ব্যঞ্জন বর্ণ by Soumik Dey

ব্যঞ্জন বর্ণ by Soumik Dey https://www.youtube.com/
আত্ম অভিমানীকে অপছন্দ , স্বচ্ছতা শ্রদ্ধা করি

মানুষ কিংবা মাথার ছাদ যতই ভেঙেচুরে যাক না কেন তাকে নতুন ভাবে গড়ে তোলা সম্ভব।No matter a person or the roof of a house m...
09/06/2025

মানুষ কিংবা মাথার ছাদ যতই
ভেঙেচুরে যাক না কেন তাকে
নতুন ভাবে গড়ে তোলা সম্ভব।
No matter a person or the roof of a house may be broken, it is possible to build it a new.

#লেখনী_সত্ব_সংরক্ষিত
✍️ Soumik Dey

 #বিষন্ন_বর্ষা #সৌমিক_দেআকাশ ঢেকেছে নিগূঢ় কাজলে,বাতাস বহিছে প্রণয়ী আঁচলে।ভেসে আসে প্রেম আষাঢ় ধারায়,চায়ের পেয়ালায় ...
08/06/2025

#বিষন্ন_বর্ষা
#সৌমিক_দে

আকাশ ঢেকেছে নিগূঢ় কাজলে,
বাতাস বহিছে প্রণয়ী আঁচলে।
ভেসে আসে প্রেম আষাঢ় ধারায়,
চায়ের পেয়ালায় স্মৃতিরা জড়ায়।

জানালার কাঁচে সোহাগ বিন্দু,
মন কেমনের প্রেমের সিন্ধু।
একাকী অতীতের বিরহের গান,
যেন গুরু গম্ভীর বাদলের তান।

তোমার হাসি, তোমার ছোঁয়া,
গহীন শ্রাবণে তোমারই মায়া।
থর থর বুক বরষার ছন্দে,
হিল্লোল জাগে ধমনী রন্ধ্রে।

বিদ্যুৎ চমকায় ঝলকে পলকে,
আলোড়ন উঠে আঁধারে আলোকে।
প্রেয়সীর মুখ ঝাপসা যেন,
দোদুল্যমান এ হৃদয় কেন।

অজানা গল্পেরা ভিড় করে,
বৃষ্টি ভেজা প্রেমের শহরে।
কফি হাউসের সেই সিক্ত সাঁঝে,
হৃদ মাঝারে অনেক না বলা বাজে।

আমার একলা ঘরে তুমি নেই,
তবু বৃষ্টির ফোঁটায় আছ সেই।
তোমার মনের আগল কেন বন্ধ,
তবুও বাতাসে জড়িয়ে তোমারই গন্ধ।

এই শ্রাবণ ভীষন বিষন্ন,
তোমার জন্যেই বাঁচে অরণ্য।
তোমার কথাতেই জেগে থাকে সুখ,
এই শ্রাবণ ধারায় ধুয়ে যায় দুঃখ।

পথে দেখি জলের আলপনা আঁকা,
ভাবি যদি হঠাৎ হয় দেখা।
সিক্ত বসনা তুমি মায়াবী নীলাম্বরী,
যেন পল্লবিত হরিৎ কাদম্বরী।

বৃষ্টি স্নাত আকাশ হঠাৎ শান্ত,
তোমার স্মৃতিতে হৃদয় খুব ক্লান্ত।
অতীত ভেজা বর্ষা কেটে যায়,
স্মৃতি সাজাই তোমারই অপেক্ষায়।

08/06/2025

#আঁতাত লেখাটা ভিডিও আকারে নিয়ে আসলাম যারা পড়েন নি শিরোনামে আঙুল ছোঁয়াতে অনুরোধ জানালাম। ভিডিও ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্ট ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন । ভীষন প্রেরণা পাব..
ভিডিও উপস্থাপনা Soumik Dey

যদি তোমার দুঃখের সময় নিঃসঙ্গ থাক তবে নিজের সুখের সময় কাউকে কাছে ঘেঁষতে দেবে না। তবে অসময়ের সঙ্গীকে অবশ্যই নিজের হৃদয়...
07/06/2025

যদি তোমার দুঃখের সময় নিঃসঙ্গ
থাক তবে নিজের সুখের সময় কাউকে
কাছে ঘেঁষতে দেবে না। তবে অসময়ের
সঙ্গীকে অবশ্যই নিজের হৃদয়ে রাখবে ।
If you are alone in your time of sorrow, you will not let anyone come close in your time of happiness. However, you must keep your companion from the difficult times in your heart.

