবই ভালো লেগে গেল
যখনই আমরা বাইরে কোথাও একটু ঘুরতে যেতাম আহা রাস্তাঘাট কি সুন্দর নাই লাগতো 🥰
তবে ভুবনেশ্বর জায়গাটা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে
এখন দেখছি চারিদিকে একটু গাছগাছালি ঘেরা
আরো ভালো লাগছে
কিন্তু আগের তুলনায় এখন একটু বেশি গাড়ির সংখ্যা হয়ে গেছে
যাইহোক বরাবরই আমার ভুবনেশ্বর জায়গাটা মনের মধ্যে খুব প্রিয় একটা জায়গার লিস্টে আছে 👌🥰

Address

Domjur

Alerts

Be the first to know and let us send you an email when Keya Mishra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Keya Mishra:

Share