Howrah 24

Howrah 24 হাওড়ার মানুষের কণ্ঠস্বর।
পাড়া থেকে শহর—আপনার এলাকার সব আপডেট এক জায়গায়।

"Howrah ২৪ " হাওড়া জেলার প্রতিটি ঘটনার নির্ভরযোগ্য ডিজিটাল সংবাদমাধ্যম। পাড়া-মহল্লা থেকে শহরের বড় ইস্যু—হাওড়ার সব খবর এক প্ল্যাটফর্মে। স্থানীয় মানুষ, সমস্যা, সংস্কৃতি ও প্রতিটি ঘটনার খুঁটিনাটি তুলে ধরা আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি সংবাদ কেবল তথ্য নয়, মানুষের জীবনের প্রতিফলন। তাই সত্য, বাস্তব ও সময়োপযোগী সংবাদ পরিবেশন করাই আমাদের অঙ্গীকার।

🔹 চ্যানেলের বৈশিষ্ট্য

দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষ

সংবাদ পরিবেশন

হাওড়া জেলার প্রতিটি এলাকার মাঠপর্যায়ের কভারেজ

স্থানীয় মানুষের কণ্ঠস্বর তুলে ধরা

🔹 বিষয়ভিত্তিক কভারেজ

স্থানীয় রাজনীতি ও প্রশাসন

সমাজ ও সংস্কৃতি

অপরাধ ও আইনশৃঙ্খলা

শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ

খেলা, বিনোদন ও বিশেষ প্রতিবেদন

🔹 সংবাদ বিশ্লেষণ
আমরা কেবল সংবাদ পরিবেশন করি না, ঘটনাকে বিশ্লেষণ করি তথ্য ও প্রমাণের ভিত্তিতে। দর্শকদের কাছে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা আমাদের দায়িত্ব।

🔹 নিরপেক্ষতা ও দায়বদ্ধতা
আমরা প্রতিটি সংবাদ পরিবেশনে নিরপেক্ষ থাকার অঙ্গীকারবদ্ধ। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে বাস্তব তথ্যই আমরা প্রকাশ করি।

ঘোষণা
" Howrah ২৪" প্রকাশিত সমস্ত বক্তব্য বক্তার একান্ত নিজস্ব মতামত। Howrah ২৪
কর্তৃপক্ষ উক্ত মতামতের জন্য কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না।


যোগাযোগের জন্য:
যদি " Howrah ২৪" -এ প্রকাশিত কোনো নিউজ বা পোস্ট সম্পর্কিত কোনো অভিযোগ বা বিরোধ থাকে, তাহলে আপনি আমাদের সম্পাদকমণ্ডলীর প্রধান এর কাছে সরাসরি আবেদন পাঠাতে পারেন। ই-মেইল: [email protected]

হাওড়ার আমতা রোডের মাকড়দহ চাপাতলা এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির একটি লরি মুখোমুখি ধাক্কা মা...
21/08/2025

হাওড়ার আমতা রোডের মাকড়দহ চাপাতলা এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির একটি লরি মুখোমুখি ধাক্কা মারে স্কুল বাসে। ঘটনায় আহত হয়েছে একাধিক পড়ুয়া। এক শিক্ষিকার হাতে গুরুতর চোট লেগেছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পরেই ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির চালককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাসে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আমতা রোডে নিয়মিত দ্রুতগতির লরির দৌরাত্ম্য বেড়ে চলেছে। বারবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাঁদের দাবি, দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের টহল ও নজরদারি বাড়ানো জরুরি।

এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরা বলছেন, প্রতিদিন শিশুদের স্কুল বাসে পাঠানো নিয়ে এখন নতুন করে দুশ্চিন্তা তৈরি হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং শীঘ্রই বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।

আনুষ্ঠানিক উদ্বোধনের আড়াই বছর কেটে গেলেও এখনো চালু হয়নি হাওড়ার ‘বিতান’ ফুলবাজার। হাওড়া ময়দানের পুরোনো হাট কমপ্লেক্সে গড...
21/08/2025

