Titaser khas khobor/ তিতাসের খাস খবর

  • Home
  • India
  • Hugli
  • Titaser khas khobor/ তিতাসের খাস খবর

Titaser khas khobor/ তিতাসের খাস খবর Hi Friends I am Manoswita,I read in class vi
My hobby ::
Travel and tour
craft and Drawing

প্রায় 3.2 বিলিয়ন বছর আগে যখন সমগ্র পৃথিবী জলে আচ্ছাদিত ছিল, তখন সমুদ্র থেকে প্রথম যে ভূমি বেরিয়েছিল তা আজকের ঝাড়খণ্ড...
25/07/2025

প্রায় 3.2 বিলিয়ন বছর আগে যখন সমগ্র পৃথিবী জলে আচ্ছাদিত ছিল, তখন সমুদ্র থেকে প্রথম যে ভূমি বেরিয়েছিল তা আজকের ঝাড়খণ্ডে বর্তমান! একে "সিংহভুম ক্র্যাটন" বলা হয়, যার শিলা পৃথিবীর আদিকালের সাক্ষ্য বহন করে।
এটি ভারতের জন্য গর্বের বিষয় যে সমগ্র বিশ্বের প্রাচীনতম ভূমি আমাদের দেশে বিদ্যমান, এবং এই স্থানটি মানব ইতিহাসের চেয়ে অনেক প্রাচীন!

#সংগৃহিত ゚

যুগান্তকারী এক আবিষ্কার – তার ছাড়াই বিদ্যুৎ পাঠানো এখন আর কল্পনা নয়, বাস্তব! যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ড...
25/07/2025

যুগান্তকারী এক আবিষ্কার – তার ছাড়াই বিদ্যুৎ পাঠানো এখন আর কল্পনা নয়, বাস্তব! যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা (DARPA) সম্প্রতি ৯ কিলোমিটার দূরে তারবিহীনভাবে বিদ্যুৎ প্রেরণ করে বিশ্বকে চমকে দিয়েছে।

এই সাফল্যের মধ্য দিয়ে স্মার্ট সিটি, মহাকাশ যান, সামরিক ঘাঁটি এমনকি দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

ডারপার POWER প্রোগ্রামের অধীনে লেজার প্রযুক্তি ব্যবহার করে উচ্চক্ষমতার বিদ্যুৎ রূপান্তর করা হয়েছে আলোর বিমে, যা পাঠানো হয়েছে বহু দূরের গ্রাহকের কাছে।
সেখানে ফটোভোল্টেইক সেল প্রযুক্তি ব্যবহার করে আলোকে আবার বিদ্যুতে রূপান্তর করা হয়।

ডারপার দাবি, তারা ২০২৫ সালের মে মাসে ৮.৬ কিমি দূরে ৮০০ ওয়াটের বেশি শক্তি পাঠাতে সক্ষম হয়েছে। এমনকি পরীক্ষায় লেজারের শক্তি ব্যবহার করে দূরবর্তী এক স্থানে পপকর্ন পর্যন্ত তৈরি করে এর কার্যকারিতা দেখানো হয়েছে।

উল্লেখযোগ্য যে, উনবিংশ শতকে বিজ্ঞানী নিকোলা টেসলা প্রথম এমন বিদ্যুৎ প্রেরণের স্বপ্ন দেখেছিলেন। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা সফল হয়নি। এবার ডারপার গবেষণাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল।
বিশেষজ্ঞরা বলছেন, এ প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে। নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ – কারণ উচ্চশক্তির লেজার ভুল লক্ষ্যবস্তুতে পৌঁছালে তা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ।

তবে যথাযথ নিরাপত্তা প্রোটোকল ও অবকাঠামো নিশ্চিত করা গেলে, এটি হয়ে উঠবে আগামী দিনের বিপ্লবী শক্তি সমাধান।.


