Motivation Cites

  • Home
  • Motivation Cites

Motivation Cites This is page a motivation cites page.This page we regularly upload new motivational video

03/12/2023

Good evening

Good morning
03/12/2023

Good morning

30/11/2023

করবী

- সত্যেন্দ্রনাথ দত্ত
দূর হতে আমি গোলাপেরি মত ঠিক
তবু আমোদিত করিতে পারিনা দিক।।

গোলাপেরি মত অতুলন মম হাসি
তুব হায় অলি ফিরে যায় কাছে আসি।।

পথের প্রান্তে ফুটে আছি অহরহ
গোলাপের মত রচিতে পারি নে মোহ।।

ভালোবাসা মোর রাখি নি কাটায় ঘিরে
সুলভ প্রেমের দুর্দশা তাই কিরে।।

গোলাপের মত কন্টকী নই শুধু
তাই কি এ বুকে জমে না গোলাপী মধু।।

বাবাসঞ্জয় সরকার
29/11/2023

বাবা
সঞ্জয় সরকার

29/11/2023

খুশির খোঁজ

একবার একটা স্কুলে ছাত্রদের নিয়ে এক মোটিভেশনাল সভার আয়োজন করা হয়েছিল। যেখানে একজন মোটিভেশনাল স্পিকারও ছিলেন ।

তিনি সমস্ত ছাত্রদের একটা করে বেলুন দিয়ে বললেন এর উপর যে যার নিজের নাম লিখতে ,ছাত্ররা বেলুনের উপর যে যার নাম লিখল । তারপর ওই নাম লেখা বেলুনগুলো একটা ঘরের মধ্যে রাখা হলো ।

তারপর স্পিকার বললেন সবাই ওই ঘরে যাও এবং যে যার নিজের নামের নাম লেখা বেলুন খুঁজে আনো,তোমাদের ৫ মিনিট সময় দেওয়া হলো ।

সবাই হুড়োহুড়ি করে ওই ঘরে মধ্যে ঢুকলো এবং তারা নিজের নাম লেখা বেলুন খুঁজতে লাগল । ৫ মিনিট পর ওই স্পিকার সবাইকে ডেকে নেয় এবং বেলুন দেখাতে বলে ।

সবাই অত্যন্ত নিরাশ ভাবে বলল কেউই বেলুন খুঁজে পায়নি ,প্রতিবারই তারা যে বেলুন তুলেছে সেটাতে অন্য কারোর নাম লেখা ছিল ।

স্পিকার বললেন তোমরা আবার যাও এবং এবার তোমরা যে বেলুন তুলবে তাতে যে নাম লেখা থাকবে তার নাম ডাকবে এবং তাকে বেলুনটা দিয়ে দিবে ।

এবার ছাত্ররা শান্তভাবে রুমের মধ্যে প্রবেশ করলো এবং প্রত্যেকে একটা একটা করে বেলুন তুলল এবং যার নাম আছে তার নাম দেখে তাকে বেলুনটা দিয়ে দিল এবং তিন মিনিটের মধ্যে তারা যে যার নাম লেখা বেলুন দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো ।

এবার স্পিকার বলেন আমরাও জীবনেও এই একই ভুল করছি, আমরা সব সময় নিজের স্বার্থ , নিজের খুশি খুঁজতে গিয়ে নিরাশ হচ্ছি ,আসল ব্যাপার হচ্ছে অন্যকে খুশি করার মধ্যে , অন্যকে হেল্প করার মধ্যে যদি আমরা খুশি খুঁজার করার চেষ্টা করতাম তাহলে আমরা অবশ্যই খুশি পেয়ে যেতাম ।

29/11/2023

জীবনের স্বাদ

একদা কিছু ছাত্র তাদের পুরানো শিক্ষকের বাড়িতে গেল । ছাত্রদের মধ্যে সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত ।

তারা তাদের পুরনো শিক্ষকের সঙ্গে জীবন নিয়ে আলোচনা করতে লাগলো - কার জীবন কেমন চলছে,কেউ বাড়ি কিনেছ , কেউ গাড়ি কিনেছে ইত্যাদি ইত্যাদি ।

এইভাবে কিছুক্ষণ চলার পর শিক্ষক মহাশয় তাদের চা খেতে দিলেন, যার মধ্যে কিছু কাপ চিনামাটির (দেখতে খুব সুন্দর), কিছু প্লাস্টিকের(মোটামুটি) এবং কিছু কাগজের (ততটা ভাল নয়) ।

কাপ গুলি দেখার পর ছাত্রদের মধ্যে মজা করা করি শুরু হল যে ওই ভালো চিনামাটির কাপ গুলি কাদের প্রাপ্য ।

এই নিয়ে অনেক মজা চলল - কেউ বলল দেখা করার পরিকল্পনা আমার ছিল তাই চিনামাটির কাপ আমার প্রাপ্য, কেউ বলল আমি পড়াশোনায় ভালো ছিলাম তাই চিনামাটির কাপ আমার প্রাপ্য, কেউ বলল আমি গাড়ি চালিয়ে সবাইকে এখানে এনেছি তাই চিনামাটির কাপ আমার প্রাপ্য ইত্যাদি ইত্যাদি ।

এইসব এর মাঝখানে মাস্টার মশাই বললেন আমি ইচ্ছা করেই এই রকম তিন ধরনের কাপ দিয়েছে, এর থেকে জীবনের একটা সত্য তোমাদের বোঝানোর জন্য -কাপ হচ্ছে আমাদের জীবনযাপন যেমন টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব আর চা হচ্ছে আমাদের জীবন সুতরাং কাপ আলাদা হলেও চা সবারই একই তাই যে কাপেই চা খাও না কেন চায়ের স্বাদ একই অর্থাৎ জীবনযাপনের স্ট্যাটাস আলাদা হলেও জীবনের স্বাদ সবারই একই রকম ।

আমার পরান যাহা চায়রবীন্দ্রনাথ ঠাকুর
29/11/2023

আমার পরান যাহা চায়
রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কোন কাননের ফুলরবীন্দ্রনাথ ঠাকুর
29/11/2023

তুমি কোন কাননের ফুল
রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের গ্ৰামবন্দ আলী মিঞা
27/11/2023

আমাদের গ্ৰাম
বন্দ আলী মিঞা

কাজী নজরুল ইসলাম কবিতা
27/11/2023

কাজী নজরুল ইসলাম কবিতা

26/11/2023
25/11/2023

Ramkrishna paramhansa deber bani

শেক্সপিয়ার বলেছিলেন , "বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না , কারন এখানে আবেগ আছে,  দৈহিক আকাঙ্খা আছে ...
20/11/2023

শেক্সপিয়ার বলেছিলেন , "বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না , কারন এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে । একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde . নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা , ঘৃণা কিংবা ভালোবাসা।".....

হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে তারা প্রেমে পড়বেই।".....

সত্যি বলতে , ছেলে ও মেয়েতে শ্তধুমাএ বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ ।
কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভন্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধু হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নিবেই।আর এটাই সাভাবিক।......

17/11/2023

Ramkrishna paramhansa deber bani in Bengali । রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী

07/11/2023
07/11/2023

জীবনের ৬টি নীতি কথা
cites

প্রতিদিনের শুভেচ্ছা জ্ঞাপন পেতে আমাদের অনুসরণ করুন। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Motivation Cites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motivation Cites:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share