21/08/2025
হাওড়ার আমতা রোডের মাকড়দহ চাপাতলা এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির একটি লরি মুখোমুখি ধাক্কা মারে স্কুল বাসে। ঘটনায় আহত হয়েছে একাধিক পড়ুয়া। এক শিক্ষিকার হাতে গুরুতর চোট লেগেছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পরেই ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির চালককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাসে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আমতা রোডে নিয়মিত দ্রুতগতির লরির দৌরাত্ম্য বেড়ে চলেছে। বারবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাঁদের দাবি, দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের টহল ও নজরদারি বাড়ানো জরুরি।
এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরা বলছেন, প্রতিদিন শিশুদের স্কুল বাসে পাঠানো নিয়ে এখন নতুন করে দুশ্চিন্তা তৈরি হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং শীঘ্রই বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।