#লেখনী_সত্ব_সংরক্ষিত
✍️ Soumik Dey

সব কিছু ভালো করার দায়িত্ব তোমারএকার নয়, যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটাকে স্বাধীন করেদাও। সেটা কোনও পরিস্থ...
06/06/2025

সব কিছু ভালো করার দায়িত্ব তোমার
একার নয়, যেটা তোমার নিয়ন্ত্রণের
বাইরে চলে যায় সেটাকে স্বাধীন করে
দাও। সেটা কোনও পরিস্থিতি হতে পারে
বা হতে পারে কোনও নিকট জন।
The responsibility to make everything good is not solely yours; let go of what is beyond your control. It could be any situation or it could be a close person.

#লেখনী_সত্ব_সংরক্ষিত
✍️ Soumik Dey

05/06/2025

আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমার #মহীরুহ
কবিতার ভিডিও রি - শেয়ার করলাম। যারা পড়েননি
তাদের জন্য লিঙ্ক দিলাম।
👉https://www.facebook.com/share/16KMR7bu59/

আজ বিশ্ব পরিবেশ দিবস , আসুন সবাই অঙ্গীকার করি...🙏🙏খুশি অনুরনিত হোক পাখির কুজনের ন্যায়🐤ভালোবাসার রং হোক হরিৎ বনানীর ন্যা...
05/06/2025

আজ বিশ্ব পরিবেশ দিবস , আসুন সবাই অঙ্গীকার করি...🙏🙏
খুশি অনুরনিত হোক পাখির কুজনের ন্যায়🐤
ভালোবাসার রং হোক হরিৎ বনানীর ন্যায়🎄
মনুষ্যত্ব ছত্রধর হোক বট বৃক্ষের ন্যায়🌳
শিশুর বিকাশ হোক চারা গাছের ন্যায়🌱
সাফল্য জ্যোতির্ময় হোক সূর্যের ন্যায়🌞
বিশ্বাসের ভীত হোক পর্বতের ন্যায়🏔️
হাসি ঝরে পড়ুক নির্ঝরের ন্যায়⛲
জীবন হোক সবুজ নির্মল শান্ত
প্রকৃতির ন্যায়🏞️

#লেখনী_সত্ব_সংরক্ষিত
✍️ Soumik Dey

তুমি জাননা তোমার অনন্ত চলার পথে..ঠিক কোন মুহুর্তে তোমার ক্লান্ত পদক্ষেপচোখের পলকে জীবনের এক অবিশ্বাস্য মোড়ে উপনীত করবে।...
04/06/2025

তুমি জাননা তোমার অনন্ত চলার পথে..
ঠিক কোন মুহুর্তে তোমার ক্লান্ত পদক্ষেপ
চোখের পলকে জীবনের এক অবিশ্বাস্য
মোড়ে উপনীত করবে। সুতরাং চলা থামাবে
না.. কখন সেই খুশির ক্ষণ আসবে কেউ
জানে না..
You do not know on your endless journey.. at what moment your weary steps will lead you to an incredible turn in life in the blink of an eye. Therefore, do not stop your journey.. no one knows when that moment of joy will come..

#লেখনী_সত্ব_সংরক্ষিত
✍️ Soumik Dey

03/06/2025

বন্ধুরা অপরাধ নেবে না...🙏😊❤️
ভিডিও ভালো লাগলে ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো প্রেরণা পাব..❤️❤️❤️
ভিডিও উপস্থাপনা Soumik Dey

 #বাবা_লোকনাথ  #সৌমিক_দে আজ বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আজএই মহা যোগীর জীবনের কিছু কথা তুলে ধরলাম।৪৯৮৯ খ্রিস্ট...
03/06/2025

#বাবা_লোকনাথ
#সৌমিক_দে

আজ বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আজ
এই মহা যোগীর জীবনের কিছু কথা তুলে ধরলাম।

৪৯৮৯ খ্রিস্টাব্দে জন্ম নেওয়া, এবং দীর্ঘ ১৬০ বছর ধরে মানবজাতির সেবায় নিযুক্ত থাকা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন কিংবদন্তি যোগী ও আধ্যাত্মিক গুরু। তিনি কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে আধ্যাত্মিকতার উচ্চ শিখরে আরোহণ করেন এবং অসংখ্য মানুষকে আলোর পথ দেখান। তাঁর জীবন ছিল ত্যাগ, সেবা ও প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বাল্যকাল থেকেই বাবা লোকনাথের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি গভীর টান লক্ষ্য করা যায়। মাত্র ১১ বছর বয়সে তিনি গুরু ভগবান গাঙ্গুলীর সান্নিধ্যে আসেন এবং তাঁর কাছে দীক্ষা গ্রহণ করেন। এরপর তিনি হিমালয়ের দুর্গম অঞ্চলে এবং অন্যান্য তীর্থস্থানে কঠোর সাধনা ও তপস্যায় লিপ্ত হন। দীর্ঘ সময় ধরে তিনি নির্জন স্থানে বাস করে যোগ ও ধ্যানের অনুশীলন করেন। তাঁর সাধনার পথ ছিল অত্যন্ত কঠিন, কিন্তু তিনি কখনও ধৈর্য হারাননি। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত জ্ঞান এবং ঈশ্বর উপলব্ধি কেবল কঠোর সংযম ও আত্মনিবেদনের মাধ্যমেই সম্ভব।

