EKHON DIGANTA PATRIKA

EKHON DIGANTA PATRIKA Ekhon Diganta Patrika is a Bengali Monthly Newspaper. It started journey in the year 2014 , August 1

https://www.ekhondigantapatrika.com/?page_id=2591 -df_2588/1/
18/10/2024

https://www.ekhondigantapatrika.com/?page_id=2591 -df_2588/1/

News আবহাওয়া আলোচনা উদ্ভিদ উদ্যান উৎসব কিশোর কুমার কৃতি ছাত্র-ছাত্রী কৃষি কো-অপারেটিভ ব্যাংক গহনার বাক্স গ্রামীণ .....

এস্ট্রোলজি এন্ড এস্ট্রোলর্জাস ওয়েলফেয়ার এস্যোসিয়েসানের পরিচালনায় আজ কলকাতা শহর জুড়ে এক বৃক্ষরোপণ এবং বৃক্ষপ্রদান কর্মসু...
11/07/2024

এস্ট্রোলজি এন্ড এস্ট্রোলর্জাস ওয়েলফেয়ার এস্যোসিয়েসানের পরিচালনায় আজ কলকাতা শহর জুড়ে এক বৃক্ষরোপণ এবং বৃক্ষপ্রদান কর্মসুচির কিছু মুর্হুত এবং তার সঙ্গে আমরা আমাদের পাশে পেয়েছিলাম কলকাতার মহানাগরিক (Mayor) মাননীয় ফিরাদ হাকিম মহাশয়কে ।

07/07/2024
04/06/2024

আগামী ২রা জুন রবিবার বিকাল ৪ বেজে ৪০মিনিটে জ্যৈষ্ঠ অমাবস্যা । বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে । বঙ্গ দেশে ওই দিন অমাবস্যা যুক্ত রাত্রে শ্রী শ্রী ফলহারিণী কালি পূজা ।

এই বিষয়ে কিছু কথা বলবো ।

এই নির্দিস্ট তিথি তে দেবী কালিকা কে নিজের প্রিয় ফল নিবেদন করে পুজো দিতে হবে এবং সেই ফল সারা বছর আর খাওয়া যাবে না ।

এমনই একটি ধারণা জন মানসে প্রচলিত । এই জন্যে প্রচুর প্রশ্নের সম্মুখীন হচ্ছি । অনেকেই জিজ্ঞেস করছেন । তাই এই পোস্ট । যিনি যাঁর কাছে পুজো দিতে বা ফল আহূতি দিতে যাবেন তিঁনি অবশ্যই যাবেন । তাঁকে আটকানো বা না যেতে বলা উদ্যেশ্য নয় ।

প্রথমেই বলি এমন কথা ঠিক নির্দিস্ট করে কোনো শাস্ত্রে বচন হিসেবে আছে কিনা আমি বলতে পারব না । এটি অনেকটাই লোকাচার হয়তো । তবে যেকোনো দেবতাকে তাঁর নির্দিস্ট পূজার দিনে ঋতু ফল নিবেদন করা শাস্ত্রীয় বিধি । ঋতু ফল অর্থাৎ যে ঋতুতে পুজো হচ্ছে সেই ঋতুতে উৎপন্ন ফল । গরমে আপেল কিন্ত ঋতু ফল নয় । এটা মনে রাখবেন । দেবতার ষোড়শ দ্রব্য দ্বারা যে পূজা তার শেষে ঋতু ফল নিবেদন করতেই হবে । সেটি কিন্তু এই অমাবস্যার জন্য নির্দিস্ট নয় ।

ফল দিলেই দেবতা ফল দিতে বাধ্য এমনও নয় । শ্রীমদ্ভগবদগীতায় শ্রী ভগবান নিজেই বলেছেন যে আমাদের কর্মে অধিকার । ফলে নয় । ফল ঈশ্বর দেবেন । আবার সঞ্চিত ও রাখতে পারেন । তখনই দেবেন এমনও নয় ।

গোটা হিন্দু ধর্ম টাই কর্মফল বাদের উপর দাঁড়িয়ে আছে । আর পূজা পাঠের উদ্যেশ্য হলো কর্ম ফল থেকে মুক্তি । কর্ম ফল ভোগ করার জন্যই জন্ম । আর সেটা শেষ হয়ে গেলেই মুক্তি । এটাই সোজা সহজ কথা । যেদিন সঞ্চিত , প্ররব্ধ ইত্যাদি সব কর্মফল শেষ হয়ে যাবে সেদিন আর জন্মাবেন না আপনি । এটাই Theory.

এবার আসি ভাবের কথায় । ধর্ম ভাব প্রধান । দেবতাকে বলি ভাবগ্রাহী জনার্দন । অর্থাৎ ঈশ্বর ভাব গ্রহণ করেন , বস্তু নয় । আমরা সাধারন মানুষ আমাদের ভাব এমনি আসে না । তাই ভাব আনার জন্য এতো বস্তুর আয়োজন ।
ত এই ভাবের কথায় বলি ....... শুধুমাত্র কালিপুজো করতে হবে আর কোনো জায়গায় গিয়েই করতে হবে এমনি নয় । ক্ষমতা না থাকলে যেতে পারলাম না বলে দুঃখ করবেন না ।

নিজের যেখানে বসলে মন শান্ত হয় এমন জায়গায় বসুন । যে দেবতার চিন্তা বা ধ্যান করলে মনে আনন্দ হয় , প্রেম জাগে তাঁকে ভাবুন । নিজের এই জন্ম এবং পূর্ব সমস্ত জন্মের কর্ম ফল সেই দেবতার হাতে সমর্পণ করুন । তাঁকে ডেকে বলুন তিঁনি যেনো এই অনন্ত কর্ম ফলের বোঝা আপনার কাঁধের থেকে সরিয়ে আপনাকে মুক্তি দেন । আধ ঘন্টা বসুন । একমনে প্রার্থনা করুন । পারলে একটু কাঁদুন । এরপর উঠে দেখবেন কেমন হালকা লাগছে ।

পরমেশ্বর আমার বন্ধু স্বজন সবার কল্যাণ করুন । আর সোমবার থেকে কমেন্ট box এ জানাবেন কেমন অনুভব করলেন ।

জয় ভগবতী ।
শ্রী ব্রম্ভানন্দ

13/05/2024

শহর কলকাতা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি
11th July 2024
পরিচালনায় Astrology and astrologers Welfare Association. (AAWA)

সকলে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা …….
14/04/2024

সকলে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা …….

Best Astrologer in Kolkata and Guwahati
27/12/2023

Best Astrologer in Kolkata and Guwahati

আপনার ব্যবসার উন্নতির পথ দেখাবেন বিএনআই নাইর্টস
05/10/2023

আপনার ব্যবসার উন্নতির পথ দেখাবেন বিএনআই নাইর্টস

আপনার ব্যবসার উন্নতির পথ দেখাবেন বিএনআই নাইর্টস যেকোনো ব্যবসার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ যোগাযোগ! একই সঙ্গে অন্.....

03/10/2023

সাউথ ইস্টার্ন রেলের রাতের যাত্রীদের ভোগান্তি। তাদের অভিযোগ প্রতিদিনই প্রায় ঘন্টার পর ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়

Address

18/1/1
Howrah
HOWRAH--711104

Alerts

Be the first to know and let us send you an email when EKHON DIGANTA PATRIKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EKHON DIGANTA PATRIKA:

Share