SK news bangla

SK news bangla SK news bengla সত্য সবার আগে

27/11/2022

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও যুব সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভালোবাসায় সর্বোপরি শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়ের নির্দেশে এবং শিবপুর ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি স্বপ্নেন্দু সাহা মহাশয় এর উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হলো বাড়িতে বাড়িতে গিয়ে। ওয়ার্ডের সমস্ত মানুষ এর প্রশংসা ও সবাই আশীর্বাদ করে আগামী দিনের সাফল্য কামনা করলেন এলাকার সাধারণ মানুষ। শিবপুর ব্লক আইএনটিটিইউসির সভাপতি স্বপ্নেন্দু সাহা মহাশয় জানান তাদের এই কর্মসূচি প্রতি সপ্তাহের রবিবার চলবে , পুরো আট নাম্বার ওয়ার্ডেই পিছিয়ে পড়া মানুষদের মধ্যে এই শীতবস্ত প্রদান করা হবে।

27/11/2022

সিপিআইএম ও বিজেপি কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে মাসিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল পদযাত্রার আয়োজন করেন এবং এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের মহিলা সভানেত্রী নাসিমা কাজি বেগম ,হাওড়া জেলার আইএনটিটিউসির সভাপতি অরূপেস ভট্টাচার্য মাননীয় বিধায়িকা পিয়া পাল সাঁকরাইল ব্লকের সভাপতি অমৃত বসু এবং অন্যান্য ব্লক ও জেলা নেতৃত্ব ,এই মিছিল ভুরকুন্ডিতলা মোড় থেকে বাদামতলা গিয়ে শেষ হবে

24/11/2022

27সে নভেম্বর ও 4ঠা ডিসেম্বর কলকাতার টাকি বয়েজ স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে t3 ক্রিকেট টুর্নামেন্ট।প্রায় 30টি দল অংশ নেবেন এক ক্রিকেট টুর্নামেন্টে।লাইন্স ক্লাব অফ কলকাতা মাগনেটস ও রোটারি ক্লাব অফ কসবার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এই ক্রিকেট টুর্নামেন্ট এমনটাই জানালেন এই দুই সংস্থার কর্ণধার।

22/11/2022

রক্তদান মহৎ দান এই কথাকে সামনে রেখেই আমরা সবাই কার্তিক বাহিনী আজ রক্ত দান কর্ম সূচি হয়।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার মনোরঞ্জন দিয়াশি শিবপুর কেন্দ্রের তৃণমূল কেন্দ্রের সভাপতি মহেন্দ্র শর্মা সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। এই দ্বিতীয় বর্ষ রক্তদান কর্মসূচির আয়োজন করেন তারা। আজ প্রায় 70 জনের মতন রক্তদাতা রক্ত দান করেন। তবে আমরা সবাই কার্তিক বাহিনী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু দিনের মধ্যে তারা ছোট ছোট শিশুদের হাতে পড়ার সামগ্রী তুলে দেবে। এছাড়াও আগামী দিনে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ এর সাথে যুক্ত থাকবেন তারা।

21/11/2022

কলকাতায় হলো ১৫তম জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা শাশ্বত চ্যাটার্জী পরিচালক গৌতম ঘোষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তারই কিছু এক্সক্লুসিভ কভারেজ sp news বাংলার ক্যামেরায়।

21/11/2022

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবসমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিবপুর কেন্দ্রর বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি র নির্দেশে আজ শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যুব সভাপতি সুপ্রভাত মশাটের নেতৃত্বে কদমতলা বাজার সংলগ্ন এলাকায় প্রতিকী ক্যাপসুল যার নাম অভিষেক ব্যানার্জী (AB) ক্যাপসুল পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হল, যুব সভাপতির মূল বক্তব্য শুভেন্দু অধিকারী ওরফে লোডশেডিং অধিকারী, যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে তাই ওনার সুস্থতা কামনায় এই এবি ক্যাপসুল তুলে দেয়া হলো এলাকাবাসীর হাতে এবং বলা হলো আপনারা আপনাদের মতন করে পোস্ট করুন শুভেন্দু বাবুর ঠিকানায় ক্যাপসুল খেয়ে সুস্থ হয়ে ওঠে কারণ এই ক্যাপসুল এর অনেক গুন খেলেই মাথা মন শরীর ঠান্ডা হয়ে যায়

19/11/2022

কলকাতায় iccr -এ অনুষ্ঠিত হলো এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান "বোন ফোঁটা" ইন্দ্রানী গাঙ্গুলীর সৃস্টি ড্যান্স একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল, লিলি চক্রবর্তী সহ জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এই অনুষ্ঠানের থিম সং তৈরি করেছেন মল্লার ঘোষ ও মল্লিকা ঘোষ।