বাগপতে আর্কিওলজিক্যাল সার্ভেতে যে ধাতুর অস্ত্র পাওয়া গেছে বুদাপেস্টের ল্যাবে কার্বন ডেটিং করে তার বয়স নির্ধারিত হয়েছে...
20/07/2025

বাগপতে আর্কিওলজিক্যাল সার্ভেতে যে ধাতুর অস্ত্র পাওয়া গেছে বুদাপেস্টের ল্যাবে কার্বন ডেটিং করে তার বয়স নির্ধারিত হয়েছে কম বেশি পাঁচ হাজার বছর।

খবরটা অনেকেই জানেন কিন্তু এই আবিষ্কারের গুরুত্ব কী সেটা বোঝানোর জন্যই এই পোস্ট।

এতদিন পর্যন্ত ইতিহাসবিদদের বক্তব্য ছিল ভারতে আধুনিক ধাতুবিদ্যা মানে মেটালার্জি যিশু জন্মের এক হাজার বছর আগে ছিল। তার আগে উন্নত ধাতুবিদ্যা ছিল না। এই আবিষ্কার দেখিয়ে দিল তিন হাজার নয় পাঁচ হাজার বছর আগে ভারতে মেটালার্জি ছিল।

এই ঐতিহাসিক তথ্য প্রমাণ করে চালকোলিথিক পিরিয়ডে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যোদ্ধা জাত ছিল। যারা এই অস্ত্র ব্যবহার করতো। এই তথ্য মহাভারতের গল্পের সঙ্গে জুড়তে পারছেন? সময়কাল কিন্তু মোটামুটি একই। মিথের সময় আর অস্ত্রের নির্মাণকাল।.............................তথ্য ও ছবি সংগৃহীত।।

 #সাপের_কামড়?  ゚    #সংগৃহীত   ‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব রাতে বিছানায় উঠে আসে বিষধর কালাচ৷ কেন ওঠে? গোখরো, কেউটের...
17/07/2025

#সাপের_কামড়? ゚
#সংগৃহীত

‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব

রাতে বিছানায় উঠে আসে বিষধর কালাচ৷ কেন ওঠে? গোখরো, কেউটের কামড়ে মৃত্যু হচ্ছে আকছার৷ আর যেন কারও প্রাণ না যায়৷ তবে সাপ মারবেন না৷ ওরা শত্রূ নয়৷ জেনে রাখুন বিষধরদের মতিগতি৷ সাপ কামড়ালে ঝাড়ফুঁক নয়, ‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব৷ কীভাবে?

পরিসংখ্যান বলছে, আমাদের দেশে(ভারতে) প্রতিবছর সাপের কামড়ে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়৷ বেসরকারি মতে, সংখ্যাটা লক্ষাধিক৷ অথচ অস্ট্রেলিয়ায় আমাদের দেশে থেকে অনেক বেশি বিষধর সাপ থাকলেও মৃত্যু হয় পাঁচবছরে সাকুল্যে দুই থেকে তিন জনের৷ আসলে আমাদের দেশে এখনও বহু মানুষ সর্পদংশনের পর ডাক্তারদের তুলনায় ওঝা, ঝাড়ফুঁকের উপর বেশি ভরসা রাখে৷ ফলে রোগী গুরুত্বপূর্ণ প্রথম কয়েক ঘণ্টা (গোল্ডেন আওয়ার) বিনা চিকিৎসায় নষ্ট হয়ে যায়৷ সমীক্ষা অনুযায়ী সাপে কাটা রোগীদের মধ্যে মাত্র ২২ শতাংশ সরকারি হাসপাতালে আসেন৷ জনমানসে ভ্রান্ত ধারণার ফলেও অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে৷

ঘাতক
ভারতে প্রায় আড়াইশো প্রজাতির সাপ আছে, তার মধ্যে ৫২টি প্রজাতি বিষধর৷ এর মধ্যে ৪০টিরও বেশি প্রজাতির সাপ সামুদ্রিক৷ পশ্চিমবঙ্গে মাত্র ছটি বিষধর প্রজাতির সাপ পাওয়া যায়৷ এর মধ্যে চারটি সাপের কামড়েই বেশি মৃত্যু হয়৷

