Islamic story

Islamic story Quran question
all online service center is available for any problem solving skills and aadhar card

21/09/2024

*ভিডিওটি সেভ করে আপনার কাছে রাখবেন না বা আপনার মোবাইলে লুকিয়ে রাখবেন না কিন্তু*
*প্রতি ১ জন এই ভিডিওটি ৩ জনকে পাঠাতে হবে*
3 জন × 3 = 9 জন
9 জন × 3 = 27 জন
27 জন × 3 = 81 জন
ব্যক্তি
243 জন × 3 = 729 জন
729 জন × 3 = 2187 জন
2187 জন × 3 = 6561 জন
6561 জন x 3 = 19683 জন
19683 জন x 3 = 59049 জন
59049 জন x 3 = 18 লাখ মানুষ
18 লাখ মানুষ x 3 = 54 লাখ মানুষ
54 লাখ মানুষ x 3 = 1.62 কোটি মানুষ
1.62 কোটি মানুষ x 3 = 5 কোটি মানুষ
5 কোটি মানুষ x 3 = 15 কোটি মানুষ
*২১ কোটি ৮৭ লাখ*
মুসলিম জনসংখ্যার অধিকাংশই ভারতে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে এই কাফেলা।
*ইনশাআল্লাহ*

এই কাজটি আমাদের করতে হবে, অন্য ধর্মের লোকদের নয়। এটা আমাদের উম্মাহর কন্যাদের ঈমানের প্রশ্ন। আমার ভাইয়েরা!
আমি জানি না কোন কাজটি আমাদের প্রভুকে সন্তুষ্ট করে এবং আল্লাহ তার জন্য আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেন।
:-🫵

আমি আমার কাজ করেছি, এখন আপনার পালা •

Mashallah mashallah
05/12/2023

Mashallah mashallah

05/12/2023

Subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ نُفَيْعٍ أَبِي دَا...
04/12/2023

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ نُفَيْعٍ أَبِي دَاوُدَ، عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ وَمَنْ أَنْظَرَهُ بَعْدَ حِلِّهِ كَانَ لَهُ مِثْلُهُ فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ ‏"‏ ‏.‏

বুরায়দাহ আল-আসলামী (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি (ঋণগ্রস্ত) অভাবী ব্যক্তিকে অবকাশ দিবে, সে দান-খয়রাত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি ঋণ শোধের মেয়াদ শেষ হওয়ার পর ও সময় বাড়িয়ে দিবে সেও প্রতিদিন দান-খয়রাত করার সওয়াব পাবে। [২৪১৮]

ফুটনোট: [২৪১৮] আহমাদ ২২৪৬১, ২২৫৩৭, সহীহাহ ৮৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী নুফায় আবু দাউদ সম্পর্কে আবু বিশর আদ-দাওলাবী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম তিরমিযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত তার থেকে কোন হাদিস গ্রহন করা যাবে না। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৪৬৬, ৩০/১০ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু নুফায় আবু দাউদ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৯০ টি শাহিদ হাদিস রয়েছে। তন্মধ্যে ১ টি জাল, ১৮ টি খুবই দুর্বল, ৯৬ টি দুর্বল, ৮১ টি হাসান, ৯৪ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ মুসলিম ১৫৬৫, ৩০১৫, তিরমিযি ১৩০৬, আবু দাউদ ৩৪৬০, দারিমী ২৫৮৮, আহমাদ ৫৩৩, ৩০০৮, ৪৭৩৫, ৭৩৮৩, ১৫০৯৪, ১৫০৯৫, মুসান্নাফ আবদুর রাযযাক ২৪৬৮, মু'জামুল আওসাত ৮৭৯, ৮৮৯, ২২১৭, ৪১২৪, ৪২৪১, ৪৫৩৭, ৪৫৯২, ৫০২২, ৭৯২০, ৮২৪৮।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৪১৮
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লা’নত(অভিসাপ)করেছেন নারীরূপী পুর...
04/12/2023

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লা’নত(অভিসাপ)করেছেন নারীরূপী পুরুষ ও পুরুষরূপী নারীদের উপর এবং বলেছেন, তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন। [১৩২৫]
ফুটনোটঃ
[১৩২৫] বুখারী ২১৫২, ২১৫৪, ২২৩৩, মুসলিম ১৭০৩, ১৭০৪, তিরমিযী ১৪৩৩, ১৪৪০, আবু দাউদ ৪৪৬৯, ৪৪৭০, ইবনু মাজাহ ২৫৬৫, আহমাদ ৭৩৪৭, ৮৬৬৯, মালেক ১৫৬৪, দারেমী ২৩২৬।

বুলুগুল মারাম, হাদিস নং ১২১৮
হাদিসের মান: সহিহ হাদিস।saddam

04/12/2023

I'm Indian girl

अल्लाह के नाम से, जो अत्यन्त कृपाशील तथा दयावान् है।2:101وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّنْ عِندِ اللَّـهِ مُصَدِّقٌ لِّمَ...
21/11/2023

अल्लाह के नाम से, जो अत्यन्त कृपाशील तथा दयावान् है।

2:101
وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِّنْ عِندِ اللَّـهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّـهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ﴾ 101 ﴿

हिंदी अनुवाद
तथा जब उनके पास अल्लाह की ओर से एक रसूल, उस पुस्तक का समर्थन करते हुए, जो उनके पास है, आ गया,[1] तो उनके एक समुदाय ने जिनहें पुस्तक दी गयी, अल्लाह की पुस्तक को ऐसे पीछे डाल दिया, जैसे वे कुछ जानते ही न हों।Saddam mallick

Hello darling 😘
27/10/2023

Hello darling 😘

Allah hoakbr  #সুবহানাল্লাহ Islamic story
18/10/2023

Allah hoakbr #সুবহানাল্লাহ Islamic story

Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Islamic story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic story:

Share