04/06/2024
আগামী ২রা জুন রবিবার বিকাল ৪ বেজে ৪০মিনিটে জ্যৈষ্ঠ অমাবস্যা । বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে । বঙ্গ দেশে ওই দিন অমাবস্যা যুক্ত রাত্রে শ্রী শ্রী ফলহারিণী কালি পূজা ।
এই বিষয়ে কিছু কথা বলবো ।
এই নির্দিস্ট তিথি তে দেবী কালিকা কে নিজের প্রিয় ফল নিবেদন করে পুজো দিতে হবে এবং সেই ফল সারা বছর আর খাওয়া যাবে না ।
এমনই একটি ধারণা জন মানসে প্রচলিত । এই জন্যে প্রচুর প্রশ্নের সম্মুখীন হচ্ছি । অনেকেই জিজ্ঞেস করছেন । তাই এই পোস্ট । যিনি যাঁর কাছে পুজো দিতে বা ফল আহূতি দিতে যাবেন তিঁনি অবশ্যই যাবেন । তাঁকে আটকানো বা না যেতে বলা উদ্যেশ্য নয় ।
প্রথমেই বলি এমন কথা ঠিক নির্দিস্ট করে কোনো শাস্ত্রে বচন হিসেবে আছে কিনা আমি বলতে পারব না । এটি অনেকটাই লোকাচার হয়তো । তবে যেকোনো দেবতাকে তাঁর নির্দিস্ট পূজার দিনে ঋতু ফল নিবেদন করা শাস্ত্রীয় বিধি । ঋতু ফল অর্থাৎ যে ঋতুতে পুজো হচ্ছে সেই ঋতুতে উৎপন্ন ফল । গরমে আপেল কিন্ত ঋতু ফল নয় । এটা মনে রাখবেন । দেবতার ষোড়শ দ্রব্য দ্বারা যে পূজা তার শেষে ঋতু ফল নিবেদন করতেই হবে । সেটি কিন্তু এই অমাবস্যার জন্য নির্দিস্ট নয় ।
ফল দিলেই দেবতা ফল দিতে বাধ্য এমনও নয় । শ্রীমদ্ভগবদগীতায় শ্রী ভগবান নিজেই বলেছেন যে আমাদের কর্মে অধিকার । ফলে নয় । ফল ঈশ্বর দেবেন । আবার সঞ্চিত ও রাখতে পারেন । তখনই দেবেন এমনও নয় ।
গোটা হিন্দু ধর্ম টাই কর্মফল বাদের উপর দাঁড়িয়ে আছে । আর পূজা পাঠের উদ্যেশ্য হলো কর্ম ফল থেকে মুক্তি । কর্ম ফল ভোগ করার জন্যই জন্ম । আর সেটা শেষ হয়ে গেলেই মুক্তি । এটাই সোজা সহজ কথা । যেদিন সঞ্চিত , প্ররব্ধ ইত্যাদি সব কর্মফল শেষ হয়ে যাবে সেদিন আর জন্মাবেন না আপনি । এটাই Theory.
এবার আসি ভাবের কথায় । ধর্ম ভাব প্রধান । দেবতাকে বলি ভাবগ্রাহী জনার্দন । অর্থাৎ ঈশ্বর ভাব গ্রহণ করেন , বস্তু নয় । আমরা সাধারন মানুষ আমাদের ভাব এমনি আসে না । তাই ভাব আনার জন্য এতো বস্তুর আয়োজন ।
ত এই ভাবের কথায় বলি ....... শুধুমাত্র কালিপুজো করতে হবে আর কোনো জায়গায় গিয়েই করতে হবে এমনি নয় । ক্ষমতা না থাকলে যেতে পারলাম না বলে দুঃখ করবেন না ।
নিজের যেখানে বসলে মন শান্ত হয় এমন জায়গায় বসুন । যে দেবতার চিন্তা বা ধ্যান করলে মনে আনন্দ হয় , প্রেম জাগে তাঁকে ভাবুন । নিজের এই জন্ম এবং পূর্ব সমস্ত জন্মের কর্ম ফল সেই দেবতার হাতে সমর্পণ করুন । তাঁকে ডেকে বলুন তিঁনি যেনো এই অনন্ত কর্ম ফলের বোঝা আপনার কাঁধের থেকে সরিয়ে আপনাকে মুক্তি দেন । আধ ঘন্টা বসুন । একমনে প্রার্থনা করুন । পারলে একটু কাঁদুন । এরপর উঠে দেখবেন কেমন হালকা লাগছে ।
পরমেশ্বর আমার বন্ধু স্বজন সবার কল্যাণ করুন । আর সোমবার থেকে কমেন্ট box এ জানাবেন কেমন অনুভব করলেন ।
জয় ভগবতী ।
শ্রী ব্রম্ভানন্দ