21/12/2025
#ঘৃতাহুতি
✍️ Soumik Dey
্ব_সংরক্ষিত
---------------------------
পাথরের কি হৃদয় থাকে?
না হলে চকমকির ঘর্ষণে ,
সভ্যতার আলো দেখায় আগুন!
হৃদয়ের মিলন উৎসবে,
আগুনই তো হৃদয় জুড়ে থাকে!
হাতে হাত রেখে ,
ওম সোয়াহা মন্ত্র উচ্চারণে,
দুটি জীবন সৃষ্টি ক্ষণে অগ্নি শুদ্ধ হয়!
অথচ দেখো কি করুন পরিণতি,
ওই নরক গুলজার করা লেলিহান শিখার;
সভ্যতাকে আলো দেখানো অগ্নিশিখা,
আজ অসভ্যতার দাবানল জ্বালিয়ে,
নিষ্পাপ হৃদয়কে ছারখার করে!
বহ্নিশিখা তো শিখন্ডী রূপ,
আসলে সৃষ্টিকর্তা ধর্মীয় দ্বেষের ঘৃতাহুতি;
কারণ শিখা তো শুধুই জ্বলতে জানে,
তাকে জ্বালায় যে মানুষের,
ঘৃণিত অনুভূতি গুলি!
না হলে আগুনের পরশমণি,
কিভাবে বিবেককে জ্বালিয়ে খাক করে!
পুড়ে যাওয়া অনুভূতি বড় ভয়ংকর,
অসহনীয় দহনের জ্বলন,
অগ্নি সংযোগকারী বোঝে না!
আর বহ্নি শিখার তো সেই অনুভূতিই নেই!
তাই জ্বলন্ত মানবিকতার মাঝে,
নির্দ্বিধায় দাঁড়িয়ে জান্তব উল্লাসে মেতে ওঠে,
শৈশবের হৃদয় পুড়ে যাওয়া গন্ধ,
ওদের মনে নির্দয় ধর্মীয় উন্মাদনা জাগায়!
ঘৃতাহতির নেই কোন জাত, কোন ধর্ম নেই,
শুধু কাজ বহ্নিশিখা প্রজ্জ্বলনের...
゚