most beautiful relationship

most beautiful relationship আমি নূর আলম মোল্লা

27/11/2025

Hum logoko ahvi khalleka umar hai🤣🤣🤣

27/11/2025

AIMIM
27/11/2025

AIMIM

SIR HELPLINE
11/11/2025

SIR HELPLINE

11/11/2025
King of Bollywood
18/10/2025

King of Bollywood

মাশাআল্লাহ
18/10/2025

মাশাআল্লাহ

I am Indian 🇮🇳
18/10/2025

I am Indian 🇮🇳

সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এক  #হিন্দু_বৃদ্ধা_মহিলা এসে সম্রাট জাহাঙ্গীরের কাছে নালিশ করলেন—“জাহাপনা, আমার সন্তান আপন...
13/10/2025

সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এক #হিন্দু_বৃদ্ধা_মহিলা এসে সম্রাট জাহাঙ্গীরের কাছে নালিশ করলেন—
“জাহাপনা, আমার সন্তান আপনার সেনাবাহিনীতে চাকরি করে; আর প্রতিদিন রাতে কোনো এক দুর্বৃত্ত আমার বাড়িতে এসে হামলা করে, আমার পুত্রবধুর সতিত্ব নষ্ট করতে চেষ্টা করে। আমি আপনার কাছে আমার পুত্রবধুর সতিত্ব রক্ষার্থে বিচার চাই।”

সম্রাট জাহাঙ্গীর কিছুই বললেন না। বুড়ি রেগে গিয়ে বললেন—
“জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখেছি, তুমি যদি আমার পুত্রবধুর সতিত্ব রক্ষার দায়িত্ব না নাও আমি কিয়ামতের দিন #তোমার_স্রষ্টার_আদালতে তোমাকে দাঁড় করাবো৷
অথবা, আমাকে দুই দিন সময় দাও, আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাবো।”

জাহাঙ্গীর কিছুই বললেন না; তখন, বুড়ি ভগ্ন হ্রদয়ে বাড়ি চলে গেলেন।

সেই রাতে সম্রাট জাহাঙ্গীর তরবারি হাতে ঘোড়ায় করে চলে গেলেন বুড়ির বাড়িতে। অন্ধকার রাত, বুড়ির বাড়িতে টিম টিম আলো জ্বলছে। জাহাঙ্গীর দূর থেকে দেখলেন, বুড়ির দরজায় একজন প্রহরী। তারপর ই জাহাঙ্গীর শুনলেন মেয়েলি কণ্ঠের আওয়াজ— “বাচাও, বাচাও..!”

সম্রাট জাহাঙ্গীর প্রহরীকে হত্যা করে বুড়ির ঘরে প্রবেশ করলেন। তারপর দুর্বৃত্তকে ধরে বুড়িকে বললেন— “বুড়ি আলো নিভিয়ে দাও।” বুড়ি আলো নিভিয়ে দিলেন আর সম্রাট জাহাঙ্গীর সেই দুর্বৃত্তের মাথা কেটে মাটিতে ফেলে দিলেন৷ তারপর বললেন— “বুড়ি আলো জ্বালাও।”

আলো জ্বালানোর পর সম্রাট জাহাঙ্গীর দুর্বৃত্তের মুখ দেখে বললেন— “আলহামদুলিল্লাহ্!”

এরপর জাহাঙ্গীর ঢক ঢক করে পানি পান করে বুড়িকে বললেন— “কাল তুমি তোমার পুত্রবধুকে নিয়ে আমার দরবারে হাজির হবে।”

পরেরদিন হিন্দু বৃদ্ধা মহিলা তার পুত্রবধুকে নিয়ে হাজির হলেন সম্রাট জাহাঙ্গীরের রাজ দরবারে। জমজমাট রাজদরবার, বুড়িকে জিজ্ঞেস করলেন— “আমি কেন তোমাকে আলো নিভাতে বলেছিলাম, তুমি কি জানো?”
বুড়ি বললেন— “নাহ্, জানি না।”
সম্রাট জাহাঙ্গীর উত্তর দিলেন—
“আমার ধারণা ছিল আমার বাড়ির এত কাছে আমার পুত্র ছাড়া কেউ এ কাজ করার সাহস পাবে না৷ আর, আমি আমার ছেলেকে হত্যা করতে পারব না, মনে দুর্বলতা আসতে পারে, বিচার বে-ইনসাফ হয়ে যেতে পারে, তাই আলো নিভাতে বলেছিলাম। কিন্তু, দুর্বৃত্তকে হত্যা করার পর আলো জ্বাললে বুঝলাম, সে আমার পুত্র নয়! তাই 'আলহামদুলিল্লাহ্' পড়েছিলাম।”

তিনি বুড়িকে আবার জিজ্ঞেস করলেন— “তুমি জানো কেন আমি তোমার ঘরে 'পানি' পান করেছিলাম?”
বুড়ি উত্তর দিলেন— “নাহ্, জানি না!”
জাহাঙ্গীর বললেন— “তুমি যখন আমার দরবারে নালিশ করেছিলে, 'কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে' তখন থেকে দুশ্চিন্তায় আমি কিছুই খাই নি! আমার ভয় হচ্ছিল, আমি ন্যায় বিচার করতে পারব কি না! পরিশেষে তোমার ঘরে গিয়ে এক গ্লাস 'পানি' পান করেছি।"

তারপর সম্রাট জাহাঙ্গীর নিজের মাথার 'মুকুট' খুলে হিন্দু বৃদ্ধা মহিলার পায়ের কাছে রেখে বললেন—
“বুড়ি, মনে রেখো— একজন মুসলমানের কাছে একজন হিন্দু পুত্রবধুর সতিত্ব সম্রাটের মাথার মুকুটের চেয়েও দামী।”

এই ছিল মুসলিম শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাস।

#মন্তব্য—
ইসলাম তরবারির মাধ্যমে জোর করে প্রতিষ্ঠিত হয়নি! কাওকে অপমান-অপদস্ত করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি! নিজেকে বড়, আর অন্যকে ছোট করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি! ঝগড়া আর গালাগালি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি!

ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে— সকল ধর্মের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে, অন্যের দুঃখে দুখি হয়ে, সততার মাধ্যমে। মানুষের প্রতি ভালোবাসা, মহব্বত আর... ন্যায়পরায়নতার মাধ্যমে।
সংগৃহীত।

King of romance
11/10/2025

King of romance

Address

Podrah Laskar Parah
Howrah
711109

Alerts

Be the first to know and let us send you an email when most beautiful relationship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share