Khirki - খিড়কি

Khirki - খিড়কি মুক্ত চিন্তা, ভাবনা এবং সমস্ত প্রগতিশীল সৃষ্টির বহিঃপ্রকাশ..!

মানব প্রেমিক লালন ফকির প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য     #লালন
17/10/2024

মানব প্রেমিক লালন ফকির প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য
#লালন

✍🏽 চিরকুট - Chirkut
11/10/2024

✍🏽 চিরকুট - Chirkut

মুক্ত করো ভয়..!
15/09/2024

মুক্ত করো ভয়..!

আমরা কিন্তু থাকছি পথে..!
13/09/2024

আমরা কিন্তু থাকছি পথে..!

উৎ-শব
11/09/2024

উৎ-শব

মহামান্য গণতন্ত্রে প্রশ্ন করা যায় মহামান্য!!যদিও আইন সম্পর্কে জ্ঞান অতি নগন্য। জানিনা,কোনটা ঠিক ভুল,ন্যায় পাপ, তাই,অপরাধ...
10/09/2024

মহামান্য

গণতন্ত্রে প্রশ্ন করা যায় মহামান্য!!
যদিও আইন সম্পর্কে জ্ঞান অতি নগন্য।
জানিনা,কোনটা ঠিক ভুল,ন্যায় পাপ,
তাই,অপরাধ না নিয়ে করবেন মাফ ।
তবে এটা জানি,কোনো তথাকথিত ছাড়ে,
কারও লম্বা হাত পৌছায় না, আপনার কলারে।
চেয়ারগুলো আরামদায়ক, বাতানুকূল কক্ষ,
দুয়ারে পাহারারত সদা, সরকারি যক্ষ।
আয়ব্যয়ের গন্ধ সযত্নে ডিঙিয়ে, বেশ তফাতে!
বিনামূল্যের বাংলো,বাতি-গাড়ি নিত্য সাথে।
বিনামূল্য বললাম বটে, মূল্য চোকায় যারা!
তাদেরই বিচার ফেরান্!! কি কারণে দায়সারা??
আচ্ছা ধর্মাবতার, আপনার যদি হয়ে থাকে ভুল!
কে করবে বিচার? নাকি প্রশ্নকর্তার সাজা শূল??
যদি ধরা পড়ে, কর্তব্যে নিখুঁত কোনো গাফিলতি!!
কে করবে বরখাস্ত? কিংবা পূরণ যত ক্ষতি??
আপনার সুকোমল শয্যায়,খুঁজে দেখেছেন নিজে ?
অভয়াদের রক্ত কান্নায়, বালিশ যায়নিতো ভিজে?
জীবিকা নির্বাহে, তিনশো দিন খাটে আমজনতা,
মাপ করবেন, আপনার বেলায় ঠিক কত তা??
আবারও বলি, আইন জ্ঞান আমার অতি নগন্য!
গণতন্ত্রে কি প্রশ্নের উত্তর কেউ দেয়? মহামান্য!!!

স্নেহাংশু

(সংগৃহীত)

We Stand for R G Kar Medical College, Kolkata
15/08/2024

We Stand for R G Kar Medical College, Kolkata



|| ভালো থেকো, মাধবীলতা ||উঠোন পেরিয়ে যখন চটির শব্দ মিলিয়ে গেল—পিছন ফিরে তাকায়নিবাঁশের খুঁটিতে টান পড়ত যে।পিছুটান বড়...
26/11/2023

|| ভালো থেকো, মাধবীলতা ||

উঠোন পেরিয়ে যখন চটির শব্দ মিলিয়ে গেল—
পিছন ফিরে তাকায়নি
বাঁশের খুঁটিতে টান পড়ত যে।
পিছুটান বড় বিষম রে মেয়ে।

সেই মেয়েটা,
সেই মেয়েটা যে বিকেল হলেই কাঁটা খুঁজত
চিরুনি - আয়না - ফিতে আর
সিঁথি রাঙাত গোধূলি দিয়ে,
সেই মেয়েটা।

শেষ রাতে কি হল কি জানি!
বিঁধলো কাঁটা ফলার মতো।
গোলাপি নরম পাপড়ি এলোচুলের ফাঁক দিয়ে
গলার কাছে দগদগে ঘা বসিয়ে দিল।
কে জানত? তখন আর বলতে পারবে না,
"মাধবীলতা, ভালো থেকো।"

কলম ও তুলিতে - সংযুক্তা
© Khirki - খিড়কি

সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরান ফাটে লো; বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি..!Typography by Prasun Pal© Khirki...
21/11/2023

সোনা দেহে ঘাম ঝরে,
দুঃখে পরান ফাটে লো;
বকুল ফুল বকুল ফুল,
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি..!

Typography by Prasun Pal
© Khirki - খিড়কি

08/11/2023

সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর উদ্যোগে আয়োজিত এক যুদ্ধ বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা।

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khirki - খিড়কি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khirki - খিড়কি:

Share

Category