প্রচেষ্টা

প্রচেষ্টা পরিবেশ সচেতনতা,খেলাধূলা নিয়ে লেখালিখি, বাংলায় ছড়িয়ে থাকা গ্রাম বাংলার পুজোর ইতিহাস তুলে ধরি।

সকলকে জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা❤️সকলের ভাল কাটুক 2026 !
01/01/2026

সকলকে জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা❤️
সকলের ভাল কাটুক 2026 !

27/12/2025

দ্বাদশ বর্ষ "ডোমজুড় বিজ্ঞান মেলা" এ বছরে অনুষ্ঠিত হতে চলেছে মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে আগামী ১৬ই জানুয়ারি থেকে ১৯শে জানুয়ারি ২০২৬
আজ তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হলো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হলো। মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী ভবানীপ্রসাদ রায় ও বেশ কয়েকজন সহ- শিক্ষক মিটিং-এ উপস্থিত থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বিশেষভাবে সহযোগিতা করেন।
এবারের থিম: "বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন ও স্থিতিশীল ভবিষ্যৎ"

প্রতিবছরের নয় এ বছরেও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন সম্মানে ভূষিত করা হবে:

* "হাওড়া-জ্যোতি" সম্মাননা:
মাননীয় শ্রী অষ্টম দাস, দেউলপুর, হাওড়া
* "সমাজ-মিত্র" সম্মাননা:
মাননীয় শ্রী রণজিৎ রাউত, উলুবেড়িয়া, হাওড়া
* "তরু-বান্ধব" সম্মাননা:
মাননীয় শ্রী শ্যামল জানা, পূর্ব মেদিনীপুর
* "প্রাণী বান্ধব" সম্মাননা :
মাননীয় শ্রী চিত্রক প্রামানিক, বাগনান, হাওড়া

বিজ্ঞান মডেল প্রদর্শনী ছাড়াও থাকছে তিনটি বিশেষ প্রদর্শনী:
১) মডেল সহ মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শনী।
২) পর্বতারোহনকারীদের জন্য প্রয়োজনীয় তাঁবু, জামাকাপড়, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সতর্কতা মূলক ব্যবস্থার প্রদর্শনী( 🙏এভারেস্ট জয়ী শ্রী মলয় মুখার্জী)।
৩) হাওড়া জেলার বিশিষ্ট ভারত্তোলক প্রশিক্ষক শ্রী অষ্টম দাস ও তাঁর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে প্রদর্শনী।
আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

Ankurhati P.A.J Club এর তরফ থেকে প্রচেষ্টা কে বিশেষ সম্মানে সম্মানিত করা হল তার চিত্র ।।
26/12/2025

Ankurhati P.A.J Club এর তরফ থেকে প্রচেষ্টা কে বিশেষ সম্মানে সম্মানিত করা হল তার চিত্র ।।

25/12/2025

হাওড়ার ডোমজুড়ের বাবা পঞ্চানন্দ ব‍্যাঙ্কোয়েট গত ২২ এবং ২৩-শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো, হাওড়া জেলা ডেকরেটার্স সমন্বয় কল‍্যাণ সমিতির ২য় আঞ্চলিক সম্মেলন।
রাজ‍্য এবং জেলার বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়ে ছিলো ২০০-র বেশি ডেকরেটার্স মালিকরা ।

#

দিনের সাথে বড় হোক সকলের মন ! সকলকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন ।Merry Christmas 💫❤️                           ...
25/12/2025

দিনের সাথে বড় হোক সকলের মন !

সকলকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন ।

Merry Christmas 💫❤️

25/12/2025

গতকাল রাতে সেন্ট পলস ক্যাথিড্রালে বড়দিনের বিশেষ প্রার্থনা ।

24/12/2025

ANKURHATI P.A.J GOLD CUP 2025 | MEGA FINAL MATCH HIGHLIGHTS ।।

হাওড়া জেলার সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট P.A.J GOLD CUP 2025 । এই টুর্নামেন্টর মেগা ফাইনাল খেলায় মুখোমুখি হয়ে ছিলো, বড়গাছিয়া ফুটবল ক্লাব এবং সন্তোষপুর টাইম স্টার ক্লাব।কোন দল ১১তম পি.এ.জে. গোল্ডকাপে ফাইনাল চ্যাম্পিয়ন হলো জানতে ভিডিওটা দেখুন ।

গত ১১ বছর ধরে হাওড়া জেলার অঙ্কুরহাটি P.A.J ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে P.A.J GOLD CUP ।দর্শকদের ভালোবাসায় এবং সহযোগিতায়...
24/12/2025

গত ১১ বছর ধরে হাওড়া জেলার অঙ্কুরহাটি P.A.J ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে P.A.J GOLD CUP ।
দর্শকদের ভালোবাসায় এবং সহযোগিতায় এই টুর্নামেন্টে হাওড়া জেলার সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আর সেই ANKURHATI P.A.J GOLD CUP-এর ১১ বছরের সেরা দর্শক হয়েছে মাননীয় ওয়ারিস মোল্লা। ক্লাবের তরফ থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় উপহার। এইভাবেই আপনারা ফুটবলকে ভালোবাসুন 😊

P.A.J GOLD CUP-কমিটির তরফ থেকে ফুটবল প্রেমী আজগরদাকে সামান্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।এই আজগরদা সবসময় ছুটে আ...
24/12/2025

P.A.J GOLD CUP-কমিটির তরফ থেকে ফুটবল প্রেমী আজগরদাকে সামান্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
এই আজগরদা সবসময় ছুটে আছে অঙ্কুরহাটি P.A.J মাঠে মাঠের পরিচর্যা থেকে শুরু করে মাঠকে পরিস্কার পরিচ্ছন্ন করে তোলে সে নিজের হাতেই।
এই সমস্ত মানুষ আছে বলেই এখনও বাংলার ফুটবল বেঁচে আছে !
প্রচেষ্টার পক্ষ থেকে আজগারদাকে জানাই অনেক অনেক কুর্নিশ❤️

24/12/2025

P.A.J Gold Cup 2026 | অঙ্কুরহাটি P.A.J FOOTBALL GROUND -য়ে কবে থেকে শুরু হচ্ছে ফুটবলের লড়াই?

11th PAJ Gold Cup 2025 এর বিশেষ পুরস্কার।।🏆ফেয়ার প্লে ট্রফি : আর এস কে কোড়লা ।🥇বেস্ট অফিশিয়াল : ডোমজুড় অল স্টার।👕বেস...
23/12/2025

11th PAJ Gold Cup 2025 এর বিশেষ পুরস্কার।।
🏆ফেয়ার প্লে ট্রফি : আর এস কে কোড়লা ।
🥇বেস্ট অফিশিয়াল : ডোমজুড় অল স্টার।
👕বেস্ট ইউনিফর্ম: নিবড়া ইয়ং ইন্ডিয়া সমতি
🏟️ বেস্ট ইন্টারটেনার দল : এইচ এস প্রিন্ট ধূলাগড়

Address

Makardah
Howrah
711409

Telephone

+918337042980

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রচেষ্টা:

Share