প্রচেষ্টা

প্রচেষ্টা পরিবেশ সচেতনতা,খেলাধূলা নিয়ে লেখালিখি, বাংলায় ছড়িয়ে থাকা গ্রাম বাংলার পুজোর ইতিহাস তুলে ধরি।

১৯০৮ সালে আজকের দিনেই ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল.. মৃত‍্যুর সময় তাঁর বয়স আঠারো বছর আট মাস আট দিন... প্রচেষ্টার প...
11/08/2025

১৯০৮ সালে আজকের দিনেই ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল.. মৃত‍্যুর সময় তাঁর বয়স আঠারো বছর আট মাস আট দিন...

প্রচেষ্টার পক্ষ থেকে ওনাকে জানাই প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী...

11/08/2025

গত বছরের মতো আমারা এবারও কিছু ভাই বোনেদের হাতে, নতুন জামা,প্যান্ট তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি । এবারেও আমরা পৌঁছে যাব পুরুলিয়ার প্রত‍্যন্ত‍ গ্রামে ।
আপনারাও আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন ।
বিশদে জানতে যোগাযোগ করতে পারেন-9123331373

09/08/2025

এলাকায় শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে কয়েকজন বিশিষ্ট শিক্ষানুরাগীর উদ্যোগে ১৯৭৫ সালে এই বিদ্যালয়ের সূচনা ঘটে। নামকরন করা হয় অঙ্কুরহাটী জুনিয়র হাইস্কুল। সূচনা কালে বিদ্যালয়ের নিজস্ব কোন জায়গা, ভবন না থাকায় অঙ্কুরহাটী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে একই সঙ্গে চালানো হত এই বিদ্যালয়ের পঠন-পাঠন। এলাকার শিক্ষিত যুবক যুবতীদের স্বেচ্ছা শ্রমে চলত ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন। ক্রমশ শিক্ষকদের অনেকেই আগ্রহ হারাতে শুরু করলে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে ওঠে। এমতাবস্থায় প্রাথমিক স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক স্বর্গীয় অজিত কুমার চক্রবর্তী মহাশয়ের অনুপ্রেরণায় স্কুলটিকে বাঁচিয়ে রাখার তাগিদে কলেজে পড়তে পড়তেই আমরা কয়েকজন বন্ধু-বান্ধব নতুন করে বিদ্যালয়কে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহন করি। সালটা ছিল ১৯৮০। তখন থেকে সকাল বেলা প্রাথমিক বিদ্যালয়ের ভবনেই চালানো শুরু হয় অঙ্কুরহাটী জুনিয়ার হাইস্কুলের কাজকর্ম। ভবিষ্যতে চাকুরীর উদ্দেশ্য নিয়ে নয় বরং একান্ত ভাবে সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষানুরাগী মরহুম সেখ বরজাহান সাহাবের অনুপ্রেরনাই আমাদের এ কাজে নিয়োজিত হওয়া ও টিকে থাকার অক্সিজেন যুগিয়েছিল। প্রাথমিক স্তরে বিদ্যালয়কে টিকিয়ে রাখার মূলে এই বরজাহান সাহেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যক্তিকে বাদ দিয়ে স্কুলের ইতিহাস রচনা করা যায় না। তাঁর আন্তরিকতার কোন ঘাটতি ছিলনা। বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ করে তিনি বিদ্যালয়ে অর্থের যোগান দিতেন। তা থেকে আমাদের প্রথম দিকে ২০ টাকা এবং পরে ৩০ টাকা করে মাসিক সাম্মানিক প্রদান করা হত। বাকি টাকায় চালানো হত অন্যান্য খরচ। ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করা হলেও তা ছিল অতি সামান্য। আবার সব ছাত্র-ছাত্রীর কাছ থেকে তা নেওয়া হতনা।
এর মধ্যে আমরা অনেকেই স্নাতক হলাম। আমাদের