আনুষ্ঠানিক উদ্বোধনের আড়াই বছর কেটে গেলেও এখনো চালু হয়নি হাওড়ার ‘বিতান’ ফুলবাজার। হাওড়া ময়দানের পুরোনো হাট কমপ্লেক্সে গড়ে ওঠা এই আধুনিক বাজার আজ তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। শাটারে ঝুলছে তালা, দেওয়ালে ধুলো জমে স্তূপ, আর কেনা যন্ত্রপাতি অকেজো হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই হতাশ স্থানীয় ফুলচাষি ও ব্যবসায়ীরা।

২০২৩ সালের জানুয়ারিতে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বাজারটির উদ্বোধন করেন। লক্ষ্য ছিল—ফুলচাষিদের আর গঙ্গা পেরিয়ে কলকাতার মল্লিকঘাট বা জগন্নাথ ঘাটে যেতে হবে না। কোল্ড স্টোরেজ, প্রসেসিং ইউনিট, সুগন্ধি তৈরির ব্যবস্থা–সহ আধুনিক সুযোগ–সুবিধা থাকবে বলে ঘোষণা হয়েছিল। কিন্তু ক্রেতা না থাকায় কয়েক মাসের মধ্যেই ২০টি দোকান বন্ধ হয়ে যায়।

মল্লিকঘাট ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকাঠামোর অভাব, বিশেষত ফ্রিজ না বসানো এবং পরিবহন সমস্যার কারণেই তারা সরে এসেছে। বর্তমানে বাজার সম্পূর্ণ বন্ধ। তবে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন, ফুলবাজার চালু করার নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং শীঘ্রই বিস্তারিত জানানো হবে

11/12/2023

বাংলাদেশের চট্টগ্রামের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেনের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

10/12/2023

সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলো একজোড়া সাইবেরিয়ান বাঘ । কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে এম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হল দার্জিলিং চিড়িয়াখানাতে ।।।

শনিবার রাতে এমিরেটস এর বিমানে কলকাতা এলো একজোড়া সাইবেরিয়ান বাঘ । এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছ । মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখান । পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াত । কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে । কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্ । এই এম্বুলেন্সে করেই বাঘ দুটি কে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে ।।।

10/12/2023

নিত্য যাত্রীরা অনেক সময় দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে যাতায়াত করে, এই নিয়ে দীর্ঘদিন ধরে নিত্য যাত্রীদের সাথে দূরপাল্লার যাত্রীদের বচসা লেগেই থাকে। এমনি সেই ঘটনার সাক্ষী রইল হাওড়া যোগ নগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস

11/10/2023

বাংলাদেশের নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

11/10/2023

ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে

11/10/2023

বাংলাদেশ বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

10/10/2023

।। হাসপাতাল চত্বরই যেন ডেঙ্গুর আঁতুড় ঘর, হাসপাতালে এসে আদৌ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তো? নাকি নতুন কোনো রোগ নিয়ে ফিরতে হবে, প্রশ্ন তুলছেন রোগী ও তাদের পরিজনরা ।।

10/10/2023

দূর্গা পূজার আর মাত্র কয়েকদিন বাকি। বোনাস না মেলায় চিন্তায় চা বাগানের শ্রমিকরা।

10/10/2023

।।সুন্দরবনের রাস্তার উপরে শিরিশ গাছের ডাল যত্রতত্র দুর্ঘটনা কয়েকদিনে জখম ১৫,জন প্রতিবাদের গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।।

10/10/2023

ধুপগুড়ি ব্লকের ডাউকি মারী গধেয়ারকুটি এলাকায় ১১ বছর তরুনীর স্কুল ছাত্রীর খু** নের আসামীর কঠোর শাস্তির দাবিতে পথে ধুপগুড়ি সংগ্রামী ছাত্রসমাজ।

Address

Liluah
Howrah
711204

Alerts

Be the first to know and let us send you an email when Howrah 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Howrah 24:

Share