#গোখরো
ফণাধর ও নার্ভবিষযুক্ত৷ এদের ফণার পিছনে ইংরাজি ইউ অক্ষরের মতো একটি চিহ্ন� থাকে৷ যাকে খড়ম চিহ্নও বলা হয়৷ এদের কামড়ে ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা হয় এবং ক্রমাগত ফুলতে থাকে৷ এদের স্থানীয় নাম খরিস৷ এক ছোবলে ১৫ মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে৷

#কেউটে
ফণাধর ও নার্ভবিষযুক্ত৷ এদের ফণার পিছনে থাকে পদ্মচিহ্ন�৷ এদের স্থানীয় নাম আলকেউটে, কালকেউটে, শামুকভাঙা৷ বিষের মারণডোজ ১৫ মিলিগ্রাম৷

#চন্দ্রবোড়া
এই সাপের বিষ রক্তকণিকা ধ্বংস করে৷ এটি বাংলার একমাত্র হিমোটক্সিক সাপ৷ এই সাপ সবথেকে বেশি প্রাণ কাড়ছে বাংলায়৷ সাপটি মোটা চেহারায়৷ বাদামি বা কাঠ রঙের৷ ফণাহীন সাপ৷ গায়ে চন্দন হলুদ চাকা চাকা দাগ৷ এরা কামড়ালে রোগীর রক্ততঞ্চনের গন্ডগোল হয়৷ চিকিৎসায় দেরি হলে রোগীর কিডনি নষ্ট হতে থাকে৷ মূত্রে রক্ত এসে যায়৷

#কালাচ
এটি ভয়ংকর বিষধর৷ রহস্যময় সাপ৷ ফণাহীন মাঝারি চেহারার এই সাপটির গায়ের রং কালো, তার উপর সরু সরু সাদা ব্যান্ড৷ দিনের বেলা এদের প্রায় দেখাই যায় না৷ রাতে এরা খোলা বিছানায় উঠে আসে৷ কেন ওঠে তা আজও অজানা৷
এছাড়া আছে মারাত্মক বিষধর শাঁখামুটি সাপ৷ চেহারায় বেশ বড়৷ গায়ের রং উজ্জ্বল হলুদ আর কালোর উপর ব্যান্ড৷ এরা খুবই শান্ত প্রকৃতির৷ সাধারণত মানুষকে কামড়ায় না৷

#বিষহীন_সাপ
ঘরচিতি, কালনাগিনী, দাঁড়াশ, লাউডগা, তুতুর, বেত আছড়া, অজগর, জলঢোঁড়া, মেটেলি, জলমেটেলি৷

#সামুদ্রিক_সাপ
চ্যাপ্টা লেজের সামুদ্রিক সাপ ভীষণ বিষধর৷ এই ধরনের সাপ কামড়ালে প্রাণে বাঁচানো মুশকিল৷ এএসভি ইঞ্জেকশন এই সাপের কামড়ে কাজ করে না৷

প্রাথমিক চিকিৎসা
‘RIGHT’ ফর্মুলা মাথায় রাখতে হবে৷ R(Reassurance)–প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে৷ কারণ রোগী খুবই আতঙ্কের মধ্যে থাকেন৷ আতঙ্ক মৃত্যু ডেকে আনতে পারে৷ রোগীকে বোঝান সাপের কামড়ে আক্রান্ত বহু মানুষ চিকিত্সার ফলে বেঁচে উঠেছে৷ আপনি নিশ্চিন্ত থাকুন৷

I(Immobilization)–যত কম নাড়াচাড়া হবে, তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে৷ স্কেল বা বাঁশের টুকরো সহ হাতে বা পায়ে (যে অংশে কামড়াবে) কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন৷ হাত বা পা যাতে তিনি ভাঁজ করতে না পারেন তাই এই ব্যবস্থা৷

GH(Go to Hospital)–ফোন করে জেনে নিন আপনার নিকটতম হাসপাতালে এভিএস, নিওস্টিগনিন, অ্যাট্রোপিন এবং অ্যাড্রিনালিন আছে কি না৷ মাথায় রাখবেন, সাপের কামড়ের সম্পূর্ণ চিকিৎসা একটি ব্লক প্রাইমারি হেল্থ সেণ্টারেই সম্ভব৷