অনেকেই আগ্রহ হারিয়ে স্কুল ছেড়ে চলে গেলেন। ফলে নতুন করে সমস্যা তৈরী হল। দেখা দিল শিক্ষকের অভাব। তবে অচিরেই বরজাহান সাহেব ও অজিত বাবুর তৎপরতায় আমরা তা কাটিয়ে উঠলাম। স্বেচ্ছা শ্রমে শিক্ষকতার কাজে যোগ দিলেন মতিবাবু (মরহুম মতিউর রহমান মন্ডল) এবং পরে ভীম বাবু (ভীম চন্দ্র ঘোষ)। এক দিকে এই ভাবে শিক্ষকতা অপরদিকে আর্থিক সমস্যা। আর্থিক ক্ষতির মুখেও ন্যায় একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হল এবং সেই সঙ্গে একজন চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করা হল। সেও বরজাহান সাহেবেরই আর্থিক সাহায্যে। সংকট যখনই বিদ্যালয়ের সরকারী অনুমোদন দরকার। ৬৭ সালে শিক্ষক দিয়ে আমরা যখন প্রধান শিক্ষকের সুপারিশে আবেদন করলাম তখন সরকার থেকে অনুমোদন পাওয়াটা আমার মনে হয় এক যাদু। তবে আমার বয়স, অথবা আমার ও মানবিক পঠন থেকে কোন বাধাই হতে হতে পারেনি।
আমি প্রধান শিক্ষক হলেও সব সময়েই আমার মনে হতো আমি সেখ বরজাহান সাহাবের একজন চতুর্থ শ্রেণীর কর্মী। স্কুল হল স্কুলের সরকারী অনুমোদনের চেয়েও বড় কিছু। তবে আমি মনে করি এর পিছনে বরজাহান সাহাবের অবদানই আছে। তিনি কোন শিক্ষক নন, তিনি একজন সমাজকর্মী মানুষ ও অন্যন্যা গুণের মধ্যে কোন অনুমানের তুলনা করা যায়না। তিনি বেঁচে থাকলে হয়তো আজো সেখ জানেট মেমোরিয়াল মরম সেখ সাহাজান সাহাব স্মৃতি বিদ্যালয়টা অন্য রকম থাকত।

❤️🔥

সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা❤️ ।
09/08/2025

সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা❤️ ।

আকাশের ও আজ মুখ ভার সে অনবরত ঝরে চলেছে আজ,কারন আজ যে সকলের প্রানেররবি ঠাকুরের চলে যাওয়ার দিন, ২২ শে শ্রাবণ যে আজ...     ...
08/08/2025

আকাশের ও আজ মুখ ভার
সে অনবরত ঝরে চলেছে আজ,
কারন আজ যে সকলের প্রানের
রবি ঠাকুরের চলে যাওয়ার দিন,
২২ শে শ্রাবণ যে আজ...

খুব শীঘ্রই হাওড়া জেলায় আসতে চলেছে এক নতুন রুট 🤍💛মুন্সিরহাট ⚜️ নিউটাউন ভায়া :- বড়গাছিয়া, সন্তোষপুর, ডোমজুড়, মাকড়দহ...
07/08/2025

খুব শীঘ্রই হাওড়া জেলায় আসতে চলেছে এক নতুন রুট 🤍💛
মুন্সিরহাট ⚜️ নিউটাউন

ভায়া :- বড়গাছিয়া, সন্তোষপুর, ডোমজুড়, মাকড়দহ, সলপ, কোনা হাই রোড, বালিহল্ট, দক্ষিণেশ্বর, ডানলপ ব্রিজ, দূর্গানগর, এয়ারপোর্ট, হলদিরাম, চিনারপার্ক, সিটি সেন্টার ২, ইকোপার্ক
📷 :- পৃথ্বীশ মন্ডল

তথ্য- কলকাতা বাস-ও-পিডিয়া ।

Address

Makardah
Howrah
711409

Telephone

+918337042980

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রচেষ্টা:

Share