ব্যঞ্জন বর্ণ by Soumik Dey

ব্যঞ্জন বর্ণ by Soumik Dey https://www.youtube.com/
আত্ম অভিমানীকে অপছন্দ , স্বচ্ছতা শ্রদ্ধা করি

26/12/2025

সুপ্রভাত বন্ধুরা গতকাল ভারাক্রান্ত একটি দিন নিঃশব্দে কাটালাম। আমার মা আমার সাথে 57 বছরের নাড়ির সূত্র ছিন্ন করলেন গত পরশু রাত 9 টায়। গতকাল ওনাকে শান্তির দেশে রেখে আসলাম। মায়ের আত্মার শান্তি কামনা করি।
🙏😔🙏

কবি শক্তি চট্টোপাধ্যায়যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি !শিশুকাল থেকে এই দাঁড়ানোর জন্যে করে ত্রস্ত হাঁকুপাঁকুকেমন দাঁড়...
24/12/2025

কবি শক্তি চট্টোপাধ্যায়

যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি !
শিশুকাল থেকে এই দাঁড়ানোর জন্যে করে ত্রস্ত হাঁকুপাঁকু
কেমন দাঁড়াতে শেখা ঐ মঞ্চে, ডুবোঘরে, মাঠে–
মানুষের পাশাপাশি, মানুষের দূরত্বে ও কাছে,
কেমন দাঁড়াতে শেখা সরূসৃপ, লতার মতন !
দুঃখ? দুঃখবোধ নিয়ে বিলাস করেন গল্পে রাজা
ধনকুবেরের দুঃখে কাঁদে দেশ, দিল্লির কোকিল–
কাক নয়, পক্ষী নয় আর কাঁদে ব্রাষ্মণ শকুনি ।
যেখানে দাঁড়াই, দেখি, ভুল দাঁড়িয়েছি ।

23/12/2025

যে কোন ক্ষতের যন্ত্রণার থেকেও মানসিক যন্ত্রণার অভিঘাত অত্যন্ত গভীর। সেটা সহ্য করার মতো শক্তি যদি থাকে তবে জীবন তোমার কাছে জাদুকরের রূপ নিয়ে ধরা দেবে.. Soumik Dey

মনে শিশুর সারল্য রাখলেজীবন সহজ সরল হয়ে ওঠে।তাই হিসেবী মনকে দূরে ছুড়েফেলে শিশুসুলভ মন দিয়েজগৎকে দেখলে সব কিছু নতুন রূপ...
23/12/2025

মনে শিশুর সারল্য রাখলে
জীবন সহজ সরল হয়ে ওঠে।
তাই হিসেবী মনকে দূরে ছুড়ে
ফেলে শিশুসুলভ মন দিয়ে
জগৎকে দেখলে সব কিছু
নতুন রূপে নতুন ভাবে খুশির
মুহূর্ত হয়ে তোমার কাছে ধরা
দেবে...
(কলকাতা চিড়িয়াখানা)
✍️ Soumik Dey

22/12/2025

গতদিনের উত্তর পানিপথ অনেকে পেরেছেন , যারা পারেননি তাদেরকেও শুভ কামনা জানাই।
এবার আজকের ধাঁধায় দুর্গাপূজার একটি বিশেষ সময়ের পূজার নাম কি হবে!

হ্যালো ফ্রেন্ডস শুভ অপরাহ্ন কলকাতা চিড়িয়াখানা থেকে সবাইকে শুভেচ্ছা জানাই  ゚
22/12/2025

হ্যালো ফ্রেন্ডস শুভ অপরাহ্ন কলকাতা চিড়িয়াখানা থেকে সবাইকে শুভেচ্ছা জানাই

21/12/2025

ভিডিও ভালো লাগল কমেন্ট ফলো করে প্রেরণা দেবেন

 #ঘৃতাহুতি✍️ Soumik Dey  ্ব_সংরক্ষিত ---------------------------পাথরের কি হৃদয় থাকে? না হলে চকমকির ঘর্ষণে ,সভ্যতার আলো ...
21/12/2025

