
01/07/2024
"কাকু, আজ আমার জন্মদিন|
আমি: ওহ গ্রেট| হ্যাপি বার্থ ডে | তাহলে তো আজকে রাত্রে বাড়িতে খুব মজা হবে , তাই না ?
না কাকু , মা বলেছে আজ সেলিব্রেশন হবে না | পরীক্ষার পরে করবো |
আমি : কেন বাবু? বার্থডের দিনে সেলিব্রেশন হবে না ?
না গো, কারণ আমার কাল ৩০ মার্কস এর ম্যাথমেটিক্স ইউনিট টেস্ট আছে না |
আমি খুব কষ্ট পেলাম শুনে | বাচ্চা মানুষ, কি আর বলবো? গালে, মাথায় হাত বুলিয়ে আরো একবার হ্যাপি বার্থডে বলে চলে এলাম |
--------------------------------o--------------------------------------
সকালে ছেলে কে স্কুলের গাড়িতে তুলতে গিয়ে ওর এক বন্ধুর সঙ্গে আমার আজকে সকালের কথোপকথন |
এর পরিপ্রেক্ষিতে, মা বাবাদের উদ্দেশ্যে বলি, ছোট ছোট পরীক্ষাকে এতো বেশি প্রাধান্য না দিয়ে একটু জীবনটাকেও প্রাধান্য দিন না | দেখবেন আপনার বাচ্চাটা অনেক খুশি হয়ে বড়ো হচ্ছে | আজকের দুনিয়া তে খুশি মানুষের খুব প্রয়োজন| কারণ একমাত্র খুশি মানুষই পারে অন্যকে আর সমাজকে খুশি রাখতে |
আপনারা কি বলেন?