31/03/2024
*মুম্বই হাইকোর্টের সিনিয়ার আইনজীবী ডি কে শ্রীবাস্তবের লেখা এই পোস্টটি থেকে আপনার জ্ঞান বৃদ্ধি হবে*
🤔🤔🤔🤔🤔
খুব খুব গুরুত্বপূর্ণ..
* ভারতের সিস্টেম
কি সাধারণ মানুষদের ধোকা দেয়?*
আপনি নিজেই দেখুন:-
১- নেতা তো দুই আসন থেকে এক সঙ্গে নির্বাচন
লড়তে পারে কিন্তু...
আপনি দুই জায়গায় ভোট দিতে পারবেন না।
২-আপনি জেলে থাকলে ভোট দিতে পারবেননা,
কিন্তু নেতা জেলে থাকলেও নির্বাচনে দাঁড়াতে পারেন।
৩-আপনি যদি কখনও জেলে যান, সারা জীবনে কোন সরকারি চাকরি পাবেননা।
কিন্তু…
নেতা বহুবার হত্যা, বলাৎকার, গুন্ডামির মামলায় জড়িত হয়ে জেলে গেলেও, পিএম বা রাষ্ট্রপতি যা খুসি হতে পারেন,
৪-ব্যাঙ্কে মামুলী চাকরি পাওয়ার জন্যআপনাকে গ্র্যাজুয়েট হতে হবে
কিন্তু,নেতা টিপসই দাওয়া বা নিরক্ষর হলেও ভারতের ফাইনান্স মিনিস্টার হতে পারেন।।
৫- আপনাকে সেনাবাহিনিতে এক সাধারণ সিপাইয়ের চাকরির জন্যে একটা এডুকেশনাল সার্টিফিকেট ও 10 কিলোমিটার দৌড়ে দেখাতে হবে,
কিন্তু...নেতা যদি নিরক্ষর এবং লুলা-লংড়া হয়
সেও আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের চিফ মানে ডিফেন্স মিনিস্টার হতে পারে,
আর যাদের বংশে আজ পর্যন্ত কেউই স্কুলে পর্যন্ত যায়নি এবং নিজেও অশিক্ষিত ,সে নেতা দেশের শিক্ষামন্ত্রী পর্যন্ত হতে পারে।
আর যে নেতার নামে হাজারটা কেস চলছে, সেই নেতাও পুলিশ ডিপার্টমেন্টের চিফ মানে হোম মিনিস্টার পর্যন্ত হতে পারে।
যদি
আপনার মনে হয় এই সিস্টেমকে পরিবর্তন করা প্রয়োজন এবং
নেতা ও জনগণ, উভয়ের জন্য একটি মাত্র আইনই চাই।
তবে এই পোস্টটা ফরোয়ার্ড করে দেশকে জাগিয়ে তুলতে সাহায্য করুন।।
যদি ফরওয়ার্ড না করেন তাহলে আপনিও একজন নেতার দোষ বিচার করবেননা ...এবং এদের দ্বারা কোন ক্ষতির জন্য দায়ী আপনি নিজেই হবেন।
একজন সরকারী কর্মচারী 30 থেকে 35 বছর পর্যন্ত ভালভাবে চাকরি করার পর পেনশনের দাবীদার নয়? .যেখানে মাত্র 5 বছর জন্য বিধায়ক / সংসদের পেনশন আছে, এটি কোথায় ন্যায়সঙ্গত হয়...?
🏤 🎓
শ্রী ডি কে শ্রীবাস্তব
প্রধান সরকারি আইনজীবী
মুম্বই উচ্চ আদালত।
মুম্বই...
এই আবেদনটি প্রচারে রাখুন,
মুছবেন না
আমাদের আসলে এই সিস্টেমটি পরিবর্তন করতে হবে..🙏
Collected