#ঘৃতাহুতি
✍️ Soumik Dey
্ব_সংরক্ষিত
---------------------------

পাথরের কি হৃদয় থাকে?
না হলে চকমকির ঘর্ষণে ,
সভ্যতার আলো দেখায় আগুন!
হৃদয়ের মিলন উৎসবে,
আগুনই তো হৃদয় জুড়ে থাকে!
হাতে হাত রেখে ,
ওম সোয়াহা মন্ত্র উচ্চারণে,
দুটি জীবন সৃষ্টি ক্ষণে অগ্নি শুদ্ধ হয়!
অথচ দেখো কি করুন পরিণতি,
ওই নরক গুলজার করা লেলিহান শিখার;
সভ্যতাকে আলো দেখানো অগ্নিশিখা,
আজ অসভ্যতার দাবানল জ্বালিয়ে,
নিষ্পাপ হৃদয়কে ছারখার করে!
বহ্নিশিখা তো শিখন্ডী রূপ,
আসলে সৃষ্টিকর্তা ধর্মীয় দ্বেষের ঘৃতাহুতি;
কারণ শিখা তো শুধুই জ্বলতে জানে,
তাকে জ্বালায় যে মানুষের,
ঘৃণিত অনুভূতি গুলি!
না হলে আগুনের পরশমণি,
কিভাবে বিবেককে জ্বালিয়ে খাক করে!
পুড়ে যাওয়া অনুভূতি বড় ভয়ংকর,
অসহনীয় দহনের জ্বলন,
অগ্নি সংযোগকারী বোঝে না!
আর বহ্নি শিখার তো সেই অনুভূতিই নেই!
তাই জ্বলন্ত মানবিকতার মাঝে,
নির্দ্বিধায় দাঁড়িয়ে জান্তব উল্লাসে মেতে ওঠে,
শৈশবের হৃদয় পুড়ে যাওয়া গন্ধ,
ওদের মনে নির্দয় ধর্মীয় উন্মাদনা জাগায়!
ঘৃতাহতির নেই কোন জাত, কোন ধর্ম নেই,
শুধু কাজ বহ্নিশিখা প্রজ্জ্বলনের...

21/12/2025

দ্বেষের অনলে ঝলসে যায়
বাংলার মাটি ভস্ম হয়
গভীর বিষাদে নত শত শির
রুখে দাও ঘৃণার বাহিত রুধির

20/12/2025

গতদিনের ধাঁধার উত্তর হল লবঙ্গ লতিকা সবাই ঠিক উত্তর দিয়েছেন সবাইকে অভিনন্দন। এবার আজকের ভিডিও দুটো মিলিয়ে একটি ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রের নাম কি হবে খুব সহজ!! ゚

জীবনের ইঁদুর দৌড়ে এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যে আমি কার আগে দৌড়াচ্ছি বা আমার আগেকেউ দৌড়ে এগিয়ে চলেছে কিনা অথব...
20/12/2025

জীবনের ইঁদুর দৌড়ে এটা খুবই
গুরুত্বপূর্ণ বলে মনে করি যে আমি
কার আগে দৌড়াচ্ছি বা আমার আগে
কেউ দৌড়ে এগিয়ে চলেছে কিনা অথবা
কেউ আমার পিছনে দৌড়ে আসছে কিনা...
আসলে এই প্রতিযোগিতায় প্রথম বা অন্তিম
স্থান পাওয়াটাকে গুরুত্ব না দিয়ে কাউকে
সাথে নিয়ে দৌড়াচ্ছি কিনা সেটার প্রাধান্য
পাওয়া উচিত.. তাতে বোঝা যায় কে আমার
সাথে আসছে বা আমি কার সাথে ছুটছি..
তাই মনে করি একসাথে ছুটলে কঠিন
পথটা খুব সহজেই অতিক্রম করা যায়..
✍️ Soumik Dey
্ব_সংরক্ষিত

20/12/2025

বেশ কিছু অযৌক্তিক প্রোফাইল সোস্যাল মিডিয়ায় তৃণভোজী প্রাণীদের মতো বিচরণ করে ।এদের কাজই নিঃশব্দে জাবর কাটা আর সশব্দে গোবর নিঃসরণ করা। মেসেজে কুরুচিপূর্ণ ভিডিও ছবি দিয়ে এরা নারী পুরুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এদের মুক্তি দিয়ে প্রোফাইল কলুষ মুক্ত করছি।

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যঞ্জন বর্ণ by Soumik Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যঞ্জন বর্ণ by Soumik Dey:

Share