08/06/2025
#বিষন্ন_বর্ষা
#সৌমিক_দে
আকাশ ঢেকেছে নিগূঢ় কাজলে,
বাতাস বহিছে প্রণয়ী আঁচলে।
ভেসে আসে প্রেম আষাঢ় ধারায়,
চায়ের পেয়ালায় স্মৃতিরা জড়ায়।
জানালার কাঁচে সোহাগ বিন্দু,
মন কেমনের প্রেমের সিন্ধু।
একাকী অতীতের বিরহের গান,
যেন গুরু গম্ভীর বাদলের তান।
তোমার হাসি, তোমার ছোঁয়া,
গহীন শ্রাবণে তোমারই মায়া।
থর থর বুক বরষার ছন্দে,
হিল্লোল জাগে ধমনী রন্ধ্রে।
বিদ্যুৎ চমকায় ঝলকে পলকে,
আলোড়ন উঠে আঁধারে আলোকে।
প্রেয়সীর মুখ ঝাপসা যেন,
দোদুল্যমান এ হৃদয় কেন।
অজানা গল্পেরা ভিড় করে,
বৃষ্টি ভেজা প্রেমের শহরে।
কফি হাউসের সেই সিক্ত সাঁঝে,
হৃদ মাঝারে অনেক না বলা বাজে।
আমার একলা ঘরে তুমি নেই,
তবু বৃষ্টির ফোঁটায় আছ সেই।
তোমার মনের আগল কেন বন্ধ,
তবুও বাতাসে জড়িয়ে তোমারই গন্ধ।
এই শ্রাবণ ভীষন বিষন্ন,
তোমার জন্যেই বাঁচে অরণ্য।
তোমার কথাতেই জেগে থাকে সুখ,
এই শ্রাবণ ধারায় ধুয়ে যায় দুঃখ।
পথে দেখি জলের আলপনা আঁকা,
ভাবি যদি হঠাৎ হয় দেখা।
সিক্ত বসনা তুমি মায়াবী নীলাম্বরী,
যেন পল্লবিত হরিৎ কাদম্বরী।
বৃষ্টি স্নাত আকাশ হঠাৎ শান্ত,
তোমার স্মৃতিতে হৃদয় খুব ক্লান্ত।
অতীত ভেজা বর্ষা কেটে যায়,
স্মৃতি সাজাই তোমারই অপেক্ষায়।