18/11/2022

আজ হাওড়া কোনা ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে খেজুর তলা সংলগ্ন এলাকায় হেলমেট বিহীন চালকদের গাড়িকে জরিমানার পাশাপাশি গাড়ির প্রমাণ পত্র না থাকায় গাড়ী গুলোকে আটক করা হল। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে বেশ কিছু বাইক আরোহী হেলমেট ছাড়া, বাইকের সঠিক কাগজপত্র এবং লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে যাতায়াত করেন। শুধু তাই নয় বিনা হেলমেটে বাইক আরোহীরা বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে যাতায়াত করেন ফলে বেড়ে চলেছে দুর্ঘটনা। তাই আজ এই হেলমেট বিহীন গাড়ি ধরতে তৎপর হয়েছেন হাওড়া সিটি পুলিশ।তাই আজ কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়। যাতে দুর্ঘটনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা যায়।

18/11/2022

হাওড়ার জগাছা থানা এলাকার নন্দীপাড়ার একটি আবাসনের ফ্ল্যাটে বৃহস্পতিবার দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার আবাসনের একটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী প্রবেশ করে। ফ্ল্যাটে উপস্থিত মহিলা নিধি ঝাঁ দরজা কলিং বেলের আওয়াজে দরজা খুললে ওই দুষ্কৃতী তাঁর গলা টিপে ধরে। স্থানীয় বাসিন্দাদের অনুমান লুটপাট চালানোর উদেশ্য নিয়েই এই হামলার ঘটনাটি ঘটেছে। মহিলার চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা বেরিয়ে পড়লে ওই দুষ্কৃতী ধরা পড়ার ভয়ে আবাসনের সিঁড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও আবাসনের নিচেও লোকজন জড়ো হয়ে যায়। তাঁদের হাতে ধরা পরে ওই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত ওই দুষ্কৃতীর নাম সাইফুল সর্দার। বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। এরপরই তাঁকে গণ পিটুনি দেয় এলাকার বাসিন্দারা। এরপর জগাছা থানাতে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জগাছা থানার পুলিশ। তারা ওই ব্যক্তিকে আটক করে। ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলেই জগাছা থানা সূত্রে খবর। প্রকাশ্য দিবালোকে এই ধরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার আধিকারিকরা। ওই দুষ্কৃতীর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই আক্রান্ত মহিলা নিধি ঝাঁ র সঙ্গে পূর্ব পরিচিতি ছিল কিনা তাও ক্ষতিয়ে দেখা হবে বলে জগাছা থানা সূত্রে খবর।

16/11/2022

হাওড়া শহরের ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতির প্রতিবাদে ফের রাস্তায় নামলো হাওড়া বিজেপি। মঙ্গলবার দিন বেলায় বিজেপির কর্মীরা পৌর নিগমের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার পৌর নিগম অভিযানের ডাক দিয়েছিলো হাওড়া বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রাইয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে পৌর নিগমের দিকে এগোতে থাকে। নিগমের সদর দফতরের আগেই ব্যারিকেড করে রেখেছিলো হাওড়া সিটি পুলিশ। সেই ব্যারিকেডকে ভেঙে এগোনোর চেষ্টাও করে বিজেপির কর্মীরা। এরপর তাঁরা রাস্তায় বসে পরে ডেঙ্গি মোকাবিলাতে পৌর নিগমের ব্যর্থতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আজকের কর্মসূচিতে উপস্থিত কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবারের কর্মসূচির নেতৃত্বে থাকা বিজেপি নেতা উমেশ রাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ও ফিরহাদ হাকিম ডেঙ্গি নিয়ে যতই দাবি করুক না কেন হাওড়া শহরে ডেঙ্গির পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। গোটা শহর ডেঙ্গির আতুরঘর হয়ে উঠেছে বলেই তিনি দাবি করেন। পাশাপাশি তিনি জানান অল্প বৃষ্টিতেই শহরের রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। কয়েকদিন কেটে গেলেও সেই জল নামছে না। এতে মশার উপদ্রপ বাড়ছে তাঁর সঙ্গে বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা। হাওড়া শহরের বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই ডেঙ্গির প্রকোপ বেড়েছে বলেই অভিযোগ করেন উমেশ। এছাড়াও তিনি বলেন শহরের সব প্যাথেলাজি সেন্টারে দিনে ২০-৩০ টি ডেঙ্গির নতুন কেস ধরা পড়ছে। হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী হাওড়া শহরের সভাতে এসে বলে গেছিলেন ১০০ কোটি টাকা নাকি ইতিমধ্যেই নিকাশির পাইলট প্রজেক্ট করতে খরচ হয়ে গেছে। তবে সেই টাকা কোথায় কি ভাবে খরচ হয়েছে কেউ জানে না। এখনও অল্প বৃষ্টি হলেই নগর নিগমের গেটের সামনেই জল দাঁড়িয়ে যায়। ওই ঘটনায় জমা জলে বিদ্যুৎপিষ্ট হয়ে সরকারী দফতরের কর্মী মারা যায়। এছাড়াও উমেশ অভিযোগ করেন পৌর নিগমের কোনও পরিকল্পনা নেই। একশো দিনের কাজের লোক দিয়ে কাজ করানো হচ্ছে। খোলা ড্রেন অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। শুধু বড় বড় কথা আর মিটিং করে যাচ্ছে পৌর নিগম। এঁদের কাছে সাফাই কর্মীদের জন্য মাস্ক, গ্লাভস, চশমা থেকে শুরু করে ধোঁওয়া দেওয়ার যন্ত্র অব্ধি নেই। মানুষের মৃত্যু হলেও পৌর নিগমের কিছু যায় আসে না। শুধু সরকারী অর্থ নয়ছয় করতেই এঁরা বসে আছে বলে অভিযোগ করেন উমেশ।
প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও অব্দি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৮২ জনের বেশি। যার মধ্যে গত মাসে শতাধিকের বেশি মানুষ ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছে। হাওড়া পৌর নিগমের আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে ৩৬% বলেই সূত্রের খবর। যদিও ২০১৯ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর অব্ধি মোট ২৫০০ মানুষ আক্রান্ত হয়েছিলেন। যদিও চলতি বছর এই সংখ্যার অনেক বেশি ডেঙ্গি আক্রান্ত হাওড়া শহরে। প্রকৃত তথ্য পৌর নিগম লুকোছে বলেও অভিযোগ বিজেপির।