T(Tell Doctor For Treatment)–হাসপাতালে গিয়ে চিকিৎসককে সাপের কামড়ের চিকিৎসা করতে বলুন৷ রোগীর কথা জড়িয়ে যাওয়া, নাকি সুরে কথা বলা, চোখের পাতা পড়ে আসা এগুলি লক্ষ্য করতে চিকিৎসককে জানান৷

#রুল_অফ_১০০
সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার এএসভি শরীরে প্রবেশ করালে রোগী বেঁচে যাবে৷ AVS সমস্ত সাপের কামড়ে দেওয়া হয়না , শুধুমাএ বিষক্রিয়া দেখা যাচ্ছে এমন রোগীকেই দেওয়া হয়ত। কারণ প্রচুর ড্রাই বাইট হয়

খেয়াল রাখুন, ডাক্তারকে বলুন
পথে আসার সময় কামড়ের জায়গায় ফোলা কতটা বৃদ্ধি পেয়েছে৷ ঠিক কত সময় আগে রোগী বলছেন যে চোখ বন্ধ হয়ে আসছে৷ কতক্ষণ পর্যন্ত রোগী কথা বলতে পেরেছেন৷

লোকের ধারনা কি সাপ না বললে চিকিৎসা শুরু অসুবিধা, তা ঠিক নয়।

কী করবেন
• শান্ত থাকবেন
• কাছাকাছির মানুষজনকে ডাকবেন৷
• হাতে ঘড়ি বা চুড়ি, বালা থাকলে খুলতে হবে৷
• ক্ষতস্থান যত সম্ভব স্থির রাখতে হবে৷
• যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে৷

কী করবেন না
• কোনওরকম বাঁধন দেবেন না৷
• কামড়ের জায়গায় কোনও কেমিক্যাল লাগাবেন না৷
• কামড়ের স্থানে ঠান্ডা, গরম, বরফ জল দেবেন না৷
• কেটে চিরে বিষ বের করার চেষ্টা করবেন না৷
• মনে রাখবেন, সাপ যখন কামড়ায় তার বিষ দাঁতের মাধ্যমে ইঞ্জেকশনের মতো শরীরের ভিতরে চলে যায়৷ বিষ পাম্প বলে একরকম অবৈজ্ঞানিক বস্তু প্রয়োগ করে ভোজবাজি দেখানো হচ্ছে৷ এগুলি সব অর্থহীন৷ উল্টে চন্দ্রবোড়া সাপের কামড়ের পর ক্ষতস্থান চিরলে মারাত্মক রক্তপাত হতে পারে৷
• রোগী নিজে দৌড়ে বা সাইকেল চালিয়ে আসবেন না৷
• সাপ ধরে হাসপাতালে আনার দরকার নেই৷

সাপ ঠেকাবেন কীভাবে?
• বাড়ির চারপাশ পরিচছন্ন রাখুন৷ কার্বলিক অ্যাসিড শরীরে লাগলে ক্ষতি হয় তাই ব্যবহার না করাই ভাল৷ চুনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দিন৷ এর ঝাঁঝালো গন্ধে সাপ আসে না৷
• রাতে অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে শোবেন৷ দরজা-জানলার নিচে ফাঁকা জায়গা কাপড় গুঁজে ভরাট করে রাখতে পারেন৷
• অন্ধকারে হাঁটাচলা করবেন না৷ হাতে লাঠি নিয়ে রাস্তা ঠুকে চলুন৷ হাততালি দিয়ে লাভ নেই, কারণ সাপের কান নেই৷
• জুতো পরার আগে সেটা ঝেড়ে নিন৷ মাটির ব।

জানেন কি?
13/07/2025

জানেন কি?