লোকনাথ ব্রহ্মচারীর জীবন ছিল অলৌকিক ঘটনায় পূর্ণ। তিনি প্রকৃতির ওপর অবিশ্বাস্য নিয়ন্ত্রণ দেখিয়েছেন বলে কথিত আছে। তাঁর সান্নিধ্যে এসে অসংখ্য মানুষ রোগমুক্ত হয়েছেন, তাঁদের জীবনের সমস্যা দূর হয়েছে এবং আধ্যাত্মিক শান্তির সন্ধান পেয়েছেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান ভালোবাসা ও সহানুভূতি দেখিয়েছেন। তাঁর কাছে ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত কোনো ভেদাভেদ ছিল না। তিনি সর্বদা মানবসেবাকেই ঈশ্বরসেবা মনে করতেন।

লোকনাথ ব্রহ্মচারীর প্রধান উপদেশ ছিল "রণক্ষেত্রে কুরুক্ষেত্রে ভয় না পেয়ে অগ্রসর হও। দেখবে জয় তোমারই হবে।" এই উক্তিটির মাধ্যমে তিনি মানুষকে জীবনের কঠিন পরিস্থিতিতে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতেন। তিনি সর্বদা সত্য, প্রেম, অহিংসা এবং সেবার আদর্শে জীবনযাপন করার কথা বলতেন। তাঁর মতে, মানবজীবনের প্রধান উদ্দেশ্য হল ঈশ্বর উপলব্ধি এবং মানবজাতির সেবা।

বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রধান এবং সবচেয়ে পরিচিত আশ্রমটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদীতে অবস্থিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি এবং বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান।

তবে পশ্চিমবঙ্গেও বাবা লোকনাথের কিছু আশ্রম এবং জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও কিছু মন্দির ও স্থান রয়েছে যেখানে তার ভক্তরা তাকে স্মরণ করেন এবং পূজা দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

* কচুয়া, উত্তর ২৪ পরগনা: বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও, উত্তর ২৪ পরগনার কচুয়াকে তার জন্মস্থান হিসেবে অনেকেই বিশ্বাস করেন এবং সেখানে তার একটি আশ্রম ও মন্দির রয়েছে।

* চাকলা, উত্তর ২৪ পরগনা: এই গ্রামটিকেও বাবা লোকনাথের জন্মস্থান হিসেবে দাবি করা হয় এবং সেখানে "চাকলা ধাম" নামে পরিচিত একটি লোকনাথ মন্দির রয়েছে।

এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাবা লোকনাথের অনেক ছোট ছোট আশ্রম ও মন্দির রয়েছে, যেখানে ভক্তরা নিয়মিত পূজা-অর্চনা করেন।

তাঁর জীবনের শেষ সময় তিনি নারায়ণগঞ্জের বারদীতে অতিবাহিত করেন, যেখানে তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। তাঁর তিরোধানের পর অসংখ্য ভক্ত আজও তাঁর বারদীর আশ্রমে ভিড় করেন এবং তাঁর আশীর্বাদ কামনা করেন। লোকনাথ ব্রহ্মচারী শুধুমাত্র একজন যোগী ছিলেন না, তিনি ছিলেন একজন মহাপুরুষ, যিনি তাঁর জীবন দিয়ে মানুষকে প্রেম, সেবা এবং আধ্যাত্মিকতার পথ দেখিয়েছেন। তাঁর উপদেশ ও আদর্শ আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এবং ভবিষ্যতেও করবে। তাঁর জীবন মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বলুন সবাই জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়।
🙏🙏🪷🪷🙏🙏

তথ্য ইন্টারনেট

#লেখনী_সত্ব_সংরক্ষিত
✍️ Dey

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যঞ্জন বর্ণ by Soumik Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যঞ্জন বর্ণ by Soumik Dey:

Share