Samachar Howrah

Samachar Howrah সমস্ত খবর একনজরে

16/05/2024

Weather Update

08/03/2024

ভোররাতে হাওড়ার বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক সাব-ইন্সপেক্টর (সুজয় দাস)ও হোমগার্ডের(পল...
04/01/2024

ভোররাতে হাওড়ার বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক সাব-ইন্সপেক্টর (সুজয় দাস)ও হোমগার্ডের(পলাশ সামন্ত)। গুরুতর আহত আরও ৩ পুলিশকর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বাগনান বরুন্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে। কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার সময় মুম্বই রোডে দাঁড়িয়ে থাকা পুলিশগাড়িতে ধাক্কা মারে একটি লরি। সেসময় মুম্বই রোডে ডিউটিতে ছিলেন সাব ইন্সপেক্টর সুজয় দাস এবং হোমগার্ড পলাশ মণ্ডল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আরও দুই পুলিশকর্মী ও পুলিশ গাড়ির চালক গুরুতর আহত হন। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সুজয় এবং পলাশকে মৃত বলে ঘোষণা করেন। আরও দুই পুলিশকর্মী গুরুতর আহত হওয়ায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ সূত্রের খবর, পিছন থেকে এসে লরিটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে পুলিশ গাড়িতে। লরির ধাক্কায় ১০ মিটার দূরে ছিটকে যায় পুলিশ ভ্যান। গাড়িটির ছাদ উড়ে যায়। এর পর গাড়িটিকে দুমড়ে-মুষড়ে দিয়ে চলে যায় ঘাতক লরিটি। দুজন ঘটনাস্থলেই মারা যান।
সুজয় দাস (সাব ইন্সপেক্টর) এবং পলাশ সামন্ত (হোমগার্ড) ছাড়াও এদিন মুম্বই রোডে কর্তব্যরত ছিলেন সুকদেব বিশ্বাস (কনস্টেবল,) ও অলোক বর (কনস্টেবল)। সাব ইন্সপেক্টর সুজয়ের বাড়ি হাওড়ার বেলুড়ে। পলাশের বাড়ি বাগনানের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দীপমালিতা এলাকায়।

09/11/2023

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন মন্ত্রী পুলক রায়।

বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধূলাসিমলা ফুটবল মাঠে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাংসদরা রাজ্যের একশো দিনের কাজের মজুরদের জন্য তাঁদের প্রাপ্য টাকা দাবি করে দিল্লির রাজঘাটে অবস্থান করার সময় দিল্লির পুলিশ দিয়ে যেভাবে তাঁদেরকে ধাক্কা দিয়ে রাজঘাট থেকে বের করে দেওয়া হয়েছে সেভাবেই এ রাজ্যের মানুষও আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দেবে। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ৪২ টি আসনেই বিজেপিকে পরাস্ত করা হবে বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যের মানুষ তাঁদের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিলেন। আগামী লোকসভা নির্বাচনে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন সারা দেশের মানুষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরও চার বিধায়ক ডাঃ নির্মল মাজি, সুকান্ত কুমার পাল, প্রিয়া পাল ও গৌতম চৌধুরী। হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ। বিজয়া সম্মিলনী উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

06/11/2023

কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরী না দিলে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়করা তা দেবেন বলে জানালেন বিধায়ক ডাঃ নির্মল মাজি

বিজয়া সম্মিলনী উপলক্ষে সোমবার আমতা তৃণমূল কংগ্রেস ভবনে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সভায় ডাঃ নির্মল মাজি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন যাবত গরিব মানুষদের একশো দিনের কাজের মজুরী ও বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখেছে। গরিব মানুষকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁদের পরিশ্রমের টাকা অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়করা দিল্লিতে ধর্নায় বসলে কেন্দ্রীয় সরকারের পুলিশ তাঁদের সঙ্গে অকথ্য খারাপ ব্যবহার করে। তিনি বলেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার যদি একশো দিনের শ্রমিকদে মজুরী না দেয় তাহলে তৃণমূলের সাংসদ ও বিধায়করা তাঁদের প্রাপ্য বেতন থেকে যতটা সম্ভব টাকা একশো দিনের কাজের শ্রমিকদের হাতে তুলে দেবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস। আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, দুই কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা ও তুষার কর সিনহা, উলুবেড়িয়া-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সেখ ইলিয়াস প্রমুখ।

05/11/2023

রবিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র ও বাগনান বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়

উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমতা মিলন মন্দির প্রাঙ্গণে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক ডাঃ নির্মল মাজি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস, আমতা-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, আমতা-১পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা ও তুষারকর সিনহা প্রমুখ।
এদিন একইসঙ্গে বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খালোড় কমিউনিটি হলে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস বসু, সহ সভাপতি নয়ন হালদার, রবীন ভৌমিক, সাধারণ সম্পাদক সমীর সামন্ত, তৃণমূল যুব কংগ্রেসের বাগনান কেন্দ্র সভাপতি বিশ্বজিৎ পাল প্রমুখ। এদিন তৃণমূল কংগ্রেসের প্রবীন কর্মীদের এবং সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

03/10/2023

মঙ্গলবার রাতে উদয়নারায়ণপুরের নদীবাঁধ পরিদর্শন করলেন হাওড়ার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) আজার জিয়া।

03/10/2023

ধরা পরলো বিহারের ৫ দুষ্কৃতি।
গত ২৯ শে সেপ্টেম্বর বিহারের ৫ জন দুষ্কৃতি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে একটি গয়নার দোকানে ডাকাতি করতে সফল না হয়ে দোকানের একজনকে গুলি ও আরেকজনকে চাকু দিয়ে জখম করে পালিয়ে যায়। অত্যন্ত তৎপরতার সাথে ওই জেলার পুলিশ ৪ ঘন্টার মধ্যে ৫ দুষ্কৃতিকে ৩টি আগ্নেয়াস্ত্র সমেত আটক করেছে ও তাদের স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করেছে। পরে পশ্চিম মেদনাপুরের পুলিশ সুপার মাননীয় ধৃতিমান সরকার প্রেস কনফারেন্স এর মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি জানান।

Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Samachar Howrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samachar Howrah:

Share