15/11/2022

ভোটের আগেই ভোটার কার্ড উদ্ধার শাসকদলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে থেকে। তদন্ত করে দেখার আশ্বাস সাঁকরাইলের বিধায়িকার।

হাওড়ার কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চতুর্ভুজ কাটি ও মহিষগোট এলাকার নর্দমার মধ্যে পড়ে আছে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড। এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়ির চৌহোদ্দির মধ্যে পড়ে আছে একাধিক ভোটার, আধার কার্ড। ভোটার কার্ড, আধার কার্ড যার অধিকাংশই হাওড়া গ্রামীন এলাকার সাঁকরাইল ব্লকের। তবে গ্রামীনের বাসিন্দাদের ভোটের পরিচয় পত্র তৃণমূল নেতার বাড়ির চৌহোদ্দির মধ্যে কি ভাবে পৌঁছালো তা নিয়েই রহস্য দানা বাঁধছে। সংবাদ মাধ্যমের কর্মী বুঝতে পেরে খবর সংগ্রহের সময় একদিকে বাধা দেওয়ার চেষ্টা পাশাপাশি ওই স্থান থেকে চলে না গেলে শাসানোর চেষ্টা ও ভয় দেখানোর চেষ্টাও করা হয়। তবে কেন এই ঘটনা, বছর ঘুরতেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনের পূর্বে একাধিক ভোটার আধার কার্ড শেষক দলের নেতার বাড়ির নর্দমাতে কি ভাবে পৌঁছালো তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।
যদিও সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল বিষয়টি তিনি আগে জানতেন না। তিনি এই ধরণের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন সাংবাদিকদের সঙ্গে এহেন ব্যবহার কাঙ্খিত নয়। এছাড়াও ভোটার কার্ডের বিষয়ে তিনি ওই পঞ্চায়েত সদস্যর সঙ্গে ফোনে কথা বলেন। পঞ্চায়েত সদস্য তাঁকে জানান এগুলো পুরানো ভোটার কার্ড। নতুন ভোটার কার্ড করিয়ে দেওয়া হয়েছে। তবে পুরাতন হোক বা নতুন ভোটার কার্ড হোক সেটা যার ভোটার কার্ড সেই ব্যক্তির নিকট থাকা উচিৎ। সেই কার্ড কেন ওই পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনের নর্দমাতে এলো তা নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেন নি বলেই জানা যাচ্ছে। এছাড়াও বিধায়িকা জানান তিনি ব্লকের বিডিওকে জানাবেন। পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক স্তরেও তিনি কথা বলে এই ঘটনার তদন্ত করে দেখবেন। এই বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছ থাকা উচিৎ বলেই দাবি করেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল।
যদিও গোটা বিষয়টিকে নিয়ে মুখ খুলতে রাজি হন নি কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য দেবেন পাত্র। পঞ্চায়েতের সদস্যের বাড়ির কাছ থেকে কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি করে এত কার্ড এলো তা নিয়ে উঠছে প্রশ্ন?

15/11/2022

বাংলার অগ্নিকন্যা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিশু কল্যান ও শিশুদের শিক্ষায় আলোকিত করার আদর্শে অনুপ্রানিত হয়ে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ শিশু দিবস উপলক্ষে চ্যাটার্জি পাড়া বাসস্ট্যান্ডে সংগ্রামী লড়াকু নেতা প্রদীপ মাঝির আন্তরিক প্রচেষ্টায় এবং তারক চ্যাটার্জি,রবিন বেরা, গুড্ডু পান্ডে, দীপক দাস, রিতা মুখার্জী, অতনু জাটি, অলোক নন্দী, খোকা বারিক, সঞ্জয় সরকার, রাজেশ তেওয়ারি, বিশাল তিওয়ারি সহ ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে কিছু খাদ্য সামগ্রী উপহার স্বরূপ তুলে দেওয়া হলো।।

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK news bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share