"Howrah ২৪ " হাওড়া জেলার প্রতিটি ঘটনার নির্ভরযোগ্য ডিজিটাল সংবাদমাধ্যম। পাড়া-মহল্লা থেকে শহরের বড় ইস্যু—হাওড়ার সব খবর এক প্ল্যাটফর্মে। স্থানীয় মানুষ, সমস্যা, সংস্কৃতি ও প্রতিটি ঘটনার খুঁটিনাটি তুলে ধরা আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি সংবাদ কেবল তথ্য নয়, মানুষের জীবনের প্রতিফলন। তাই সত্য, বাস্তব ও সময়োপযোগী সংবাদ পরিবেশন করাই আমাদের অঙ্গীকার।
🔹 চ্যানেলের বৈশিষ্ট্য
দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষ
সংবাদ পরিবেশন
হাওড়া জেলার প্রতিটি এলাকার মাঠপর্যায়ের কভারেজ
স্থানীয় মানুষের কণ্ঠস্বর তুলে ধরা
🔹 বিষয়ভিত্তিক কভারেজ
স্থানীয় রাজনীতি ও প্রশাসন
সমাজ ও সংস্কৃতি
অপরাধ ও আইনশৃঙ্খলা
শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ
খেলা, বিনোদন ও বিশেষ প্রতিবেদন
🔹 সংবাদ বিশ্লেষণ
আমরা কেবল সংবাদ পরিবেশন করি না, ঘটনাকে বিশ্লেষণ করি তথ্য ও প্রমাণের ভিত্তিতে। দর্শকদের কাছে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা আমাদের দায়িত্ব।
🔹 নিরপেক্ষতা ও দায়বদ্ধতা
আমরা প্রতিটি সংবাদ পরিবেশনে নিরপেক্ষ থাকার অঙ্গীকারবদ্ধ। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে বাস্তব তথ্যই আমরা প্রকাশ করি।
ঘোষণা
" Howrah ২৪" প্রকাশিত সমস্ত বক্তব্য বক্তার একান্ত নিজস্ব মতামত। Howrah ২৪
কর্তৃপক্ষ উক্ত মতামতের জন্য কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না।
যোগাযোগের জন্য:
যদি " Howrah ২৪" -এ প্রকাশিত কোনো নিউজ বা পোস্ট সম্পর্কিত কোনো অভিযোগ বা বিরোধ থাকে, তাহলে আপনি আমাদের সম্পাদকমণ্ডলীর প্রধান এর কাছে সরাসরি আবেদন পাঠাতে পারেন। ই-মেইল: [email protected]