130টি আগ্নেয়গিরির শিলা নমুনার সমীক্ষায় দেখা যায় যে আফ্রিকার আফার অঞ্চলের নীচে ছন্দময় ম্যান্টল উত্থিত হচ্ছে , যা মহাদ...
03/07/2025

130টি আগ্নেয়গিরির শিলা নমুনার সমীক্ষায় দেখা যায় যে আফ্রিকার আফার অঞ্চলের নীচে ছন্দময় ম্যান্টল উত্থিত হচ্ছে , যা মহাদেশীয় ফাটল চালাচ্ছে। টেকটোনিক প্লেটের গতিবিদ্যার সাথে আবদ্ধ এই "হার্টবিটের মতো" প্রশাখা গুলি সহস্রাব্দ ধরে ল্যান্ডস্কেপকে নতুন আকার দিতে সক্ষম।

#ভূতত্ত্ব #আর্থসায়েন্স #কন্টিনেন্টালড্রিফ্ট #আফারঅঞ্চল #বৈজ্ঞানিকআবিষ্কার

ভিন্ন প্লেট বাউন্ডারিতে রিফ্ট ভ্যালি গঠনসংজ্ঞা:একটি ফাটল উপত্যকা হল একটি নিম্নভূমি অঞ্চল যা গঠন করে যেখানে পৃথিবীর টেকটো...
30/06/2025

ভিন্ন প্লেট বাউন্ডারিতে রিফ্ট ভ্যালি গঠন

সংজ্ঞা:
একটি ফাটল উপত্যকা হল একটি নিম্নভূমি অঞ্চল যা গঠন করে যেখানে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলি সরে যায় বা বিচ্ছিন্ন হয়। এই ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যটি সাধারণত বিচ্ছিন্ন প্লেটের সীমানা বরাবর গঠিত হয় যেখানে লিথোস্ফিয়ার আলাদা হয়ে যায়, যার ফলে ভূত্বকটি পাতলা এবং ডুবে যায়, যার ফলে একটি উপত্যকা খাড়া ত্রুটি বা স্কার্পমেন্ট দ্বারা আবদ্ধ হয়।

ব্যাখ্যা
নীচের ছবিটি আইসল্যান্ডের Þingvellir ন্যাশনাল পার্কে উত্তর আমেরিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে সীমানায় অবস্থিত একটি ফাটল উপত্যকার একটি ক্লাসিক উদাহরণ দেখায়। এই অঞ্চলটি মধ্য-আটলান্টিক রিজের উপর অবস্থিত, যেখানে দুটি টেকটোনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ফাটলের দুই পাশের মধ্যে দৃশ্যমান ব্যবধান সেই অবস্থানটিকে চিহ্নিত করে যেখানে পৃথিবীর ভূত্বক সক্রিয়ভাবে প্রসারিত এবং উত্তেজনামূলক শক্তি দ্বারা আলাদা করা হচ্ছে।

প্লেটগুলি বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে ম্যাগমা শূন্যস্থান পূরণ করতে লিথোস্ফিয়ারের নীচে থেকে উঠতে পারে, যা প্রায়শই আগ্নেয়গিরির কার্যকলাপের দিকে পরিচালিত করে। সময়ের সাথে সাথে, এই প্রক্রিয়াটি ফাটলকে প্রশস্ত করতে এবং নতুন সমুদ্র অববাহিকাগুলির চূড়ান্ত গঠনের দিকে নিয়ে যেতে পারে।

এই প্রাকৃতিক বৈশিষ্ট্যটি প্লেট টেকটোনিক্সের একটি অনন্য এবং দৃশ্যমান উদাহরণ প্রদান করে, যা পৃথিবীর পৃষ্ঠকে আকৃতি দেয় এমন গতিশীল প্রক্রিয়াগুলিকে চিত্রিত করে।
#জিওটেকটনিক ゚

Jay Hind
26/06/2025

Jay Hind

Address

Baidik Para, Guptipara, Dist-Hooghly, Pin , State-West Bengal।
Hugli
712512

Alerts

Be the first to know and let us send you an email when Titaser khas khobor/ তিতাসের খাস খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Titaser khas khobor/ তিতাসের খাস খবর:

Share