Susmita nag page

Susmita nag page traveling , music

10/10/2023

*চলার পথে হটাৎ দেখা ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে shere করলাম*💐

আজ দুজনে বেরিয়েছিলাম একটু বাইক নিয়ে।সূর্যাস্ত তখনো বেশ কিছুটা বাকি, হটাৎ আমাদের সামনে একটি দৃশ্য আমাদের নজর কারলো।

একজন পুরুষ বাইক চালাচ্ছে ,বাইকের পেছনের সম্পূর্ণ জায়গাটা দখল করে আছে একটা মস্তবড়ো ঘাস ভর্তি বস্তা । বস্তার ওপরে বসে আছেন একজন মধ্য বয়সী মহিলা । তাদের দেখে স্বামী-স্ত্রী বলেই মনে হলো।ভদ্র মহিলার এক হাতে জল ভর্তি ক্যাম্পার, অপর হাতটা চালকের কাঁধে বেশ শক্ত ভাবে ধরা , বাইকটি যথেষ্ট স্পিডে ছিলো।

ভাবছিলাম কতখানি ভরসা থাকলে এই ভাবেও নিশ্চিন্তে পথ চলা যায়।🤝🏻

সম্ভবত রোদে গরমে সারাদিন খেতে কাজ করার পর ওদের বাড়ি ফেরার পালা।নিশ্চিত বাড়িতে পশু রয়েছে তাই সংগ্রহ করেছে ঘাস ,এখানে পানীয় জলের অনেক অভাব তাই হয়তো জল ভর্তি ক্যাম্পার।

এটাই হয়তো দায়িত্বের বা কর্তব্যের জীবন্ত ছবি🙏🏻

লোকে বলেনা মানুষ অভ্যাসের দাস, আজ দেখো ওরাও মনেহয় অভ্যাস করে কঠিন মুহূর্ত গুলোকে সহজ করে নিয়েছে তাই না!

ওরা হয়তো আমাদের মতো এত অজুহাত দেয়না।🤐

ওদের দেখে মনেহচ্ছে ভালো থাকার জন্য খুব-একটা বেশি কিছুর প্রয়োজন হয়না ,একে ওপরের পাশে থাকলে ,কাঁধে কাঁধ মিলিয়ে চললে হয়তো সব ভাবেই ভালো থাকা যায়।🫂

এই মানুষ গুলোকে দেখার পর নিজেদের জীবন নিয়ে অভিযোগ করতে ইচ্ছে হচ্ছে না।🙏🏻🫡

*এভাবেই ভালো থাকুক ওরা*🙏🏻❤️❤️

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Susmita nag page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share