08/06/2025
নৈবেদ্য প্রকাশনী এবং খোলাচিঠি পাবলিকেশন নিয়ে এসেছে এক নতুন কবিতা ও গল্প সংকলন ..... 📖
❝শব্দের ইন্দ্রজাল❞
সম্পাদনায়: অনুরিমা ভট্টাচার্য্য ও মনোজিৎ রত্ন
আপনারা যদি লিখতে ভালোবাসেন তাহলে আর দেরি না করে নিজের পছন্দের সেরা লেখা জমা করুন।
🛑 লেখা পাঠানোর জন্য নিম্নোক্ত WhatsApp গ্রুপে যুক্ত হয়ে জমা করবেন:
https://chat.whatsapp.com/J5TA3z3zrmsBtI7uekyTJ5
🔷 বইটি GOVT. REGD, PRINTED এবং ISBN,Hard Board Binding যুক্ত হবে।
🛑 নিয়মাবলী:
১). স্রষ্টা যেকোনো বিষয়ে লেখা জমা করতে পারেন। বিষয় উন্মুক্ত।
২). সর্বাধিক ১২ - ১৪ লাইনের মধ্যে একটি কবিতা পাঠাবেন।
সর্বাধিক ২৫০- ৩০০শব্দের মধ্যে একটি অনুগল্প পাঠাবেন।
৩). সংকলনে ফটোগ্রাফি (𝐦𝐨𝐧𝐨𝐜𝐡𝐫𝐨𝐦𝐞), আঁকাআঁকি (ম্যানুয়াল),ক্যালিগ্রাফি, পেনোগ্রাফি,টাইপোগ্রাফি পাঠাতে পারেন। ডকুমেন্ট ফাইলে জমা করবেন।
৪). নির্বাচিত লেখক লেখিকা ও শিল্পীদের জন্যে থাকছে মেমেন্টো ও সম্মাননা শংসাপত্র। 📜🏅🎗🏆
৫). একটি চমকপ্রদ অনুষ্ঠানের মাধ্যমে বইটি প্রকাশিত হবে। ধীরে ধীরে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। 🎀
৬). ১০ই জুলাই ,২০২৫ সৃষ্টি জমা নেওয়ার শেষ তারিখ। এরপর কোনো সৃষ্টি গ্রহণ করা হবে না।
৭). লেখক ও সম্পাদকের যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হবে। আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। তাই লেখা মনোনীত হলে এক কপি প্রি- বুকিং করে নেওয়ার অনুরোধ রইলো। প্রি- বুকিং মুল্য মাত্র ২৫০ টাকা। (কুরিয়ার চার্জ আলাদা!)
◾️লেখা মনোনীত হলে ২দিনের মধ্যে যোগাযোগ করা হবে। লেখা নিদিষ্ট whatsApp গ্ৰুপে যুক্ত হয়ে টাইপ করে জমা করবেন এবং লেখার সাথে নিজের নাম, অ্যাড্রেস ও নিজের ফোন নং নথিভুক্ত করবেন।
🟣 বই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্যে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে:+91 94322 07620 / +91 62915 64691